০৭:২৬ পূর্বাহ্ন, সোমবার, ২০ মে ২০২৪, ৬ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ

তরমুজের মধ্যে মিলল চার কেজি গাঁজা, গ্রেপ্তার ১

মইন মৃধা, রাজবাড়ীঃ তরমুজের সাদৃশ্য প্যাকেট বানিয়ে অভিনব কায়দায় চার কেজি গাঁজাসহ মামুন মিয়া (৩৫) নামে এক মাদক কারবারিকে আটক করেছে রাজবাড়ী  গোয়েন্দা পুলিশ (ডিবি)।

শনিবার (১৮ মার্চ) বেলা ১১টার দিকে রাজবাড়ী সদরের ঢাকা-খুলনা মহাসড়কের বসন্তপুর রেলক্রসিং এলাকায় চেকপোস্ট বসিয়ে সততা নামে একটি যাত্রবাহী বাসে তল্লাশি করে তাকে আটক করা হয়। আটককৃত মাদককারবারী কুমিল্লা জেলার দেবিদ্বার উপজেলার জয়পুর গ্রামের কবির মিয়ার ছেলে।

জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান খান জানান, শনিবার সকালে রাজবাড়ী সদরের বসন্তপুর রেলক্রসিং এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কে চেকপোস্ট বসিয়ে ফরিদপুরের ভাঙা থেকে রাজবাড়ীগামী সততা পরিবহনের একটি বাস তল্লাশিকালে এক যাত্রীর হাতে তরমুজ সাদৃশ্য একটি প্যাকেট দেখা যায়। জিজ্ঞাসা করা হলে যাত্রী জানান তরমুজ নিয়ে আত্মীয় বাড়ি বেড়াতে যাচ্ছেন তিনি। তবে পুলিশের সন্দেহ হলে তাকে আটক করে প্যাকেটটি খুলে দেখা যায় তরমুজ সাদৃশ্য এর মধ্যে চার কেজি গাঁজা রয়েছে। গাঁজার এ প্যাকেটটি কুমিল্লা থেকে মানিকগঞ্জের পাটুরিয়ায় নিয়ে যাচ্ছিলেন তিনি।

ওসি আরো বলেন, তরমুজের মৌসুমকে পুঁজি করে মাদক পাঁচারের এমন অভিনব কৌঁশল বেছে নিয়েছে মাদককারবারীরা। এ বিষয়ে আটককৃত মামুন মিয়ার বিরুদ্ধে রাজবাড়ী সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।

ট্যাগঃ
রিপোর্টারের সম্পর্কে জানুন

Rajbari Mail

জনপ্রিয় পোস্ট

বালিয়াকান্দিতে আনারস প্রতীকের দুই সমর্থকে হাতুড়ী পিটিয়ে জখমের অভিযোগ প্রতিপক্ষের বিরুদ্ধে

তরমুজের মধ্যে মিলল চার কেজি গাঁজা, গ্রেপ্তার ১

পোস্ট হয়েছেঃ ০৯:৩৫:৩৪ অপরাহ্ন, রবিবার, ১৯ মার্চ ২০২৩

মইন মৃধা, রাজবাড়ীঃ তরমুজের সাদৃশ্য প্যাকেট বানিয়ে অভিনব কায়দায় চার কেজি গাঁজাসহ মামুন মিয়া (৩৫) নামে এক মাদক কারবারিকে আটক করেছে রাজবাড়ী  গোয়েন্দা পুলিশ (ডিবি)।

শনিবার (১৮ মার্চ) বেলা ১১টার দিকে রাজবাড়ী সদরের ঢাকা-খুলনা মহাসড়কের বসন্তপুর রেলক্রসিং এলাকায় চেকপোস্ট বসিয়ে সততা নামে একটি যাত্রবাহী বাসে তল্লাশি করে তাকে আটক করা হয়। আটককৃত মাদককারবারী কুমিল্লা জেলার দেবিদ্বার উপজেলার জয়পুর গ্রামের কবির মিয়ার ছেলে।

জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান খান জানান, শনিবার সকালে রাজবাড়ী সদরের বসন্তপুর রেলক্রসিং এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কে চেকপোস্ট বসিয়ে ফরিদপুরের ভাঙা থেকে রাজবাড়ীগামী সততা পরিবহনের একটি বাস তল্লাশিকালে এক যাত্রীর হাতে তরমুজ সাদৃশ্য একটি প্যাকেট দেখা যায়। জিজ্ঞাসা করা হলে যাত্রী জানান তরমুজ নিয়ে আত্মীয় বাড়ি বেড়াতে যাচ্ছেন তিনি। তবে পুলিশের সন্দেহ হলে তাকে আটক করে প্যাকেটটি খুলে দেখা যায় তরমুজ সাদৃশ্য এর মধ্যে চার কেজি গাঁজা রয়েছে। গাঁজার এ প্যাকেটটি কুমিল্লা থেকে মানিকগঞ্জের পাটুরিয়ায় নিয়ে যাচ্ছিলেন তিনি।

ওসি আরো বলেন, তরমুজের মৌসুমকে পুঁজি করে মাদক পাঁচারের এমন অভিনব কৌঁশল বেছে নিয়েছে মাদককারবারীরা। এ বিষয়ে আটককৃত মামুন মিয়ার বিরুদ্ধে রাজবাড়ী সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।