০৮:০৫ পূর্বাহ্ন, সোমবার, ২০ মে ২০২৪, ৬ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ

গোয়ালন্দে আগুনে সর্বশ্ব হারালেন প্রবাসী রানী খাতুনের পরিবার

ফিরোজ আহম্মেদ ও মইন মৃধা, গোয়ালন্দঃ রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার চর আন্ধারমানিক এলাকায় আগুনে পুড়ে নিঃশ্ব হয়েছে দুটি পরিবার। শনিবার দুপুরে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন লেগে চারটি ঘরসহ যাবতীয় জিনিসপত্র পুড়ে গেছে। ঘরে থাকা তিনটি ছাগল পুড়ে মারা যায়। গোয়ালন্দ ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রনে আনে। স্বর্ণালংকার, নগদ টাকাসহ প্রায় পাঁচ লাখ টাকার ক্ষতি হয়েছে।

স্থানীয়রা জানান, গোয়ালন্দ উপজেলার ছোটভাকলা ইউনিয়নের চর আন্ধার মানিক গ্রামের আকাশ সরদারের স্ত্রী, রফিক শেখ এর মেয়ে রানী খাতুন (৩৫) ৩ বছর জর্ডান থাকার পর প্রায় তিন বছর আগে দেশে ফিরেন। তার আগে সৌদি আরবে আরো ৪ বছর ছিলেন। শনিবার বেলা ১১টার দিকে রফিক শেখ ও তার প্রবাসী মেয়ে রানী খাতুনের বসত ঘর থেকে আগুন দেখতে পায় স্থানীয় লোকজন। স্থানীয়দের থেকে খবর পেয়ে ছুটে আসেন রানী খাতুন। বাড়িতে পৌছে চোখের সামনে বসতঘরসহ তার তিনটি এবং বাবা রফিক শেখ এর একটি ঘর পুড়ে যায়। টিনের চারটি চৌচালা ও ছাপড়া ঘরে মুহুর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে জ্বলতে থাকে। গোয়াল ঘরে থাকা ৬টি ছাগল ছিল। অগ্নিদগ্ধ হয়ে তিনটি ছাগল ঘরেই পুড়ে মারা যায়। বাকি তিনটি ছাগল অর্ধদগ্ধ অবস্থায় বের করা হয়। এছাড়া ঘর থেকে আর কোন কিছুই বের করতে পারেনি। খবর দেয় গোয়ালন্দ ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স ষ্টেশনকে। বেলা পৌনে ১২টার দিকে ঘটনাস্থলে পৌছে ফায়ার সার্ভিসের দল। ফায়ার সার্ভিসের দুটি গাড়ি কাজ করায় প্রায় ত্রিশ মিনিট চেষ্টার পর আগুন নেভাতে সক্ষম হন।

রানী খাতুন বলেন, আমি ৪ বছর সৌদি আরব এরপর তিন বছর জর্ডান ছিলাম। ৭ বছর প্রবাস জীবনে যা আয় করছিলাম সব শেষ হয়ে গেছে। আমার এখন কিছুই নেই। মায়ের অনেক শখের দুটি ছাগল ছিল। ছাগল দুটি পুড়ে মারা গেছে। আমার একটি ছাগল পুড়ে মারা গেছে। টেলিভিশন, ফ্রিজ, সেলাই মেশিন, স্বর্ণালংকার সব শেষ। আবার সৌদি আরব যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলাম। গত সপ্তাহে ৮০ হাজার টাকা ঋন করেছিলাম। ওই টাকাসহ ঘরে থাকা আরো কিছু টাকা পুড়ে গেছে।

গোয়ালন্দ ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স এর লিডার সাদেকুল ইসলাম বলেন, প্রবাসী রানী খাতুনের তিনটি এবং তার বাবা রফিক শেখ এর একটি ঘর সম্পূর্ণ পুড়ে গেছে। রানী খাতুনের সাড়ে তিন লক্ষাধিক টাকার এবং রফিক শেখ এর লক্ষাধিক টাকার জিনিসপত্র পুড়ে গেছে। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে তিনি জানান।

ট্যাগঃ
রিপোর্টারের সম্পর্কে জানুন

Rajbari Mail

জনপ্রিয় পোস্ট

বালিয়াকান্দিতে আনারস প্রতীকের দুই সমর্থকে হাতুড়ী পিটিয়ে জখমের অভিযোগ প্রতিপক্ষের বিরুদ্ধে

