০৮:২৫ পূর্বাহ্ন, সোমবার, ২০ মে ২০২৪, ৬ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ

রাজবাড়ী-১ আসনে ৬ষ্ঠ বারের মতো আ.লীগের সাংসদ নির্বাচিত হলেন কাজী কেরামত

বিশেষ প্রতিবেদক, রাজবাড়ীঃ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ৪৩ হাজার ৯০২ ভোটের ব্যবধানে রাজবাড়ী-১ আসনে (সদর ও গোয়ালন্দ) আওয়ামী লীগের নৌকার প্রার্থী, বর্তমান সংসদ সদস্য, সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী কাজী কেরামত আলী ৬ষ্ঠ বারের মতো সংসদ সদস্য নির্বাচিত হলেন। ৭ জানুয়ারী রাতে কাজী কেরামতকে বিজয়ী ঘোষণা করেন জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক আবু কায়সার খান। ৯৭ হাজার ৩৪ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হন তিনি।

তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থী মো. ইমদাদুল হক বিশ্বাস (ট্রাক) পেয়েছেন ৫৩ হাজার ১৩২ ভোট। এ নির্বাচনে অংশ নিতে ইমদাদ বিশ্বাস রাজবাড়ী সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করেন। এছাড়া জাতীয় পার্টির (লাঙ্গল) প্রতিকের প্রার্থী খোন্দকার হাবিবুর রহমান বাচ্চু পেয়েছেন ১ হাজার ৬১৮ ভোট, তৃণমুল বিএনপির প্রার্থী ডি এম মজিবর রহমান (সোনালী আঁশ) পেয়েছেন ২ হাজার ৯১ ভোট, স্বতন্ত্র প্রার্থী মো. আঃ মান্নান মুসল্লী (ঢেঁকি) পেয়েছেন ২ হাজার ৫৫২ ভোট এবং স্বপন কুমার সরকার (ঈগল) পেয়েছেন ৪৮৭ ভোট।

রাজবাড়ী-১ আসনে মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৪ হাজার ১৮১ ভোট। এরমধ্যে ১ লাখ ৯৯ হাজার ৯১৫জন নারী, ২ লাখ ৪ হাজার ২৬০ জন পুরুষ এবং ৬জন তৃতীয় লিঙ্গের (হিজড়া) ভোটার রয়েছেন। ৭ জানুয়ারীর নির্বাচনে সবকটি (১৫৬টি) কেন্দ্রের ফলাফল অনুযায়ী ভোট পড়েছে ১ লাখ ৫৯ হাজার ৫৮৪ ভোট। এরমধ্যে বৈধ ভোটের সংখ্যা ১ লাখ ৫৬ হাজার ৯১৪ এবং বাতিলকৃত ভোটের সংখ্যা ২ হাজার ৬৭০ ভোট। গড় ভোটের সংখ্যা ৩৯ দশমিক ৪৮ শতাংশ।

কাজী কেরামত আলী রাজবাড়ী জেলা আওয়ামী লীগের সহসভাপতি এবং বর্তমান সংসদ সদস্য। তিনি সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী (মাদরাসা ও কারিগরি)। রাজবাড়ী-১ আসন থেকে ৬ষ্ঠ বারের মতো সংসদ সদস্য নির্বাচিত হওয়ায় গোয়ালন্দ এবং রাজবাড়ী সদর উপজেলার আওয়ামী লীগের নেতাকর্মী ও সমর্থকরা বিজয় উল্লাসে মেতে উঠেন। গোয়ালন্দ উপজেলা আওয়ামী লীগ কার্যালয় থেকে দলীয় নেতাকর্মীরা শহরে বিজয় মিছিল বের করেন। ইউনিয়ন পর্যায়েও নেতাকর্মীরা বিজয় আনন্দ উল্লাস করেন।

