০৮:০৫ পূর্বাহ্ন, সোমবার, ২০ মে ২০২৪, ৬ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ

ফলোআপঃ রাজবাড়ীতে আটক তরুণ গোয়ালন্দের সুন্নাত মোল্লা হত্যাকারী, রিক্সা উদ্ধার

রাজবাড়ীমেইল ডেস্কঃ রাজবাড়ী পৌরসভা এলাকায় টহলরত পুলিশের হাতে আটক ব্যক্তি গোয়ালন্দ রিক্সা চালক হত্যাকারী। আটক ব্যক্তি হচ্ছে মনিরুল ইসলাম ওরফে বুলবুল (২৩)। সে জেলার কালুখালী উপজেলার হরিণবাড়ীয় ঠাকুরপাড়া গ্রামের এরশাদ আলীর ছেলে। পুলিশ তার কাছ থেকে রিক্সাটি জব্দ করেছে। বিষয়টি জানার পর মঙ্গলবার রাতে মামলার বাদী ও গোয়ালন্দ থানা পুলিশ রিক্সাটি দেখে নিশ্চিত করেন।

এর আগে ঢাকা-খুলনা মহাসড়কের গোয়ালন্দের পদ্মার মোড় সংলগ্ন মরা পদ্মার ডোবা থেকে ১৭ জুলাই রিক্সা চালক সুন্নাত মোল্লার (৫৫) লাশ উদ্ধার করে। সুন্নাত মোল্লা গোয়ালন্দের দেবগ্রাম ইউনিয়নের তেনাপচা গ্রামের মৃত আকবর আলী মোল্লার ছেলে।

নিহতের পরিবার ও পুলিশ জানায়, ১৭ জুলাই দুপুর ১টার দিকে স্থানীয় লোকজন মহাসড়কের পূর্বপাশে তেনাপচা ডাইভার্সন রোডের বিপরিতে এ.এন.এ ইটভাটার কাছে মরা পদ্মার ডোবার অর্ধ ডুবন্ত অবস্থায় লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে বেলা দুইটার দিকে সুন্নাত মোল্লার লাশ উদ্ধার করে। এসময় তার গলায় লাল রঙের গামছা দিয়ে শ^াসরোধ করা ছিল। মাথায় ধারালো চাপাতির দুটি কোপের চিহৃ ছিল। পাশে পড়ে ছিল একটি ধারালো চাপাতি, এক জোড়া বার্মিজ সেন্ডেল ও একটি তোয়ালে। লাশ উদ্ধারের দুইদিন পর ১৯ জুলাই অজ্ঞাত আসামী করে সুন্নাত মোল্লার ছেলে আবু তাহের মোল্লা বাদী হয়ে থানায় হত্যা মামলা (নং-১১) দায়ের করেন।

এর আগে নিহতের বড় ভাই আনোয়ার মোল্লা ঘটনাস্থলে পাশ দিয়ে যাওয়ার সময় একটি লাশ পড়ে থাকতে দেখেও চলে যান। পুলিশের ঝামেলা এড়াতে তিনি ভয়ে এড়িয়ে বাড়ি চলে যান। বাড়ি গিয়ে জানতে পারেন তার ছোট ভাই সুন্নাত মোল্লা আগের দিন বৃহস্পতিবার রাতে বাড়ি থেকে রিক্সা নিয়ে বের হওয়ার পর আর ফিরেনি। দ্রুত তিনি ঘটনাস্থলে গিয়ে তার ভাই সুন্নাত মোল্লার লাশ হিসেবে শনাক্ত করেন। এসময় ভাইয়ের লাশ জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়েন।

গোয়ালন্দ ঘাট থানার মামলার তদন্তকারী কর্মকর্তা এস.আই মুরাদ হোসেন জানান, ঘটনার দিন ১৬জুলাই দিবাগত মধ্যরাতে রাজবাড়ী পৌরসভার কাহারপাড়া এলাকায় টহলরত পুলিশ দেখে রিক্সা চালকসহ তিনজন দৌড়ে পালানোর চেষ্টা করে। বিষয়টি সন্দেহ হলে ধাওয়া করে মনিরুল ইসলাম ওরফে বুলবুলকে আটক করে। অপর দুইজন পালিয়ে যায়। আটককৃত বুলবুলের পড়নের শার্টের গায়ে হালকা রক্তের দাগও ছিল। প্রাথমিকভাবে পুলিশ রিক্সা চুরির অভিযোগে ১৮ জুলাই তাকে আদালতে প্রেরণ করে। ঘটনাক্রমে গোয়ালন্দ থানা পুলিশ খবর পেয়ে মঙ্গলবার (২১ জুলাই) মামলার বাদী ও রিক্সা বিক্রেতাকে সাথে নিয়ে রাজবাড়ীতে আটককৃত রিক্সাটি সুন্নাত মোল্লার রিক্সা হিসেবে শনাক্ত করে।

গোয়ালন্দ ঘাট থানার ওসি আশিকুর রহমান বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পলাতক ওই দুই ব্যক্তির সহযোগিতায় সুন্নাত মোল্লাকে হত্যার পর বুলবুল রিক্সা নিয়ে পালিয়ে যায়। আমরা মঙ্গলবার রাজবাড়ীর আমলী আদালত-২ এর বিচারকের কাছে পুনঃ গ্রেপ্তারের আবেদন জানিয়েছি। প্রক্রিয়া শেষে তাকে থানায় জিজ্ঞাসাবাদের জন্য আনা হবে।