গোয়ালন্দে আগুনে সর্বশ্ব হারালেন প্রবাসী রানী খাতুনের পরিবার

পোস্ট হয়েছেঃ ০৯:১২:১৫ অপরাহ্ন, শনিবার, ১৫ অক্টোবর ২০২২

ফিরোজ আহম্মেদ ও মইন মৃধা, গোয়ালন্দঃ রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার চর আন্ধারমানিক এলাকায় আগুনে পুড়ে নিঃশ্ব হয়েছে দুটি পরিবার। শনিবার দুপুরে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন লেগে চারটি ঘরসহ যাবতীয় জিনিসপত্র পুড়ে গেছে। ঘরে থাকা তিনটি ছাগল পুড়ে মারা যায়। গোয়ালন্দ ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রনে আনে। স্বর্ণালংকার, নগদ টাকাসহ প্রায় পাঁচ লাখ টাকার ক্ষতি হয়েছে।

স্থানীয়রা জানান, গোয়ালন্দ উপজেলার ছোটভাকলা ইউনিয়নের চর আন্ধার মানিক গ্রামের আকাশ সরদারের স্ত্রী, রফিক শেখ এর মেয়ে রানী খাতুন (৩৫) ৩ বছর জর্ডান থাকার পর প্রায় তিন বছর আগে দেশে ফিরেন। তার আগে সৌদি আরবে আরো ৪ বছর ছিলেন। শনিবার বেলা ১১টার দিকে রফিক শেখ ও তার প্রবাসী মেয়ে রানী খাতুনের বসত ঘর থেকে আগুন দেখতে পায় স্থানীয় লোকজন। স্থানীয়দের থেকে খবর পেয়ে ছুটে আসেন রানী খাতুন। বাড়িতে পৌছে চোখের সামনে বসতঘরসহ তার তিনটি এবং বাবা রফিক শেখ এর একটি ঘর পুড়ে যায়। টিনের চারটি চৌচালা ও ছাপড়া ঘরে মুহুর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে জ্বলতে থাকে। গোয়াল ঘরে থাকা ৬টি ছাগল ছিল। অগ্নিদগ্ধ হয়ে তিনটি ছাগল ঘরেই পুড়ে মারা যায়। বাকি তিনটি ছাগল অর্ধদগ্ধ অবস্থায় বের করা হয়। এছাড়া ঘর থেকে আর কোন কিছুই বের করতে পারেনি। খবর দেয় গোয়ালন্দ ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স ষ্টেশনকে। বেলা পৌনে ১২টার দিকে ঘটনাস্থলে পৌছে ফায়ার সার্ভিসের দল। ফায়ার সার্ভিসের দুটি গাড়ি কাজ করায় প্রায় ত্রিশ মিনিট চেষ্টার পর আগুন নেভাতে সক্ষম হন।

রানী খাতুন বলেন, আমি ৪ বছর সৌদি আরব এরপর তিন বছর জর্ডান ছিলাম। ৭ বছর প্রবাস জীবনে যা আয় করছিলাম সব শেষ হয়ে গেছে। আমার এখন কিছুই নেই। মায়ের অনেক শখের দুটি ছাগল ছিল। ছাগল দুটি পুড়ে মারা গেছে। আমার একটি ছাগল পুড়ে মারা গেছে। টেলিভিশন, ফ্রিজ, সেলাই মেশিন, স্বর্ণালংকার সব শেষ। আবার সৌদি আরব যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলাম। গত সপ্তাহে ৮০ হাজার টাকা ঋন করেছিলাম। ওই টাকাসহ ঘরে থাকা আরো কিছু টাকা পুড়ে গেছে।

গোয়ালন্দ ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স এর লিডার সাদেকুল ইসলাম বলেন, প্রবাসী রানী খাতুনের তিনটি এবং তার বাবা রফিক শেখ এর একটি ঘর সম্পূর্ণ পুড়ে গেছে। রানী খাতুনের সাড়ে তিন লক্ষাধিক টাকার এবং রফিক শেখ এর লক্ষাধিক টাকার জিনিসপত্র পুড়ে গেছে। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে তিনি জানান।