০৪:৫৮ পূর্বাহ্ন, সোমবার, ২০ মে ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ

কেকেএস টিভিইটি সুইং প্রশিক্ষণের সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠিত

সাজ্জাদ হোসেন, গোয়ালন্দঃ রাজবাড়ীর গোয়ালন্দের দৌলতদিয়া কেকেএস টিভিইটি-সুইং প্রশিক্ষণ কার্যক্রমের ১ম ব‍্যাচের প্রশিক্ষণ কর্মসূচির সমাপনী ও সনদপত্র বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার সকাল ১১টায় দৌলতদিয়া কেকেএস প্রবীণ সামাজিক কেন্দ্রে কর্মজীবী কল‍্যাণ সংস্থার নির্বাহী পরিচালক বীর মুক্তিযোদ্ধা ফকীর আব্দুল জব্বার এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন গোয়ালন্দ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. জাকির হোসেন।

কেকেএস টিভিইটি প্রকল্পের সহকারি ম‍্যানেজার মো. মঞ্জুরুল আলমের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন দক্ষিণ কোরিয়া হতে আগত বিএইউএম সভাপতি প‍্য: ওন সাং কিম, বিএইউএম ট্রেজারার মি: অমল বাড়ৈ, বিসিএসএস ডিরেক্টর মি. সোহাগ তোতন বৈদ‍্য, বিসিএসএস প্রজেক্ট কোঅর্ডিনেটর মি. রনি সরকার, দৌলতদিয়া ইউপি ৪নং ওয়ার্ড সদস্য মো. আলমগীর হোসেন, সংরক্ষিত মহিলা সদস্য মোছা. নুরজাহান বেগম, রিকোপ প্রজেক্ট ম‍্যানেজার আশিশ মন্ডল, কেকেএস প্রোগ্রাম কোর্ডিনেটর শাহাদৎ হোসেন, সিএসইসি প্রকল্পের প্রকল্প কর্মকর্তা জুলিয়ানা বাড়ৈ প্রমুখ।

উল্লেখ্য, দৌলতদিয়া যৌনপল্লীর মহিলাদের বিকল্প সংস্থান সৃষ্টির লক্ষে কেকেএস টিভিইটি-সুইং মেশিন সেন্টারে ১ম ব‍্যাচে ৬ মাস ব‍্যাপী অভিজ্ঞ প্রশিক্ষক দ্বারা ১৮জন যৌনকর্মী মহিলাদের প্রশিক্ষণ শেষে সনদপত্র তুলে দেয়া হয়।

প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ শেষে ইউএনও মো. জাকির হোসেনসহ আগত অতিথিবৃন্দ যৌনপল্লীর ভেতরে অবস্থিত যৌনকর্মী মহিলাদের নিরক্ষরতা দূরিকরণে প্রতিষ্ঠিত ব্রোথেল এডাল্ট লাইট স্কুল উদ্বোধন করেন। উদ্বোধন পরবর্তীতে যৌনপল্লীর পাশ্ববর্তী পোড়াভিটায় অবস্থিত যৌনকর্মীদের শিশুদের দিন-রাত থাকার স্থান ইন ফ‍্যান্ট কেয়ার সেন্টার(আই সি সি), কেকেএস সেভ হোম পরিদর্শন করেন। প্রকল্পটি কর্মজীবী কল‍্যাণ সংস্থা কেকেএস এর বাস্তবায়নে আর্থিক সহযোগিতায় রয়েছেন বাংলা হেল্প এবং বিসিএসএস।

ট্যাগঃ
রিপোর্টারের সম্পর্কে জানুন

Rajbari Mail

জনপ্রিয় পোস্ট

বালিয়াকান্দিতে আনারস প্রতীকের দুই সমর্থকে হাতুড়ী পিটিয়ে জখমের অভিযোগ প্রতিপক্ষের বিরুদ্ধে

কেকেএস টিভিইটি সুইং প্রশিক্ষণের সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠিত

পোস্ট হয়েছেঃ ০৫:৪২:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ অগাস্ট ২০২৩

সাজ্জাদ হোসেন, গোয়ালন্দঃ রাজবাড়ীর গোয়ালন্দের দৌলতদিয়া কেকেএস টিভিইটি-সুইং প্রশিক্ষণ কার্যক্রমের ১ম ব‍্যাচের প্রশিক্ষণ কর্মসূচির সমাপনী ও সনদপত্র বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার সকাল ১১টায় দৌলতদিয়া কেকেএস প্রবীণ সামাজিক কেন্দ্রে কর্মজীবী কল‍্যাণ সংস্থার নির্বাহী পরিচালক বীর মুক্তিযোদ্ধা ফকীর আব্দুল জব্বার এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন গোয়ালন্দ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. জাকির হোসেন।

কেকেএস টিভিইটি প্রকল্পের সহকারি ম‍্যানেজার মো. মঞ্জুরুল আলমের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন দক্ষিণ কোরিয়া হতে আগত বিএইউএম সভাপতি প‍্য: ওন সাং কিম, বিএইউএম ট্রেজারার মি: অমল বাড়ৈ, বিসিএসএস ডিরেক্টর মি. সোহাগ তোতন বৈদ‍্য, বিসিএসএস প্রজেক্ট কোঅর্ডিনেটর মি. রনি সরকার, দৌলতদিয়া ইউপি ৪নং ওয়ার্ড সদস্য মো. আলমগীর হোসেন, সংরক্ষিত মহিলা সদস্য মোছা. নুরজাহান বেগম, রিকোপ প্রজেক্ট ম‍্যানেজার আশিশ মন্ডল, কেকেএস প্রোগ্রাম কোর্ডিনেটর শাহাদৎ হোসেন, সিএসইসি প্রকল্পের প্রকল্প কর্মকর্তা জুলিয়ানা বাড়ৈ প্রমুখ।

উল্লেখ্য, দৌলতদিয়া যৌনপল্লীর মহিলাদের বিকল্প সংস্থান সৃষ্টির লক্ষে কেকেএস টিভিইটি-সুইং মেশিন সেন্টারে ১ম ব‍্যাচে ৬ মাস ব‍্যাপী অভিজ্ঞ প্রশিক্ষক দ্বারা ১৮জন যৌনকর্মী মহিলাদের প্রশিক্ষণ শেষে সনদপত্র তুলে দেয়া হয়।

প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ শেষে ইউএনও মো. জাকির হোসেনসহ আগত অতিথিবৃন্দ যৌনপল্লীর ভেতরে অবস্থিত যৌনকর্মী মহিলাদের নিরক্ষরতা দূরিকরণে প্রতিষ্ঠিত ব্রোথেল এডাল্ট লাইট স্কুল উদ্বোধন করেন। উদ্বোধন পরবর্তীতে যৌনপল্লীর পাশ্ববর্তী পোড়াভিটায় অবস্থিত যৌনকর্মীদের শিশুদের দিন-রাত থাকার স্থান ইন ফ‍্যান্ট কেয়ার সেন্টার(আই সি সি), কেকেএস সেভ হোম পরিদর্শন করেন। প্রকল্পটি কর্মজীবী কল‍্যাণ সংস্থা কেকেএস এর বাস্তবায়নে আর্থিক সহযোগিতায় রয়েছেন বাংলা হেল্প এবং বিসিএসএস।