০৭:২৮ পূর্বাহ্ন, সোমবার, ২০ মে ২০২৪, ৬ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ

দৌলতদিয়া যৌনপল্লির জন্য ৫৪টন চাউল ও ৩৬ লাখ টাকা বরাদ্দ

বিশেষ প্রতিনিধি: করোনাভাইরাস সংক্রমণ ঝুকি এড়াতে দেশের বৃহৎ রাজবাড়ীর দৌলতদিয়ার যৌনপল্লিতে শুক্রবার বিকেল থেকে ২০ দিনের জন্য যাতায়াত নিষিদ্ধ করেছে পুলিশ। এই কয়েকদিন যাতে তারা ভালোভাবে চলতে পারে এ জন্য দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয় থেকে ৫৪ টন চাউল ও ৩৬ লাখ টাকা বরাদ্দ করেছে। গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেন।
প্রতিদিন পল্লিতে দেশের বিভিন্ন এলাকার অসংখ্য মানুষ আসা যাওয়া করতো। কে কোত্থেকে আসছে, কার কাছে থাকছে সঠিক তদারকি না থাকায় অনেকেই ঝুকিপূর্ণ মনে করছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুবায়েত হায়াত শিপলু রাজবাড়ীমেইলকে জানান, সর্ববৃহত দৌলতদিয়া যৌনপল্লিতে নিয়মিত যৌনকর্মী ও তাদের মাসিসহ ১ হাজার ৭৫৬ জনের তালিকা পাওয়া গেছে। এ ছাড়া আরো কিছু প্রবীন ব্যক্তি সেখানে বসবাস করেন। ১ হাজার ৮০০ জনের একটি তালিকা তৈরী করা হয়েছে। ওই তালিকা মোতাবেক জেলা প্রশাসক দিলসাদ বেগমের মাধ্যমে দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের কাছে প্রত্যেকের জন্য ৩০ কেজি করে চাউল ও নগদ দুই হাজার করে টাকার আবেদন জানানো হয়েছে। আবেদন মতে ৫৪ টন চাউল ও নগদ ৩৬ লাখ টাকা বরাদ্দ পাস হয়েছে। আশা করি আগামী সোমবার নাগাদ হাতে পেলে বুধবার তাদের মধ্যে বিতরণ কার্যক্রম সম্পন্ন করা হবে।
খোঁজ নিয়ে জানা গেছে, দেশের সর্ববৃহৎ দৌলতদিয়া যৌনপল্লিতে প্রতিদিন কয়েক হাজার মানুষ আসা যাওয়া করে। সারা বিশে^ করোনা ভাইরাস সংক্রমণের হার দিন দিন বেড়ে চলায় যৌনপল্লিতে মানুষের আসা যাওয়া কিছুটা কমেছে। কিন্তু তাদের মাঝে তেমন সচেতনতা লক্ষ্য করা যায়নি। এমন পরিস্থিতির মধ্যেও প্রতিদিন অসংখ্য মানুষ পল্লিতে আসা যাওয়া করতো।
পুলিশ সুপার মো. মিজানুর রহমান পিপিএম বলেন, দৌলতদিয়া যৌনপল্লিতে প্রতিদিন বহু মানুষ যাতায়াত করে। এতে সংক্রমণ ঝুকির মারাত্মক আকার ধারণ করতে পারে। আশঙ্কার জায়গা থেকে ২০ দিনের জন্য শুক্রবার বিকেল থেকে পল্লিতে যাতায়াত বন্ধ করে দেওয়া হয়েছে। তারা যাতে এ কয়েক দিন নিজ ঘরে থেকে চলতে পারে তার জন্য কর্তৃপক্ষের কাছে চাউল ও নগদ টাকা বরাদ্দের আবেদন জানিয়েছিলাম।

ট্যাগঃ
রিপোর্টারের সম্পর্কে জানুন

Rajbari Mail

জনপ্রিয় পোস্ট

বালিয়াকান্দিতে আনারস প্রতীকের দুই সমর্থকে হাতুড়ী পিটিয়ে জখমের অভিযোগ প্রতিপক্ষের বিরুদ্ধে

