০৭:২৮ পূর্বাহ্ন, সোমবার, ২০ মে ২০২৪, ৬ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ

গোয়ালন্দে ইউএনও’র বিদায় ও যোগদানকৃত সংবর্ধনা অনুুষ্ঠান

রাজবাড়ীমেইল ডেস্কঃ রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুবায়েত হায়াত শিপলুর বিদায় ও সদ্য যোগদানকৃত (ইউএনও) আমিনুল ইসলামের যোগদানকৃত সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকাল ৪টার দিকে উপজেলা পরিষদ মিলনায়তনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

২০১৮ সালের ৭ অক্টোবর ইউএনও হিসেবে রুবায়েত হায়াত শিপলু গোয়ালন্দে যোগদান করেন। যোগদানের পর থেকে তিনি নতুন ধারা তৈরী করেন। বিগত দিনে যা গোয়ালন্দবাসী কখনই পায়নি এমন কিছু নতুনত্ব দেখিয়ে তিনি সবার মাঝে আলাদা জায়গা করে নেন। পয়লা বৈশাখ উদযাপন, স্বাধীনতা দিবস, বিজয় দিবস, বঙ্গবন্ধুর জন্মদিন বা শিশু দিবস ও পবিত্র মাহে রমজান মাসে ব্যতিক্রমী অনুষ্ঠানের আয়োজন করায় রীতিমতো জেলাব্যাপী আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হন ইউএনও রুবায়েত হায়াত শিপলু। এ ছাড়া প্রথম বারের মতো উপজেলা প্রশাসনের আয়োজনে জাকজমকপূর্ণ একুশের বইমেলা ও গুনিজন সংবর্ধনা অনুষ্ঠান সর্বত্র ব্যাপক প্রশংসা কুড়িয়েছে। বিশ্বব্যাপী মহামারী করোনাভাইরাসের মধ্যে ঝুঁকি নিয়ে রাতবিরাত তিনি অসহায় মানুষের মাঝে খাদ্য সহায়তা দিতে ছুটে বেরিয়েছেন। এক বছর ৯ মাস পূর্ন করে তিনি বদলতিজনিত কারণে যাচ্ছেন মুন্সিগঞ্জ সদর উপজেলায়। ৩০তম বিসিএস এর সরকারের এই কর্মকর্তা গোয়ালন্দের আগে ফরিদপুরে এনডিসি হিসেবে কর্মরত ছিলেন। নতুন যোগদানকৃত ইউএনও তাঁরই ব্যাচমেট ৩০ তম বিসিএস প্রাপ্ত আমিনুল ইসলাম। তিনি মাদারীপুরের কালকিনি উপজেলা থেকে এখানে আসছেন।

মঙ্গলবার বিকেলে উপজেলা পরিষদের আয়োজনে ইউএনও রুবায়েত হায়াত শিপলুর বিদায় এবং সদ্য যোগদানকৃত ইউএনও আমিনুল ইসলামের যোগদানকৃত সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গোয়ালন্দ উপজেলা পরিষদ ভারপ্রাপ্ত চেয়ারম্যান আসাদুজ্জামান চৌধুরী। মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. মাসুদুর রহমানের সঞ্চালনায় বক্তব্য রাখেন সহকারি কমিশনার (ভূমি) মো. আব্দুল্লাহ আল-মামুন, সরকারি গোয়ালন্দ কামরুল ইসলাম কলেজের অধ্যক্ষ মোয়াজ্জেম হোসন, রাবেয়া ইদ্রিস মহিলা কলেজের অধ্যক্ষ আব্দুল কাদের সেখ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের সদস্য মো. নুরুজ্জামান মিয়া, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক বিপ্লব ঘোষ, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নার্গিস পারভীন, সাবেক ভাইস চেয়ারম্যান গোলাম মাহবুব রাব্বানী, পৌরসভার প্যানেল মেয়র কোমল কুমার সাহা, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আসিফ মাহমুদ, গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশিকুর রহমান, বীর মুক্তিযোদ্ধা আব্দুস সামাদ মোল্লা, অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষক বাবু নির্মল কুমার চক্রবর্তী, উজানচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল হোসেন ফকীর, দেবগ্রাম ইউপি চেয়ারম্যান হাফিজুল ইসলাম, ছোটভাকলা ইউপি চেয়ারম্যান আমজাদ হোসেন, দৌলতদিয়া ইউপি চেয়ারম্যান আব্দুর রহমান মন্ডল, উজানচর ইউপির সাবেক চেয়ারম্যান ও আ.লীগ নেতা গোলজার হোসেন মৃধা, পৌরসভার কাউন্সিলর নাসির উদ্দিন, গোয়ালন্দ প্রেসক্লাব সভাপতি আসজাদ হোসেন প্রমুখ।

