০৪:১০ পূর্বাহ্ন, সোমবার, ২০ মে ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ

রাজবাড়ীতে উৎসবমুখর পরিবেশে ঢাকা ম্যারাথন প্রতিযোগিতা-২০২১ অনুষ্ঠিত

ষ্টাফ রিপোর্টার, রাজবাড়ীঃ রাজবাড়ীতে বাংলাদেশ সেনাবাহিনী ৫৫ পদাতিক ডিভিশন যশোর সেনানিবাসের আয়োজিত বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথন প্রতিযোগিতা-২০২১ শনিবার সকালে অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৭ ফেব্রুয়ারী) সকাল সাড়ে ৯টার দিকে রাজবাড়ী সদর উপজেলার আলীপুর ইউনিয়নের আলাদীপুর উচ্চ বিদ্যালয় মাঠে প্রধান অতিথি হিসাবে কবুতর ও বেলুন উড়িয়ে এ প্রতিযোগিতার উদ্বোধন ঘোষনা করেন রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য, সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী কাজী কেরামত আলী।

অতিরিক্ত জেলা প্রশাসক সারোয়ার আহমেদ সালেহীনের সভাপতিত্বে আয়োজিত প্রতিযোগিতায় রাজবাড়ীর পুলিশ সুপার এম এম শাকিলুজ্জামান, জেলা পরিষদের চেয়ারম্যান ফকির আব্দুল জব্বার, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাডঃ ইমদাদুল হক বিশ্বাস, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাহমি মো. সায়েফ সহ সংশ্লিষ্ঠ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এ সময় প্রতিযোগিতায় অংশ গ্রহনকারী দুই হাজার ২০০ জন নারী ও পুরুষ রাজবাড়ী-কুষ্টিয়া সড়ক হয়ে জেলা শহরের শহীদ খুশি রেলওয়ে ময়দানের এসে সমবেত হন। পরে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা। প্রতিযোগিতা চলাকালিন পুলিশ, আনসার, ফায়ার সার্ভিস কর্মী ও স্কাউটস সদস্যরা অংশ গ্রহণকারীদের নিরাপত্তায় কাজ করেন। সে সময় সড়কের দুই পাশে সাধারণ মানুষ অংশ গ্রহণকারীদের স্বাগত জানান।

ট্যাগঃ
রিপোর্টারের সম্পর্কে জানুন

Rajbari Mail

জনপ্রিয় পোস্ট

বালিয়াকান্দিতে আনারস প্রতীকের দুই সমর্থকে হাতুড়ী পিটিয়ে জখমের অভিযোগ প্রতিপক্ষের বিরুদ্ধে

রাজবাড়ীতে উৎসবমুখর পরিবেশে ঢাকা ম্যারাথন প্রতিযোগিতা-২০২১ অনুষ্ঠিত

পোস্ট হয়েছেঃ ১১:২১:৫৬ অপরাহ্ন, শনিবার, ২৭ ফেব্রুয়ারী ২০২১

ষ্টাফ রিপোর্টার, রাজবাড়ীঃ রাজবাড়ীতে বাংলাদেশ সেনাবাহিনী ৫৫ পদাতিক ডিভিশন যশোর সেনানিবাসের আয়োজিত বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথন প্রতিযোগিতা-২০২১ শনিবার সকালে অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৭ ফেব্রুয়ারী) সকাল সাড়ে ৯টার দিকে রাজবাড়ী সদর উপজেলার আলীপুর ইউনিয়নের আলাদীপুর উচ্চ বিদ্যালয় মাঠে প্রধান অতিথি হিসাবে কবুতর ও বেলুন উড়িয়ে এ প্রতিযোগিতার উদ্বোধন ঘোষনা করেন রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য, সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী কাজী কেরামত আলী।

অতিরিক্ত জেলা প্রশাসক সারোয়ার আহমেদ সালেহীনের সভাপতিত্বে আয়োজিত প্রতিযোগিতায় রাজবাড়ীর পুলিশ সুপার এম এম শাকিলুজ্জামান, জেলা পরিষদের চেয়ারম্যান ফকির আব্দুল জব্বার, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাডঃ ইমদাদুল হক বিশ্বাস, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাহমি মো. সায়েফ সহ সংশ্লিষ্ঠ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এ সময় প্রতিযোগিতায় অংশ গ্রহনকারী দুই হাজার ২০০ জন নারী ও পুরুষ রাজবাড়ী-কুষ্টিয়া সড়ক হয়ে জেলা শহরের শহীদ খুশি রেলওয়ে ময়দানের এসে সমবেত হন। পরে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা। প্রতিযোগিতা চলাকালিন পুলিশ, আনসার, ফায়ার সার্ভিস কর্মী ও স্কাউটস সদস্যরা অংশ গ্রহণকারীদের নিরাপত্তায় কাজ করেন। সে সময় সড়কের দুই পাশে সাধারণ মানুষ অংশ গ্রহণকারীদের স্বাগত জানান।