০৬:৫৯ পূর্বাহ্ন, সোমবার, ২০ মে ২০২৪, ৬ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ

ইউএনও’র বদলির আদেশ প্রত্যাহারের দাবীতে গোয়ালন্দে মহাসড়কে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক, গোয়ালন্দঃ রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে নারায়ণগঞ্জ বদলির আদেশ আসার পর থেকে মেনে নিতে পারছেনা উপজেলার অনেকে। তাঁর বদলির আদেশ প্রত্যাহারের দাবী জানিয়ে আজ বুধবার সকালে দীর্ঘক্ষণ ঢাকা-খুলনা মহাসড়কে মানববন্ধন কর্মসূচি পালন করেছে। গোয়ালন্দ উপজেলার সর্বস্তরের জনগণের ব্যানারে এই মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।

এর আগে গত মঙ্গলবার উপজেলার বিভিন্ন পর্যায়ে নেতৃস্থানীয় মানুষ রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য কাজী কেরামত আলীর কাছে বদলির আদেশ ঠেকানোর জোর দাবী জানান। এছাড়া গত সোমবার উপজেলার আইনশৃঙ্খলা কমিটির সভায় উপস্থিত সকল সদস্য তাঁর এই বদলির আদেশ প্রত্যাহারের জোর দাবী জানান। একই দিন ঢাকা-খুলনা মহাসড়কের গোয়ালন্দ উপজেলা পরিষদের সামনে মানববন্ধন কর্মসূচি পালিত হয়।

বুধবার (২৫ মে) বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত ঢাকা-খুলনা মহাসড়কের গোয়ালন্দ উপজেলা পরিষদের সামনে আয়োজিত ঘন্টা ব্যাপী মানববন্ধন কর্মসূচির সভাপতিত্ব করেন উজানচর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি গোলজার হোসেন মৃধা। এসময় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও পৌরসভার কাউন্সিলর নাসির উদ্দিন, দপ্তর সম্পাদক সুলতান উদ্দিন, জেলা পরিষদের সদস্য ও উপজেলা যুবলীগের সভাপতি ইউনুস হোসেন মোল্লা, যুবলীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, উপজেল স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক হিরু মৃধা, সাংস্কৃতিক ব্যক্তিত্ব অপূর্ব সাহা দ্বিজেন, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আবু বক্কার সিদ্দিক প্রমূখ।

মানববন্ধন কর্মসূচির অন্যতম আয়োজক, পৌরসভার কাউন্সিলর নাসির উদ্দিন বলেন, আমরা আরেকটি বছর তাঁকে এই গোয়ালন্দ উপজেলায় চাই। তাঁকে রক্ষার জন্য ইতিমধ্যে স্থানীয় সংসদ সদস্য কাজী কেরামত আলীর কাছে অনুরোধ জানিয়েছি। জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করছি। আমাদের দাবী যদি না মানা হয় তাহলে প্রয়োজনে আন্দোলনে যাব।

৩১ তম বিসিএস ক্যাডারের এই কর্মকর্তা ২০২১ সালের ২৬ এপ্রিল গোয়ালন্দ উপজেলায় ইউএনও হিসেবে যোগদান করেন। তিনি যোগদানের পর থেকে সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ডকে সার্বক্ষনিক সময় দিয়ে সম্পন্ন করার চেষ্টা করেন। তিনি সততার সাথে সকল কাজ সম্পন্ন করায় গোয়ালন্দ বাসীর মনে জায়গা করে নিয়েছেন। গত ১৯ মে বিকেলে জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব কে. এম আল-আমীন স্বাক্ষরিত এক পত্রে তাঁকে নারায়ণগঞ্জে অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে তাঁকে বদলির আদেশ দেওয়া হয়।

ট্যাগঃ
রিপোর্টারের সম্পর্কে জানুন

Rajbari Mail

জনপ্রিয় পোস্ট

বালিয়াকান্দিতে আনারস প্রতীকের দুই সমর্থকে হাতুড়ী পিটিয়ে জখমের অভিযোগ প্রতিপক্ষের বিরুদ্ধে

