মইন মৃধা, গোয়ালন্দঃ রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের ৩নং ওয়ার্ডের ইদ্রিস পাড়া সহ তিন গ্রামের প্রায় ২ হাজার মানুষের চলাচল। বর্ষার শুরুতেই পানিতে পাকা ব্রিজের সংযোগ সড়ক বিলিন হতে বসেছে।
প্রাথমিকভাবে স্থানীয় এলাকাবাসীর উদ্যোগে এবং দৌলতদিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সিনিয়র সভাপতি ও রাজবাড়ী জেলা মটরচালক শ্রমিকলীগের সভাপতি মো. তোফাজ্জেল হোসেন তপুর সার্বিক সহযোগীতায় সড়কটিতে প্লাষ্টিকের বালুভর্তি বস্তা ফেলে রক্ষা করার চেষ্টা করা হচ্ছে।
বৃহস্পতিবার (২৯ জুলাই) বেলা ১১ টার দিকে প্লাষ্টিকের বালুভর্তি বস্তা ফেলে কাজ শুরু করেন তোফাজ্জেল হোসেন তপু, দৌলতদিয়া ৩নং আ’লীগের সভাপতি হারুন মোল্লা, গোয়ালন্দ উপজেলা ছাত্রলীগের যুগ্ন-সাধারন সম্পাদক রিয়াদ মাহমুদ সোহাগ প্রমুখ।
হারুন মোল্লা বলেন, আমরা নদীভাঙন এলাকার মানুষ। আমাদের গ্রামের চলাচলের জন্য একমাত্র ভরসা এই ব্রিজটি। সেটাও যদি বর্ষার শুরুতে সড়ক পানিতে বিলীন হয়ে যায় তবে আমরা কিভাবে চলাফেরা করব। প্রাথমিকভাবে ভাঙন ঠেকাতে তপু ভাই বালুভর্তি বস্তা ফেলাতে আমাদের সহযোগীতা করেছেন।