০৪:৫৭ পূর্বাহ্ন, সোমবার, ২০ মে ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ

রাজবাড়ীতে প্রাথ‌মিক শিক্ষক‌দের টাইম স্কেল বহাল ও জৈষ্ঠতা নির্ধার‌নের দাবি‌তে স্মারক‌লি‌পি প্রদান

ষ্টাফ রিপোর্টারঃ রাজবাড়ী‌তে জাতীয়করণকৃত প্রাথ‌মিক বিদ্যাল‌য়ের শিক্ষকরা টাইম স্কেল বহাল ও জৈষ্ঠতা নির্ধার‌নের দা‌বি‌তে জেলা প্রশ‌াসকের মাধ্য‌মে প্রধানমন্ত্রীর কার্যালয় বরাবর স্মারক‌লি‌পি প্রদান ক‌রা হয়েছে। গত রোবাবার রাজবাড়ী জেলা প্রশাসক কার্যাল‌য়ের ফ্রন্ট ডে‌স্কে এ স্মারক‌লি‌পি দেওয়া হয়।

এ সময় উপ‌স্থিত ছি‌লেন জাতীয়করণকৃত প্রাথ‌মিক শিক্ষক মহা‌জোট রাজবাড়ী জেলা শাখার আহবায়ক এস এম এ মান্নান, যুগ্ম-আহবায়ক মো. গও‌সেল আজম, অর্থ সম্পাদক মো. ম‌নিরুজাজামান, ম‌হিলা সম্পা‌দিকা রো‌জিনা আক্তার, সদস্য মো. কেসমত আলী, মহম্মদ আলী জিন্নাহ সহ জেলার পাঁচ উপ‌জেলা কমি‌টির সদস্যরা।

জাতীয়করণকৃত প্রাথ‌মিক শিক্ষক মহা‌জোট রাজবাড়ী জেলা শাখার আহবায়ক এস এম এ মান্নান ও  যুগ্ম আহবায়ক মোঃ গও‌সেল আজম জানান, ১২ আগষ্ট ২০২০ অর্থ মন্ত্রণালয় কর্তৃক ৭ বছর পর টাইম স্কেল কর্ত‌নের পত্র জা‌রি করা হয়। যে কার‌ণে দে‌শের ৪৮ হাজার ৭২০ জন টাইম স্কেল উত্তলনকারী শিক্ষক চরমভা‌বে ক্ষতির সম্মূ‌খিন হ‌য়ে‌ছেন। এ শিক্ষক‌দের অ‌নে‌কে অবসর গ্রহন ও মৃত্যুবরণ ক‌রে‌ছেন। এ ছাড়া অ‌ধিগ্রহনকৃত বেসরকারী প্রাথমিক বিদ্যাল‌য়ের শিক্ষক চাকুরীর শর্তা‌দি নির্ধারন বি‌ধি মালা ২০১৩ তে প্রদত্ত ৫০% চাকুরীকাল গণনা ক‌রে জোষ্ঠতা ও প্রদান্ন‌তি সিলেকশন গ্রেড প্রাপ্যতার কথা থাক‌লেও তা প্রদান করা হ‌চ্ছে না। যে কার‌ণে তারা উক্ত বি‌ধির সু‌বিধাদি কার্যকর করা প্র‌য়োজন ব‌লে ম‌নে ক‌রেন। প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষক‌দের প্রাপ্ত টাইম স্কে‌লের আর্থিক সু‌বিধা‌ বা‌তিল কর‌তে ও অন্যান্য সু‌বিধা‌দি দি‌তে অর্থ মন্ত্রণালয় কর্তৃক জা‌রি‌কৃত টাইম‌ স্কেল কর্ত‌নের পত্র‌টি প্রত্যাহার কর‌া প্র‌য়োজন ব‌লে জানান তারা। য‌ে কার‌ণে রোববার তারা অর্থ মন্ত্রণালয় কর্তৃক জা‌রিকৃত পত্র‌ প্রত্যাহারে দা‌বি‌তে জেলা প্রশাস‌কের মাধ্য‌মে প্রধানমন্ত্রীর কার্যালয় বরাবর স্মারক‌লি‌পি প্রদান ক‌রেছেন।

