ফিরোজ আহম্মেদ, গোয়ালন্দঃ রাজবাড়ীর গোয়ালন্দ ঘাট থানা পুলিশ গোয়ালন্দ বাসষ্ট্যান্ড এলাকা থেকে রোববার ৪ কেজি গাঁজাসহ দুই ব্যাক্তিকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃতরা হলো গোয়ালন্দ পৌরসভার ৫নম্বর ওয়ার্ডের বেপারী পাড়ার ইব্রাহীম বেপারীর ছেলে পলাশ বেপারী ও কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার সোনাতলা গ্রামের মৃত লেডু মন্ডলের ছেলে খেদু বেপারী।আজ সোমবার তাদেরকে রাজবাড়ীর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
গোয়ালন্দ ঘাট থানার সহকারী পুলিশ পরিদর্শক (এএসআই) মোতালেব মুন্সী জানান, গোপন সংবাদের ভিত্তিতে তিনি সহ আরেক এএসআই মনিরুল আলম রোববার (১৪ মার্চ) সন্ধ্যার দিকে গোয়ালন্দ বাসস্ট্যান্ড এলাকার পৌর ৫ নং ওয়ার্ড বেপারী পাড়ায় অভিযান চালিয়ে হযরত মা আমেনা জামে মসজিদের সামনে থেকে তাদের আটক করে। এসময় তাদের কাছ থেকে ব্যাগ ভর্তি ৪ কেজি গাঁজাসহ গ্রেপ্তার করা হয়। পরে সোমবার (১৫ মার্চ) সকালে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তাদের বিরুদ্ধে গোয়ালন্দ ঘাট থানায় তিনি (এএসআই মোতালেব) বাদী হয়ে গোয়ালন্দ ঘাট থানায় একটি মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করেন। মামলা দায়ের শেষে দুপুরেই তাদেরকে রাজবাড়ীর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল তায়াবীর জানান, রাজবাড়ীর পুলিশ সুপার মহোদয় মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেছেন। তার অংশ হিসেবে এই অভিযান পরিচালনা করা হয়।মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।