০৮:২৫ পূর্বাহ্ন, সোমবার, ২০ মে ২০২৪, ৬ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ

পদ্মার ১০ কেজির বোয়াল বিক্রি হলো সাড়ে ১৬ হাজারে

নিজস্ব প্রতিবেদক, গোয়ালন্দঃ রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ার পদ্মা নদীতে আজ সোমবার সকালে এক জেলের জালে ১০ কেজি ওজনের একটি বোয়াল মাছ ধরা পড়ে। মাছটি স্থানীয় এক মৎস্য ব্যবসায়ী ১৬০০ টাকা কেজি দরে কিনে ১৬৫০ টাকা কেজি হিসেবে সাড়ে ১৬ হাজার টাকায় বিক্রি করে।

ঘাট এলাকার মৎস্যজীবীরা জানান, সকালে পদ্মা নদীতে জাল ও নৌকা নিয়ে মাছ শিকারে বের হন এক দল জেলে। সকাল ৯ টার দিকে ওই জেলেরা জাল তুলতে গেলে এক ঝাকিতে বুঝতে পারেন বড় কোন মাছ ধরা পড়েছে। অবশেষে জাল টেনে নৌকায় তুলতেই তারা দেখতে পান বড় একটি বোয়াল মাছ। মাছটি পাওয়ার পর বিক্রির জন্য নিয়ে যায় ফেরি ঘাট সংলগ্ন টার্মিনাল মাছ বাজারে। সেখানকার আব্দুল হালিমের আড়ত ঘরে মাছটি তোলার পর ওজন দিয়ে দেখেন প্রায়য় ১০ কেজি। পরে মাছটি প্রকাশ্য নিলামে তোলা হলে সর্বোচ্চ দরদাতা হিসেবে ১ হাজার ৬০০ টাকা কেজি দরে কিনে নেন ফেরি ঘাট এলাকার শাকিল-সোহান মৎস্য ব্যবসায়ী মোঃ শাহজাহান শেখ।

মোঃ শাহজাহান শেখ বলেন, মাছটি আব্দুল হালিমের আড়ত ঘরে নিলামে তোলা হলে সর্বোচ্চ দরদাতা হিসেবে ১ হাজার ৬০০ টাকা কেজি দরে কিনে নেই। মাছটি কেনার পর ৫ নম্বর ফেরি ঘাট এলাকার আমার আড়ত ঘরে নিয়ে আসলে উৎসুক অনেকে ভিড় করেন। বিক্রির জন্য বিভিন্ন স্থানে যোগাযোগ করলেও পরে ঘাটে থাকা কয়েকটি ফেরির ষ্টাফরা মিলে ১ হাজার ৬৫০ টাকা কেজি দরে মোট ১৬ হাজার ৫০০ টাকায় কিনে নেন। মাছটি তারা সখ করে স্থানীয়ভাবে কেটে খাবারের জন্য বাড়ি নিচ্ছেন।

শাহজাহান শেখ আরো বলেন, বর্তমানে পদ্মা নদীতে বড় মাছ তেমন একটা ধরা পড়ছে না। কয়েক দিন পর আজ বড় একটি বোয়াল মাছ পাওয়ায় জেলেরা যেমন খুশি হয়েছেন। তেমনি আমরাও খুশি হয়েছি।

ট্যাগঃ
রিপোর্টারের সম্পর্কে জানুন

Rajbari Mail

জনপ্রিয় পোস্ট

বালিয়াকান্দিতে আনারস প্রতীকের দুই সমর্থকে হাতুড়ী পিটিয়ে জখমের অভিযোগ প্রতিপক্ষের বিরুদ্ধে

পদ্মার ১০ কেজির বোয়াল বিক্রি হলো সাড়ে ১৬ হাজারে

পোস্ট হয়েছেঃ ০৮:২০:১৬ অপরাহ্ন, সোমবার, ৩১ জানুয়ারী ২০২২

নিজস্ব প্রতিবেদক, গোয়ালন্দঃ রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ার পদ্মা নদীতে আজ সোমবার সকালে এক জেলের জালে ১০ কেজি ওজনের একটি বোয়াল মাছ ধরা পড়ে। মাছটি স্থানীয় এক মৎস্য ব্যবসায়ী ১৬০০ টাকা কেজি দরে কিনে ১৬৫০ টাকা কেজি হিসেবে সাড়ে ১৬ হাজার টাকায় বিক্রি করে।

ঘাট এলাকার মৎস্যজীবীরা জানান, সকালে পদ্মা নদীতে জাল ও নৌকা নিয়ে মাছ শিকারে বের হন এক দল জেলে। সকাল ৯ টার দিকে ওই জেলেরা জাল তুলতে গেলে এক ঝাকিতে বুঝতে পারেন বড় কোন মাছ ধরা পড়েছে। অবশেষে জাল টেনে নৌকায় তুলতেই তারা দেখতে পান বড় একটি বোয়াল মাছ। মাছটি পাওয়ার পর বিক্রির জন্য নিয়ে যায় ফেরি ঘাট সংলগ্ন টার্মিনাল মাছ বাজারে। সেখানকার আব্দুল হালিমের আড়ত ঘরে মাছটি তোলার পর ওজন দিয়ে দেখেন প্রায়য় ১০ কেজি। পরে মাছটি প্রকাশ্য নিলামে তোলা হলে সর্বোচ্চ দরদাতা হিসেবে ১ হাজার ৬০০ টাকা কেজি দরে কিনে নেন ফেরি ঘাট এলাকার শাকিল-সোহান মৎস্য ব্যবসায়ী মোঃ শাহজাহান শেখ।

মোঃ শাহজাহান শেখ বলেন, মাছটি আব্দুল হালিমের আড়ত ঘরে নিলামে তোলা হলে সর্বোচ্চ দরদাতা হিসেবে ১ হাজার ৬০০ টাকা কেজি দরে কিনে নেই। মাছটি কেনার পর ৫ নম্বর ফেরি ঘাট এলাকার আমার আড়ত ঘরে নিয়ে আসলে উৎসুক অনেকে ভিড় করেন। বিক্রির জন্য বিভিন্ন স্থানে যোগাযোগ করলেও পরে ঘাটে থাকা কয়েকটি ফেরির ষ্টাফরা মিলে ১ হাজার ৬৫০ টাকা কেজি দরে মোট ১৬ হাজার ৫০০ টাকায় কিনে নেন। মাছটি তারা সখ করে স্থানীয়ভাবে কেটে খাবারের জন্য বাড়ি নিচ্ছেন।

শাহজাহান শেখ আরো বলেন, বর্তমানে পদ্মা নদীতে বড় মাছ তেমন একটা ধরা পড়ছে না। কয়েক দিন পর আজ বড় একটি বোয়াল মাছ পাওয়ায় জেলেরা যেমন খুশি হয়েছেন। তেমনি আমরাও খুশি হয়েছি।