১৯৯১ সালের নির্বাচনে রাজবাড়ী-১ আসনে সংসদ সদস্য নির্বাচিত হন তৎকালীন জেলা আ.লীগের বর্ষীয়ান নেতা, ভাষা সৈনিক এ্যাডভোকেট আব্দুল ওয়াজেদ চৌধুরী। বার্ধক্যজনিত কারনে ১৯৯২ সালের ৩১ জুলাই তিনি মৃত্যুবরণ করলে আসনটি শূন্য হয়। উপ-নির্বাচনে দলীয় সিদ্ধান্তে বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ কাজী হেদায়েত হোসেনের বড় ছেলে কাজী কেরামত আ.লীগের প্রার্থী হয়ে প্রতিদ্বন্দ্বীতা করে বিজয়ী হন। ২০০১ সালের নির্বাচনে বাংলাদেশের ওয়ার্কাস পার্টি থেকে বিএনপিতে যোগদানকারী চার দলীয় জোটের প্রার্থী হয়ে জেলা বিএনপির সাবেক সভাপতি আলী নেওয়াজ মাহমুদ খৈয়মের কাছে সামান্য ভোটে পরাজিত হন। ২০০৮ সালের নির্বাচনে আ.লীগের প্রার্থী হিসেবে কাজী কেরামত আলী পুনরায় প্রতিদ্বন্দ্বীতা করে আলী নেওয়াজ মাহমুদ খৈয়মকে বিপুল ভোটে পরাজিত করে সংসদ সদস্য নির্বাচিত হয়ে আসনটি পুনরুদ্ধার করে আওয়ামী লীগ।

২০১৪ সালের নির্বাচনে রাজবাড়ী-১ আসনে কোন প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় আ.লীগের প্রার্থী হিসেবে কাজী কেরামত আলী বিনা প্রতিদ্বন্দ্বীতায় বিজয়ী হন। ২০১৮ সালের ডিসেম্বর অনুষ্ঠিত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী হন। এবারের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনেও রাজবাড়ী-১ আসনে আওয়ামী লীগের নৌকা প্রতিকের প্রার্থী হয়ে কাজী কেরামত আলী ৬ষ্ঠ বারের মতো সংসদ সদস্য নির্বাচিত হলেন।

বিজয়ী হওয়ার পর সাংসদ কাজী কেরামত আলী বলেন, আমি সম্পূর্ণভাবে আল্লাহর ওপর ভরসা রেখে নির্বাচনে প্রতিদ্বন্দ্বীতা করেছি। সাধারণ মানুষ আমাকে ভালোবেসে এবং বিশ্বাস করে ভোট দিয়ে বিজয়ী করেছেন। আমি তাঁদের বিশ্বাসের মর্যাদা রাখবো এবং অসম্পূর্ণ কাজগুলো দ্রুত সম্পাদন করবো।

ট্যাগঃ
রিপোর্টারের সম্পর্কে জানুন

Rajbari Mail

জনপ্রিয় পোস্ট

বালিয়াকান্দিতে আনারস প্রতীকের দুই সমর্থকে হাতুড়ী পিটিয়ে জখমের অভিযোগ প্রতিপক্ষের বিরুদ্ধে

রাজবাড়ী-১ আসনে ৬ষ্ঠ বারের মতো আ.লীগের সাংসদ নির্বাচিত হলেন কাজী কেরামত

পোস্ট হয়েছেঃ ১০:৪৪:৪৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৯ জানুয়ারী ২০২৪

বিশেষ প্রতিবেদক, রাজবাড়ীঃ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ৪৩ হাজার ৯০২ ভোটের ব্যবধানে রাজবাড়ী-১ আসনে (সদর ও গোয়ালন্দ) আওয়ামী লীগের নৌকার প্রার্থী, বর্তমান সংসদ সদস্য, সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী কাজী কেরামত আলী ৬ষ্ঠ বারের মতো সংসদ সদস্য নির্বাচিত হলেন। ৭ জানুয়ারী রাতে কাজী কেরামতকে বিজয়ী ঘোষণা করেন জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক আবু কায়সার খান। ৯৭ হাজার ৩৪ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হন তিনি।

তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থী মো. ইমদাদুল হক বিশ্বাস (ট্রাক) পেয়েছেন ৫৩ হাজার ১৩২ ভোট। এ নির্বাচনে অংশ নিতে ইমদাদ বিশ্বাস রাজবাড়ী সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করেন। এছাড়া জাতীয় পার্টির (লাঙ্গল) প্রতিকের প্রার্থী খোন্দকার হাবিবুর রহমান বাচ্চু পেয়েছেন ১ হাজার ৬১৮ ভোট, তৃণমুল বিএনপির প্রার্থী ডি এম মজিবর রহমান (সোনালী আঁশ) পেয়েছেন ২ হাজার ৯১ ভোট, স্বতন্ত্র প্রার্থী মো. আঃ মান্নান মুসল্লী (ঢেঁকি) পেয়েছেন ২ হাজার ৫৫২ ভোট এবং স্বপন কুমার সরকার (ঈগল) পেয়েছেন ৪৮৭ ভোট।