বিদায়ী বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুবায়েত হায়াত শিপলু বলেন, ইউএনও হিসেবে পদোন্নতি প্রাপ্তির পর গোয়ালন্দে প্রথম ইউএনও হিসেবে যোগদানের পর থেকে উপজেলার মানুষের সার্বিক সহযোগিতায় যেকোন কাজ ভালোভাবে কাজ সমাপ্ত করেছি। ৭ জুলাই আমার কর্মস্থলের বয়স এক বছর ৯ মাস পূর্ণ হলো। এখান থেকে নতুন কর্মস্থল মুন্সিগঞ্জ সদর উপজেলার ইউএনও হিসেবে যোগদান করতে যাচ্ছি। আপনাদের ভালোবাসায় আমি মুগ্ধ। আমি যেন এখানেও এ রকম ভালোবাসা অর্জন করতে পারি। আপনারা সবাই আমার ও আমার পরিবারের জন্য দোয়া করবেন।

সদ্য যোগদানকৃত (ইউএনও) আমিনুল ইসলাম বলেন, এর আগে রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলায় সহকারী উপজেলা কমিশনার (ভুমি) হিসেবে চাকুরী করেছি। এরপর ইউএনও হিসেবে মাদারীপুরের কালকিনি উপজেলায় ছিলাম। সেখান থেকে চাকুরী গোয়ালন্দে (ইউএনও) হিসেবে যোগদান করলাম। আমি আমার বন্ধু বিদায়ী ইউএনও রুবায়েত হায়াত শিপলুর বাকী কাজগুলো করার চেষ্টা করবো।

এসময় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, উপজেলা পরিষদসহ গোয়ালন্দ প্রেসক্লাবের পক্ষ থেকে বিদায়ী ও সদ্য যোগদানকৃত ইউএনওকে ফুলের তোড়া দিয়ে বিদায় ও সংবর্ধনা প্রদান করা হয়।

ট্যাগঃ
রিপোর্টারের সম্পর্কে জানুন

Rajbari Mail

জনপ্রিয় পোস্ট

বালিয়াকান্দিতে আনারস প্রতীকের দুই সমর্থকে হাতুড়ী পিটিয়ে জখমের অভিযোগ প্রতিপক্ষের বিরুদ্ধে

গোয়ালন্দে ইউএনও’র বিদায় ও যোগদানকৃত সংবর্ধনা অনুুষ্ঠান

পোস্ট হয়েছেঃ ১১:০২:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ জুলাই ২০২০

রাজবাড়ীমেইল ডেস্কঃ রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুবায়েত হায়াত শিপলুর বিদায় ও সদ্য যোগদানকৃত (ইউএনও) আমিনুল ইসলামের যোগদানকৃত সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকাল ৪টার দিকে উপজেলা পরিষদ মিলনায়তনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

২০১৮ সালের ৭ অক্টোবর ইউএনও হিসেবে রুবায়েত হায়াত শিপলু গোয়ালন্দে যোগদান করেন। যোগদানের পর থেকে তিনি নতুন ধারা তৈরী করেন। বিগত দিনে যা গোয়ালন্দবাসী কখনই পায়নি এমন কিছু নতুনত্ব দেখিয়ে তিনি সবার মাঝে আলাদা জায়গা করে নেন। পয়লা বৈশাখ উদযাপন, স্বাধীনতা দিবস, বিজয় দিবস, বঙ্গবন্ধুর জন্মদিন বা শিশু দিবস ও পবিত্র মাহে রমজান মাসে ব্যতিক্রমী অনুষ্ঠানের আয়োজন করায় রীতিমতো জেলাব্যাপী আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হন ইউএনও রুবায়েত হায়াত শিপলু। এ ছাড়া প্রথম বারের মতো উপজেলা প্রশাসনের আয়োজনে জাকজমকপূর্ণ একুশের বইমেলা ও গুনিজন সংবর্ধনা অনুষ্ঠান সর্বত্র ব্যাপক প্রশংসা কুড়িয়েছে। বিশ্বব্যাপী মহামারী করোনাভাইরাসের মধ্যে ঝুঁকি নিয়ে রাতবিরাত তিনি অসহায় মানুষের মাঝে খাদ্য সহায়তা দিতে ছুটে বেরিয়েছেন। এক বছর ৯ মাস পূর্ন করে তিনি বদলতিজনিত কারণে যাচ্ছেন মুন্সিগঞ্জ সদর উপজেলায়। ৩০তম বিসিএস এর সরকারের এই কর্মকর্তা গোয়ালন্দের আগে ফরিদপুরে এনডিসি হিসেবে কর্মরত ছিলেন। নতুন যোগদানকৃত ইউএনও তাঁরই ব্যাচমেট ৩০ তম বিসিএস প্রাপ্ত আমিনুল ইসলাম। তিনি মাদারীপুরের কালকিনি উপজেলা থেকে এখানে আসছেন।

