০৩:৪৫ পূর্বাহ্ন, সোমবার, ২০ মে ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ

বালিয়াকান্দির প্রবীণ সাংবাদিক রঘুনন্দন শিকদারের মৃত্যু

রাজবাড়ীমেইল ডেস্কঃ রাজবাড়ী জেলার প্রবীণ সাংবাদিক, বালিয়াকান্দি উপজেলা প্রেসক্লাবের সভাপতি ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব রঘুনন্দন শিকদার বৃহস্পতিবার সকালে বালিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মারা গেছেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮০ বছর। তিনি দীর্ঘদিন ধরে ডায়াবেটিকসহ নানা ধরনের জটিল রোগে ভূগছিলেন।

স্থানীয় সাংবাদিকরা জানান, রঘুনন্দন শিকদার মৃত্যুর আগ পর্যন্ত দৈনিক ইত্তেফাক পত্রিকার বালিয়াকান্দি উপজেলা সংবাদদাতা হিসেবে নিয়োজিত ছিলেন। এছাড়া রাজবাড়ী জেলা শহর থেকে প্রকাশিত দৈনিক মাতৃকণ্ঠ পত্রিকায় নিয়মিত কাজ করতেন। বিভিন্ন সাংস্কৃতিক কর্মকান্ডের কারণে তিনি সকলের প্রিয় এবং পরিচিত মুখ ছিলেন। গত মঙ্গলবার (২৬ মে) তিনি হঠাৎ বেশি অসুস্থ্য হয়ে পড়লে তাঁকে বালিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ বৃহস্পতিবার সকাল ৭টার দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তাঁর মৃত্যুতে বালিয়াকান্দি উপজেলা প্রেসক্লাবসহ জেলার সাংবাদিকদের বিভিন্ন সংগঠন ও সামাজিক, সাংস্কৃতিক সংগঠন গভীর শোক প্রকাশ করেছেন। জেলার জনপ্রিয় নিউজ পোর্টাল রাজবাড়ী মেইল ডট কম পরিবারও প্রবীণ এই সাংবাদিকের মৃত্যুতে গভীর সমবেদনা জানিয়েছে। বৃহস্পতিবার বেলা দুইটায় বালিয়াকান্দি শশ্মানে তাঁর শেষ কৃত্যানুষ্ঠান সম্পন্ন হয়।

ট্যাগঃ
রিপোর্টারের সম্পর্কে জানুন

Rajbari Mail

জনপ্রিয় পোস্ট

বালিয়াকান্দিতে আনারস প্রতীকের দুই সমর্থকে হাতুড়ী পিটিয়ে জখমের অভিযোগ প্রতিপক্ষের বিরুদ্ধে

বালিয়াকান্দির প্রবীণ সাংবাদিক রঘুনন্দন শিকদারের মৃত্যু

পোস্ট হয়েছেঃ ০৪:৪৩:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ মে ২০২০

রাজবাড়ীমেইল ডেস্কঃ রাজবাড়ী জেলার প্রবীণ সাংবাদিক, বালিয়াকান্দি উপজেলা প্রেসক্লাবের সভাপতি ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব রঘুনন্দন শিকদার বৃহস্পতিবার সকালে বালিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মারা গেছেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮০ বছর। তিনি দীর্ঘদিন ধরে ডায়াবেটিকসহ নানা ধরনের জটিল রোগে ভূগছিলেন।

স্থানীয় সাংবাদিকরা জানান, রঘুনন্দন শিকদার মৃত্যুর আগ পর্যন্ত দৈনিক ইত্তেফাক পত্রিকার বালিয়াকান্দি উপজেলা সংবাদদাতা হিসেবে নিয়োজিত ছিলেন। এছাড়া রাজবাড়ী জেলা শহর থেকে প্রকাশিত দৈনিক মাতৃকণ্ঠ পত্রিকায় নিয়মিত কাজ করতেন। বিভিন্ন সাংস্কৃতিক কর্মকান্ডের কারণে তিনি সকলের প্রিয় এবং পরিচিত মুখ ছিলেন। গত মঙ্গলবার (২৬ মে) তিনি হঠাৎ বেশি অসুস্থ্য হয়ে পড়লে তাঁকে বালিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ বৃহস্পতিবার সকাল ৭টার দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তাঁর মৃত্যুতে বালিয়াকান্দি উপজেলা প্রেসক্লাবসহ জেলার সাংবাদিকদের বিভিন্ন সংগঠন ও সামাজিক, সাংস্কৃতিক সংগঠন গভীর শোক প্রকাশ করেছেন। জেলার জনপ্রিয় নিউজ পোর্টাল রাজবাড়ী মেইল ডট কম পরিবারও প্রবীণ এই সাংবাদিকের মৃত্যুতে গভীর সমবেদনা জানিয়েছে। বৃহস্পতিবার বেলা দুইটায় বালিয়াকান্দি শশ্মানে তাঁর শেষ কৃত্যানুষ্ঠান সম্পন্ন হয়।