০৭:০২ পূর্বাহ্ন, সোমবার, ২০ মে ২০২৪, ৬ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ

নেত্রীর সিদ্ধান্ত মেনে নিয়েছি: সাঈদ খোকন

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র মোহাম্মদ সাঈদ খোকন বলেছেন, আমার নেত্রী আমার জন্য যা ভালো মনে করেছেন তাই করেছেন। আমি নেত্রীর সিদ্ধান্ত মেনে নিয়েছি। আমি খুশি, আমি আনন্দিত। আলহামদুলিল্লাহ।

সোমবার (৩০ ডিসেম্বর) দুপুরে ডিএসসিসির নগর ভবনে এক প্রতিক্রিয়ায় এসব কথা বলেন সাঈদ খোকন। নির্বাচনে মনোনয়ন পাওয়া না পাওয়ার বিষয়ে সাংবাদিকদের প্রতিক্রিয়া জানাতে গণমাধ্যমের মুখোমুখি হন তিনি।

আওয়ামী লীগ থেকে যিনি মনোনয়ন পেয়েছেন তাকে সহযোগিতা করবেন কি-না সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে সাঈদ খোকন বলেন, এ বিষয়টি আমি আমার নেত্রী এবং পুরনো ঢাকার মুরব্বিদের সঙ্গে কথা বলে সিদ্ধান্ত নেবো। যাদের হাত ধরে আমি রাজনীতিতে এসেছি, তাদের সঙ্গে পরামর্শ করবো। এছাড়া আমি যেহেতু পূর্ণ মন্ত্রীর দায়িত্বে আছি, সেক্ষেত্রে কথা বলার ক্ষেত্রে আইন কানুনের বিষয় আছে। আমি ভালো করে বুঝে শুনে পরামর্শ করে আবার আপনাদের কাছে আমার সিদ্ধান্ত জানাবো।

এক প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, পরবর্তীতে যিনি মেয়র হবেন আমার অভিজ্ঞতা ও পরামর্শ দিয়ে তাকে সহযোগিতা করবো। আশা করি তিনি বাকি কাজ এগিয়ে নেবেন।

মেয়র আরও বলেন, আমি জলসবুজের যে প্রকল্প হাতে নিয়েছি, সেটির প্রায়  ৮৫ থেকে ৯০ ভাগ কাজ শেষ হয়েছে। বাকি কাজ শেষের পথে। আমাদের মাঠগুলো আধুনিক করে সাজিয়েছি।

ট্যাগঃ
রিপোর্টারের সম্পর্কে জানুন

Rajbari Mail

জনপ্রিয় পোস্ট

বালিয়াকান্দিতে আনারস প্রতীকের দুই সমর্থকে হাতুড়ী পিটিয়ে জখমের অভিযোগ প্রতিপক্ষের বিরুদ্ধে

নেত্রীর সিদ্ধান্ত মেনে নিয়েছি: সাঈদ খোকন

পোস্ট হয়েছেঃ ০৫:৪৭:৫৯ অপরাহ্ন, সোমবার, ৩০ ডিসেম্বর ২০১৯

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র মোহাম্মদ সাঈদ খোকন বলেছেন, আমার নেত্রী আমার জন্য যা ভালো মনে করেছেন তাই করেছেন। আমি নেত্রীর সিদ্ধান্ত মেনে নিয়েছি। আমি খুশি, আমি আনন্দিত। আলহামদুলিল্লাহ।

সোমবার (৩০ ডিসেম্বর) দুপুরে ডিএসসিসির নগর ভবনে এক প্রতিক্রিয়ায় এসব কথা বলেন সাঈদ খোকন। নির্বাচনে মনোনয়ন পাওয়া না পাওয়ার বিষয়ে সাংবাদিকদের প্রতিক্রিয়া জানাতে গণমাধ্যমের মুখোমুখি হন তিনি।

আওয়ামী লীগ থেকে যিনি মনোনয়ন পেয়েছেন তাকে সহযোগিতা করবেন কি-না সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে সাঈদ খোকন বলেন, এ বিষয়টি আমি আমার নেত্রী এবং পুরনো ঢাকার মুরব্বিদের সঙ্গে কথা বলে সিদ্ধান্ত নেবো। যাদের হাত ধরে আমি রাজনীতিতে এসেছি, তাদের সঙ্গে পরামর্শ করবো। এছাড়া আমি যেহেতু পূর্ণ মন্ত্রীর দায়িত্বে আছি, সেক্ষেত্রে কথা বলার ক্ষেত্রে আইন কানুনের বিষয় আছে। আমি ভালো করে বুঝে শুনে পরামর্শ করে আবার আপনাদের কাছে আমার সিদ্ধান্ত জানাবো।

এক প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, পরবর্তীতে যিনি মেয়র হবেন আমার অভিজ্ঞতা ও পরামর্শ দিয়ে তাকে সহযোগিতা করবো। আশা করি তিনি বাকি কাজ এগিয়ে নেবেন।

মেয়র আরও বলেন, আমি জলসবুজের যে প্রকল্প হাতে নিয়েছি, সেটির প্রায়  ৮৫ থেকে ৯০ ভাগ কাজ শেষ হয়েছে। বাকি কাজ শেষের পথে। আমাদের মাঠগুলো আধুনিক করে সাজিয়েছি।