রাজবাড়ী-১ আসনে মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৪ হাজার ১৮১ ভোট। এরমধ্যে ১ লাখ ৯৯ হাজার ৯১৫জন নারী, ২ লাখ ৪ হাজার ২৬০ জন পুরুষ এবং ৬জন তৃতীয় লিঙ্গের (হিজড়া) ভোটার রয়েছেন। ৭ জানুয়ারীর নির্বাচনে সবকটি (১৫৬টি) কেন্দ্রের ফলাফল অনুযায়ী ভোট পড়েছে ১ লাখ ৫৯ হাজার ৫৮৪ ভোট। এরমধ্যে বৈধ ভোটের সংখ্যা ১ লাখ ৫৬ হাজার ৯১৪ এবং বাতিলকৃত ভোটের সংখ্যা ২ হাজার ৬৭০ ভোট। গড় ভোটের সংখ্যা ৩৯ দশমিক ৪৮ শতাংশ।

কাজী কেরামত আলী রাজবাড়ী জেলা আওয়ামী লীগের সহসভাপতি এবং বর্তমান সংসদ সদস্য। তিনি সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী (মাদরাসা ও কারিগরি)। রাজবাড়ী-১ আসন থেকে ৬ষ্ঠ বারের মতো সংসদ সদস্য নির্বাচিত হওয়ায় গোয়ালন্দ এবং রাজবাড়ী সদর উপজেলার আওয়ামী লীগের নেতাকর্মী ও সমর্থকরা বিজয় উল্লাসে মেতে উঠেন। গোয়ালন্দ উপজেলা আওয়ামী লীগ কার্যালয় থেকে দলীয় নেতাকর্মীরা শহরে বিজয় মিছিল বের করেন। ইউনিয়ন পর্যায়েও নেতাকর্মীরা বিজয় আনন্দ উল্লাস করেন।

১৯৯১ সালের নির্বাচনে রাজবাড়ী-১ আসনে সংসদ সদস্য নির্বাচিত হন তৎকালীন জেলা আ.লীগের বর্ষীয়ান নেতা, ভাষা সৈনিক এ্যাডভোকেট আব্দুল ওয়াজেদ চৌধুরী। বার্ধক্যজনিত কারনে ১৯৯২ সালের ৩১ জুলাই তিনি মৃত্যুবরণ করলে আসনটি শূন্য হয়। উপ-নির্বাচনে দলীয় সিদ্ধান্তে বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ কাজী হেদায়েত হোসেনের বড় ছেলে কাজী কেরামত আ.লীগের প্রার্থী হয়ে প্রতিদ্বন্দ্বীতা করে বিজয়ী হন। ২০০১ সালের নির্বাচনে বাংলাদেশের ওয়ার্কাস পার্টি থেকে বিএনপিতে যোগদানকারী চার দলীয় জোটের প্রার্থী হয়ে জেলা বিএনপির সাবেক সভাপতি আলী নেওয়াজ মাহমুদ খৈয়মের কাছে সামান্য ভোটে পরাজিত হন। ২০০৮ সালের নির্বাচনে আ.লীগের প্রার্থী হিসেবে কাজী কেরামত আলী পুনরায় প্রতিদ্বন্দ্বীতা করে আলী নেওয়াজ মাহমুদ খৈয়মকে বিপুল ভোটে পরাজিত করে সংসদ সদস্য নির্বাচিত হয়ে আসনটি পুনরুদ্ধার করে আওয়ামী লীগ।

২০১৪ সালের নির্বাচনে রাজবাড়ী-১ আসনে কোন প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় আ.লীগের প্রার্থী হিসেবে কাজী কেরামত আলী বিনা প্রতিদ্বন্দ্বীতায় বিজয়ী হন। ২০১৮ সালের ডিসেম্বর অনুষ্ঠিত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী হন। এবারের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনেও রাজবাড়ী-১ আসনে আওয়ামী লীগের নৌকা প্রতিকের প্রার্থী হয়ে কাজী কেরামত আলী ৬ষ্ঠ বারের মতো সংসদ সদস্য নির্বাচিত হলেন।

বিজয়ী হওয়ার পর সাংসদ কাজী কেরামত আলী বলেন, আমি সম্পূর্ণভাবে আল্লাহর ওপর ভরসা রেখে নির্বাচনে প্রতিদ্বন্দ্বীতা করেছি। সাধারণ মানুষ আমাকে ভালোবেসে এবং বিশ্বাস করে ভোট দিয়ে বিজয়ী করেছেন। আমি তাঁদের বিশ্বাসের মর্যাদা রাখবো এবং অসম্পূর্ণ কাজগুলো দ্রুত সম্পাদন করবো।