ট্যাগঃ
রিপোর্টারের সম্পর্কে জানুন

Rajbari Mail

জনপ্রিয় পোস্ট

বালিয়াকান্দিতে আনারস প্রতীকের দুই সমর্থকে হাতুড়ী পিটিয়ে জখমের অভিযোগ প্রতিপক্ষের বিরুদ্ধে

ফলোআপঃ রাজবাড়ীতে আটক তরুণ গোয়ালন্দের সুন্নাত মোল্লা হত্যাকারী, রিক্সা উদ্ধার

পোস্ট হয়েছেঃ ০৬:২১:০৫ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২০

রাজবাড়ীমেইল ডেস্কঃ রাজবাড়ী পৌরসভা এলাকায় টহলরত পুলিশের হাতে আটক ব্যক্তি গোয়ালন্দ রিক্সা চালক হত্যাকারী। আটক ব্যক্তি হচ্ছে মনিরুল ইসলাম ওরফে বুলবুল (২৩)। সে জেলার কালুখালী উপজেলার হরিণবাড়ীয় ঠাকুরপাড়া গ্রামের এরশাদ আলীর ছেলে। পুলিশ তার কাছ থেকে রিক্সাটি জব্দ করেছে। বিষয়টি জানার পর মঙ্গলবার রাতে মামলার বাদী ও গোয়ালন্দ থানা পুলিশ রিক্সাটি দেখে নিশ্চিত করেন।

এর আগে ঢাকা-খুলনা মহাসড়কের গোয়ালন্দের পদ্মার মোড় সংলগ্ন মরা পদ্মার ডোবা থেকে ১৭ জুলাই রিক্সা চালক সুন্নাত মোল্লার (৫৫) লাশ উদ্ধার করে। সুন্নাত মোল্লা গোয়ালন্দের দেবগ্রাম ইউনিয়নের তেনাপচা গ্রামের মৃত আকবর আলী মোল্লার ছেলে।

নিহতের পরিবার ও পুলিশ জানায়, ১৭ জুলাই দুপুর ১টার দিকে স্থানীয় লোকজন মহাসড়কের পূর্বপাশে তেনাপচা ডাইভার্সন রোডের বিপরিতে এ.এন.এ ইটভাটার কাছে মরা পদ্মার ডোবার অর্ধ ডুবন্ত অবস্থায় লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে বেলা দুইটার দিকে সুন্নাত মোল্লার লাশ উদ্ধার করে। এসময় তার গলায় লাল রঙের গামছা দিয়ে শ^াসরোধ করা ছিল। মাথায় ধারালো চাপাতির দুটি কোপের চিহৃ ছিল। পাশে পড়ে ছিল একটি ধারালো চাপাতি, এক জোড়া বার্মিজ সেন্ডেল ও একটি তোয়ালে। লাশ উদ্ধারের দুইদিন পর ১৯ জুলাই অজ্ঞাত আসামী করে সুন্নাত মোল্লার ছেলে আবু তাহের মোল্লা বাদী হয়ে থানায় হত্যা মামলা (নং-১১) দায়ের করেন।

এর আগে নিহতের বড় ভাই আনোয়ার মোল্লা ঘটনাস্থলে পাশ দিয়ে যাওয়ার সময় একটি লাশ পড়ে থাকতে দেখেও চলে যান। পুলিশের ঝামেলা এড়াতে তিনি ভয়ে এড়িয়ে বাড়ি চলে যান। বাড়ি গিয়ে জানতে পারেন তার ছোট ভাই সুন্নাত মোল্লা আগের দিন বৃহস্পতিবার রাতে বাড়ি থেকে রিক্সা নিয়ে বের হওয়ার পর আর ফিরেনি। দ্রুত তিনি ঘটনাস্থলে গিয়ে তার ভাই সুন্নাত মোল্লার লাশ হিসেবে শনাক্ত করেন। এসময় ভাইয়ের লাশ জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়েন।

গোয়ালন্দ ঘাট থানার মামলার তদন্তকারী কর্মকর্তা এস.আই মুরাদ হোসেন জানান, ঘটনার দিন ১৬জুলাই দিবাগত মধ্যরাতে রাজবাড়ী পৌরসভার কাহারপাড়া এলাকায় টহলরত পুলিশ দেখে রিক্সা চালকসহ তিনজন দৌড়ে পালানোর চেষ্টা করে। বিষয়টি সন্দেহ হলে ধাওয়া করে মনিরুল ইসলাম ওরফে বুলবুলকে আটক করে। অপর দুইজন পালিয়ে যায়। আটককৃত বুলবুলের পড়নের শার্টের গায়ে হালকা রক্তের দাগও ছিল। প্রাথমিকভাবে পুলিশ রিক্সা চুরির অভিযোগে ১৮ জুলাই তাকে আদালতে প্রেরণ করে। ঘটনাক্রমে গোয়ালন্দ থানা পুলিশ খবর পেয়ে মঙ্গলবার (২১ জুলাই) মামলার বাদী ও রিক্সা বিক্রেতাকে সাথে নিয়ে রাজবাড়ীতে আটককৃত রিক্সাটি সুন্নাত মোল্লার রিক্সা হিসেবে শনাক্ত করে।

গোয়ালন্দ ঘাট থানার ওসি আশিকুর রহমান বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পলাতক ওই দুই ব্যক্তির সহযোগিতায় সুন্নাত মোল্লাকে হত্যার পর বুলবুল রিক্সা নিয়ে পালিয়ে যায়। আমরা মঙ্গলবার রাজবাড়ীর আমলী আদালত-২ এর বিচারকের কাছে পুনঃ গ্রেপ্তারের আবেদন জানিয়েছি। প্রক্রিয়া শেষে তাকে থানায় জিজ্ঞাসাবাদের জন্য আনা হবে।