দৌলতদিয়া যৌনপল্লির জন্য ৫৪টন চাউল ও ৩৬ লাখ টাকা বরাদ্দ

পোস্ট হয়েছেঃ ০৪:৪৩:৫১ অপরাহ্ন, শনিবার, ২১ মার্চ ২০২০

বিশেষ প্রতিনিধি: করোনাভাইরাস সংক্রমণ ঝুকি এড়াতে দেশের বৃহৎ রাজবাড়ীর দৌলতদিয়ার যৌনপল্লিতে শুক্রবার বিকেল থেকে ২০ দিনের জন্য যাতায়াত নিষিদ্ধ করেছে পুলিশ। এই কয়েকদিন যাতে তারা ভালোভাবে চলতে পারে এ জন্য দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয় থেকে ৫৪ টন চাউল ও ৩৬ লাখ টাকা বরাদ্দ করেছে। গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেন।
প্রতিদিন পল্লিতে দেশের বিভিন্ন এলাকার অসংখ্য মানুষ আসা যাওয়া করতো। কে কোত্থেকে আসছে, কার কাছে থাকছে সঠিক তদারকি না থাকায় অনেকেই ঝুকিপূর্ণ মনে করছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুবায়েত হায়াত শিপলু রাজবাড়ীমেইলকে জানান, সর্ববৃহত দৌলতদিয়া যৌনপল্লিতে নিয়মিত যৌনকর্মী ও তাদের মাসিসহ ১ হাজার ৭৫৬ জনের তালিকা পাওয়া গেছে। এ ছাড়া আরো কিছু প্রবীন ব্যক্তি সেখানে বসবাস করেন। ১ হাজার ৮০০ জনের একটি তালিকা তৈরী করা হয়েছে। ওই তালিকা মোতাবেক জেলা প্রশাসক দিলসাদ বেগমের মাধ্যমে দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের কাছে প্রত্যেকের জন্য ৩০ কেজি করে চাউল ও নগদ দুই হাজার করে টাকার আবেদন জানানো হয়েছে। আবেদন মতে ৫৪ টন চাউল ও নগদ ৩৬ লাখ টাকা বরাদ্দ পাস হয়েছে। আশা করি আগামী সোমবার নাগাদ হাতে পেলে বুধবার তাদের মধ্যে বিতরণ কার্যক্রম সম্পন্ন করা হবে।
খোঁজ নিয়ে জানা গেছে, দেশের সর্ববৃহৎ দৌলতদিয়া যৌনপল্লিতে প্রতিদিন কয়েক হাজার মানুষ আসা যাওয়া করে। সারা বিশে^ করোনা ভাইরাস সংক্রমণের হার দিন দিন বেড়ে চলায় যৌনপল্লিতে মানুষের আসা যাওয়া কিছুটা কমেছে। কিন্তু তাদের মাঝে তেমন সচেতনতা লক্ষ্য করা যায়নি। এমন পরিস্থিতির মধ্যেও প্রতিদিন অসংখ্য মানুষ পল্লিতে আসা যাওয়া করতো।
পুলিশ সুপার মো. মিজানুর রহমান পিপিএম বলেন, দৌলতদিয়া যৌনপল্লিতে প্রতিদিন বহু মানুষ যাতায়াত করে। এতে সংক্রমণ ঝুকির মারাত্মক আকার ধারণ করতে পারে। আশঙ্কার জায়গা থেকে ২০ দিনের জন্য শুক্রবার বিকেল থেকে পল্লিতে যাতায়াত বন্ধ করে দেওয়া হয়েছে। তারা যাতে এ কয়েক দিন নিজ ঘরে থেকে চলতে পারে তার জন্য কর্তৃপক্ষের কাছে চাউল ও নগদ টাকা বরাদ্দের আবেদন জানিয়েছিলাম।