ইউএনও’র বদলির আদেশ প্রত্যাহারের দাবীতে গোয়ালন্দে মহাসড়কে মানববন্ধন

পোস্ট হয়েছেঃ ০৯:৪২:৪৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ মে ২০২২

নিজস্ব প্রতিবেদক, গোয়ালন্দঃ রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে নারায়ণগঞ্জ বদলির আদেশ আসার পর থেকে মেনে নিতে পারছেনা উপজেলার অনেকে। তাঁর বদলির আদেশ প্রত্যাহারের দাবী জানিয়ে আজ বুধবার সকালে দীর্ঘক্ষণ ঢাকা-খুলনা মহাসড়কে মানববন্ধন কর্মসূচি পালন করেছে। গোয়ালন্দ উপজেলার সর্বস্তরের জনগণের ব্যানারে এই মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।

এর আগে গত মঙ্গলবার উপজেলার বিভিন্ন পর্যায়ে নেতৃস্থানীয় মানুষ রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য কাজী কেরামত আলীর কাছে বদলির আদেশ ঠেকানোর জোর দাবী জানান। এছাড়া গত সোমবার উপজেলার আইনশৃঙ্খলা কমিটির সভায় উপস্থিত সকল সদস্য তাঁর এই বদলির আদেশ প্রত্যাহারের জোর দাবী জানান। একই দিন ঢাকা-খুলনা মহাসড়কের গোয়ালন্দ উপজেলা পরিষদের সামনে মানববন্ধন কর্মসূচি পালিত হয়।

বুধবার (২৫ মে) বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত ঢাকা-খুলনা মহাসড়কের গোয়ালন্দ উপজেলা পরিষদের সামনে আয়োজিত ঘন্টা ব্যাপী মানববন্ধন কর্মসূচির সভাপতিত্ব করেন উজানচর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি গোলজার হোসেন মৃধা। এসময় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও পৌরসভার কাউন্সিলর নাসির উদ্দিন, দপ্তর সম্পাদক সুলতান উদ্দিন, জেলা পরিষদের সদস্য ও উপজেলা যুবলীগের সভাপতি ইউনুস হোসেন মোল্লা, যুবলীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, উপজেল স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক হিরু মৃধা, সাংস্কৃতিক ব্যক্তিত্ব অপূর্ব সাহা দ্বিজেন, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আবু বক্কার সিদ্দিক প্রমূখ।

মানববন্ধন কর্মসূচির অন্যতম আয়োজক, পৌরসভার কাউন্সিলর নাসির উদ্দিন বলেন, আমরা আরেকটি বছর তাঁকে এই গোয়ালন্দ উপজেলায় চাই। তাঁকে রক্ষার জন্য ইতিমধ্যে স্থানীয় সংসদ সদস্য কাজী কেরামত আলীর কাছে অনুরোধ জানিয়েছি। জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করছি। আমাদের দাবী যদি না মানা হয় তাহলে প্রয়োজনে আন্দোলনে যাব।

৩১ তম বিসিএস ক্যাডারের এই কর্মকর্তা ২০২১ সালের ২৬ এপ্রিল গোয়ালন্দ উপজেলায় ইউএনও হিসেবে যোগদান করেন। তিনি যোগদানের পর থেকে সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ডকে সার্বক্ষনিক সময় দিয়ে সম্পন্ন করার চেষ্টা করেন। তিনি সততার সাথে সকল কাজ সম্পন্ন করায় গোয়ালন্দ বাসীর মনে জায়গা করে নিয়েছেন। গত ১৯ মে বিকেলে জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব কে. এম আল-আমীন স্বাক্ষরিত এক পত্রে তাঁকে নারায়ণগঞ্জে অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে তাঁকে বদলির আদেশ দেওয়া হয়।