মঙ্গলবার বিকেলে উপজেলা পরিষদের আয়োজনে ইউএনও রুবায়েত হায়াত শিপলুর বিদায় এবং সদ্য যোগদানকৃত ইউএনও আমিনুল ইসলামের যোগদানকৃত সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গোয়ালন্দ উপজেলা পরিষদ ভারপ্রাপ্ত চেয়ারম্যান আসাদুজ্জামান চৌধুরী। মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. মাসুদুর রহমানের সঞ্চালনায় বক্তব্য রাখেন সহকারি কমিশনার (ভূমি) মো. আব্দুল্লাহ আল-মামুন, সরকারি গোয়ালন্দ কামরুল ইসলাম কলেজের অধ্যক্ষ মোয়াজ্জেম হোসন, রাবেয়া ইদ্রিস মহিলা কলেজের অধ্যক্ষ আব্দুল কাদের সেখ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের সদস্য মো. নুরুজ্জামান মিয়া, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক বিপ্লব ঘোষ, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নার্গিস পারভীন, সাবেক ভাইস চেয়ারম্যান গোলাম মাহবুব রাব্বানী, পৌরসভার প্যানেল মেয়র কোমল কুমার সাহা, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আসিফ মাহমুদ, গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশিকুর রহমান, বীর মুক্তিযোদ্ধা আব্দুস সামাদ মোল্লা, অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষক বাবু নির্মল কুমার চক্রবর্তী, উজানচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল হোসেন ফকীর, দেবগ্রাম ইউপি চেয়ারম্যান হাফিজুল ইসলাম, ছোটভাকলা ইউপি চেয়ারম্যান আমজাদ হোসেন, দৌলতদিয়া ইউপি চেয়ারম্যান আব্দুর রহমান মন্ডল, উজানচর ইউপির সাবেক চেয়ারম্যান ও আ.লীগ নেতা গোলজার হোসেন মৃধা, পৌরসভার কাউন্সিলর নাসির উদ্দিন, গোয়ালন্দ প্রেসক্লাব সভাপতি আসজাদ হোসেন প্রমুখ।

বিদায়ী বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুবায়েত হায়াত শিপলু বলেন, ইউএনও হিসেবে পদোন্নতি প্রাপ্তির পর গোয়ালন্দে প্রথম ইউএনও হিসেবে যোগদানের পর থেকে উপজেলার মানুষের সার্বিক সহযোগিতায় যেকোন কাজ ভালোভাবে কাজ সমাপ্ত করেছি। ৭ জুলাই আমার কর্মস্থলের বয়স এক বছর ৯ মাস পূর্ণ হলো। এখান থেকে নতুন কর্মস্থল মুন্সিগঞ্জ সদর উপজেলার ইউএনও হিসেবে যোগদান করতে যাচ্ছি। আপনাদের ভালোবাসায় আমি মুগ্ধ। আমি যেন এখানেও এ রকম ভালোবাসা অর্জন করতে পারি। আপনারা সবাই আমার ও আমার পরিবারের জন্য দোয়া করবেন।

সদ্য যোগদানকৃত (ইউএনও) আমিনুল ইসলাম বলেন, এর আগে রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলায় সহকারী উপজেলা কমিশনার (ভুমি) হিসেবে চাকুরী করেছি। এরপর ইউএনও হিসেবে মাদারীপুরের কালকিনি উপজেলায় ছিলাম। সেখান থেকে চাকুরী গোয়ালন্দে (ইউএনও) হিসেবে যোগদান করলাম। আমি আমার বন্ধু বিদায়ী ইউএনও রুবায়েত হায়াত শিপলুর বাকী কাজগুলো করার চেষ্টা করবো।

এসময় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, উপজেলা পরিষদসহ গোয়ালন্দ প্রেসক্লাবের পক্ষ থেকে বিদায়ী ও সদ্য যোগদানকৃত ইউএনওকে ফুলের তোড়া দিয়ে বিদায় ও সংবর্ধনা প্রদান করা হয়।