০৪:১০ পূর্বাহ্ন, সোমবার, ২০ মে ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ

রাজবাড়ীতে পিআইবি’র ৬দিনের প্রশিক্ষণ সমাপ্ত

ষ্টাফ রিপোর্টার, রাজবাড়ীঃ রাজবাড়ীতে জেলা ও উপজেলার ১৪০ জন সাংবাদিকে পিআবি’র চারটি সাংবাদিকতা প্রশিক্ষনের পর সনদ পত্র বিতরণ অনু‌ষ্ঠিত হয়েছে।

গত বুধবার (৯ ফেব্রুয়ারী) বিকেলে বাংলা‌দে‌শ প্রেস ইন‌স্টি‌টিউট (‌পিআইবি) আয়ো‌জিত ৬ দিনব‌্যাপী চারটি প্রশিক্ষণ কোর্স শেষে রাজবাড়ী সা‌র্কিট হাউস মিলনায়ত‌নে সদন পক্র বিতরনের মধ্য দিয়ে এ সমাপনী অনুষ্ঠান অনু‌ষ্ঠিত হয়।

এ সময় জেলার ই‌লেক‌ট্রো‌নিক, প্রিন্ট ও অনলাইন মি‌ডিয়ার প্রশিক্ষণপ্রাপ্ত ১৪০ জন সাংবা‌দিককে অনুসন্ধান, বুনিয়াদি, মোবাইল জার্নালিজম ও নারী ও শিশু বিষয়ে সাংবাদিকতার প্রশিক্ষন শেষে এ সনদপত্র বিতরণ ক‌রেন অ‌তি‌থিরা।

এ‌সময় পিআই‌বি প্রশিক্ষক মিজ পারভীন সুলতানা রাব্বীর সভা প্রধা‌ন হিসেবে প্রধান অ‌তি‌থি হিসা‌বে উপ‌স্থিত ছি‌লেন, রাজবাড়ীর অ‌তি‌রিক্ত জেলা প্রশাসক (সা‌র্বিক) মাহাবুর রহমান শেখ, ইউল্যাব ইউনিভার্সিটি’র অধ্যাপক ড. জামিল খান, প্রেসক্লাব সভাপতি খান মোঃ জহুরুল হক,  সাধারন সম্পাদক খন্দকার আব্দুল মতিন।

প্রশিক্ষনে অনুসন্ধান ও মোবাইল জার্নালিজম বষয়ে ৩ দিন করে ও বুনিয়াদি ও নারী ও শিশু বষয়ে দুই দিন করে মোট চারটি প্রশিক্ষন অনুষ্ঠিত হয়।

ট্যাগঃ
রিপোর্টারের সম্পর্কে জানুন

Rajbari Mail

জনপ্রিয় পোস্ট

বালিয়াকান্দিতে আনারস প্রতীকের দুই সমর্থকে হাতুড়ী পিটিয়ে জখমের অভিযোগ প্রতিপক্ষের বিরুদ্ধে

রাজবাড়ীতে পিআইবি’র ৬দিনের প্রশিক্ষণ সমাপ্ত

পোস্ট হয়েছেঃ ০৫:৪৬:২২ অপরাহ্ন, রবিবার, ১৩ ফেব্রুয়ারী ২০২২

ষ্টাফ রিপোর্টার, রাজবাড়ীঃ রাজবাড়ীতে জেলা ও উপজেলার ১৪০ জন সাংবাদিকে পিআবি’র চারটি সাংবাদিকতা প্রশিক্ষনের পর সনদ পত্র বিতরণ অনু‌ষ্ঠিত হয়েছে।

গত বুধবার (৯ ফেব্রুয়ারী) বিকেলে বাংলা‌দে‌শ প্রেস ইন‌স্টি‌টিউট (‌পিআইবি) আয়ো‌জিত ৬ দিনব‌্যাপী চারটি প্রশিক্ষণ কোর্স শেষে রাজবাড়ী সা‌র্কিট হাউস মিলনায়ত‌নে সদন পক্র বিতরনের মধ্য দিয়ে এ সমাপনী অনুষ্ঠান অনু‌ষ্ঠিত হয়।

এ সময় জেলার ই‌লেক‌ট্রো‌নিক, প্রিন্ট ও অনলাইন মি‌ডিয়ার প্রশিক্ষণপ্রাপ্ত ১৪০ জন সাংবা‌দিককে অনুসন্ধান, বুনিয়াদি, মোবাইল জার্নালিজম ও নারী ও শিশু বিষয়ে সাংবাদিকতার প্রশিক্ষন শেষে এ সনদপত্র বিতরণ ক‌রেন অ‌তি‌থিরা।

এ‌সময় পিআই‌বি প্রশিক্ষক মিজ পারভীন সুলতানা রাব্বীর সভা প্রধা‌ন হিসেবে প্রধান অ‌তি‌থি হিসা‌বে উপ‌স্থিত ছি‌লেন, রাজবাড়ীর অ‌তি‌রিক্ত জেলা প্রশাসক (সা‌র্বিক) মাহাবুর রহমান শেখ, ইউল্যাব ইউনিভার্সিটি’র অধ্যাপক ড. জামিল খান, প্রেসক্লাব সভাপতি খান মোঃ জহুরুল হক,  সাধারন সম্পাদক খন্দকার আব্দুল মতিন।

প্রশিক্ষনে অনুসন্ধান ও মোবাইল জার্নালিজম বষয়ে ৩ দিন করে ও বুনিয়াদি ও নারী ও শিশু বষয়ে দুই দিন করে মোট চারটি প্রশিক্ষন অনুষ্ঠিত হয়।