ট্যাগঃ
রিপোর্টারের সম্পর্কে জানুন

Rajbari Mail

জনপ্রিয় পোস্ট

বালিয়াকান্দিতে আনারস প্রতীকের দুই সমর্থকে হাতুড়ী পিটিয়ে জখমের অভিযোগ প্রতিপক্ষের বিরুদ্ধে

রাজবাড়ীতে প্রাথ‌মিক শিক্ষক‌দের টাইম স্কেল বহাল ও জৈষ্ঠতা নির্ধার‌নের দাবি‌তে স্মারক‌লি‌পি প্রদান

পোস্ট হয়েছেঃ ১২:০০:১৯ পূর্বাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২০

ষ্টাফ রিপোর্টারঃ রাজবাড়ী‌তে জাতীয়করণকৃত প্রাথ‌মিক বিদ্যাল‌য়ের শিক্ষকরা টাইম স্কেল বহাল ও জৈষ্ঠতা নির্ধার‌নের দা‌বি‌তে জেলা প্রশ‌াসকের মাধ্য‌মে প্রধানমন্ত্রীর কার্যালয় বরাবর স্মারক‌লি‌পি প্রদান ক‌রা হয়েছে। গত রোবাবার রাজবাড়ী জেলা প্রশাসক কার্যাল‌য়ের ফ্রন্ট ডে‌স্কে এ স্মারক‌লি‌পি দেওয়া হয়।

এ সময় উপ‌স্থিত ছি‌লেন জাতীয়করণকৃত প্রাথ‌মিক শিক্ষক মহা‌জোট রাজবাড়ী জেলা শাখার আহবায়ক এস এম এ মান্নান, যুগ্ম-আহবায়ক মো. গও‌সেল আজম, অর্থ সম্পাদক মো. ম‌নিরুজাজামান, ম‌হিলা সম্পা‌দিকা রো‌জিনা আক্তার, সদস্য মো. কেসমত আলী, মহম্মদ আলী জিন্নাহ সহ জেলার পাঁচ উপ‌জেলা কমি‌টির সদস্যরা।

জাতীয়করণকৃত প্রাথ‌মিক শিক্ষক মহা‌জোট রাজবাড়ী জেলা শাখার আহবায়ক এস এম এ মান্নান ও  যুগ্ম আহবায়ক মোঃ গও‌সেল আজম জানান, ১২ আগষ্ট ২০২০ অর্থ মন্ত্রণালয় কর্তৃক ৭ বছর পর টাইম স্কেল কর্ত‌নের পত্র জা‌রি করা হয়। যে কার‌ণে দে‌শের ৪৮ হাজার ৭২০ জন টাইম স্কেল উত্তলনকারী শিক্ষক চরমভা‌বে ক্ষতির সম্মূ‌খিন হ‌য়ে‌ছেন। এ শিক্ষক‌দের অ‌নে‌কে অবসর গ্রহন ও মৃত্যুবরণ ক‌রে‌ছেন। এ ছাড়া অ‌ধিগ্রহনকৃত বেসরকারী প্রাথমিক বিদ্যাল‌য়ের শিক্ষক চাকুরীর শর্তা‌দি নির্ধারন বি‌ধি মালা ২০১৩ তে প্রদত্ত ৫০% চাকুরীকাল গণনা ক‌রে জোষ্ঠতা ও প্রদান্ন‌তি সিলেকশন গ্রেড প্রাপ্যতার কথা থাক‌লেও তা প্রদান করা হ‌চ্ছে না। যে কার‌ণে তারা উক্ত বি‌ধির সু‌বিধাদি কার্যকর করা প্র‌য়োজন ব‌লে ম‌নে ক‌রেন। প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষক‌দের প্রাপ্ত টাইম স্কে‌লের আর্থিক সু‌বিধা‌ বা‌তিল কর‌তে ও অন্যান্য সু‌বিধা‌দি দি‌তে অর্থ মন্ত্রণালয় কর্তৃক জা‌রি‌কৃত টাইম‌ স্কেল কর্ত‌নের পত্র‌টি প্রত্যাহার কর‌া প্র‌য়োজন ব‌লে জানান তারা। য‌ে কার‌ণে রোববার তারা অর্থ মন্ত্রণালয় কর্তৃক জা‌রিকৃত পত্র‌ প্রত্যাহারে দা‌বি‌তে জেলা প্রশাস‌কের মাধ্য‌মে প্রধানমন্ত্রীর কার্যালয় বরাবর স্মারক‌লি‌পি প্রদান ক‌রেছেন।