০৪:০৯ পূর্বাহ্ন, সোমবার, ২০ মে ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ

পৌরসভা নির্বাচনঃ গোয়ালন্দে নৌকার প্রার্থী নজরুল ইসলামকে দৌলতদিয়ায় অভ্যর্থনা

নিজস্ব প্রতিবেদক, গোয়ালন্দঃ রাজবাড়ীর গোয়ালন্দ পৌরসভা নির্বাচনে নৌকার মনোনয়ন পাওয়ায় দলীয় প্রার্থী গোয়ালন্দ পৌর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি নজরুল ইসলামকে দৌলতদিয়া ঘাটে নেতাকর্মীরা ফুলেল অভ্যর্থনা জানিয়েছেন। নৌকা প্রতীক পাওয়ার পর বৃহস্পতিবার সন্ধ্যায় দৌলতদিয়া ফেরি ঘাটে পৌছলে শত শত নেতাকর্মী তাঁকে অভ্যর্থনা জানান।

১৪ ফেব্রুয়ারী দেশের ৫৬টি পৌরসভা নির্বাচনে দলীয় প্রার্থী চূড়ান্ত করতে গত বুধবার রাতে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবনে (গনভবন) মনোনয়ন বোর্ডের সিদ্ধান্তে রাজবাড়ী পৌরসভায় প্রার্থী হিসেবে বর্তমান মেয়র মহম্মদ আলী চৌধুরী এবং গোয়ালন্দে পৌর আ.লীগের ভারপ্রাপ্ত সভাপতি নজরুল ইসলামকে নৌকা প্রতীক দেন। পরদিন বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে পাঁচটার দিকে দৌলতদিয়া ফেরি ঘাটে সস্ত্রীক নজরুল ইসলাম পৌছেন। তাঁর সফর সঙ্গী ছিলেন গোয়ালন্দ উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান মো. মোস্তফা মুন্সীসহ নেতৃবৃন্দ। ঘাটে তাদের বরণ করতে কয়েক হাজার নেতাকর্মী ও সমর্থকরা ফুল নিয়ে অপেক্ষা করতে থাকেন। ফেরির পন্টুন থেকে তাদেরকে ফুলের মালা ও পাপড়ি ছিটিয়ে বরণ করে নেয়।

উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি সহিদুল ইসলাম খান, সহসভাপতি গোলজার হোসেন মৃধা, মামুন অর রশীদ, সাধারণ সম্পাদক বিপ্লব ঘোষ, যুগ্ম-সম্পাদক মোহাম্মদ আলী মোল্লা, সালাহ উদ্দীন মাহমুদ রেজা, বাদল বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক নাসির উদ্দিন, পৌর আ.লীগের সাধারণ সম্পাদক সফিকুল ইসলাম সুজ্জল, সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদসহ আ.লীগ ও সহযোগি সংগঠনের কয়েক হাজার নেতাকর্মী উপস্থিত ছিলেন।

সন্ধ্যার পর নেতাকর্মীদের বহনকারী মোটরসাইকেল ও মাইক্রোবাসের বহর উপজেলা আ.লীগ কার্যালয়ে পৌছে গোয়ালন্দ বাজার প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে নেতৃবৃন্দকে সাথে করে দলীয় কার্যালয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পন করেন নজরুল ইসলাম। পুষ্পমাল্য অর্পন শেষে উপজেলা আওয়ামী লীগ, পৌর আ.লীগ, যুবলীগ, ছাত্রলীসহ বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ তাঁকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান।

উপজেলা আ.লীগের উপপ্রচার সম্পাদক এনামুল হকের সঞ্চালনায় সহিদুল ইসলাম খান এর সভাপতিত্বে আয়োজিত সভায় উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. মোস্তফা মুন্সী, উপজেলা আ.লীগের সহসভাপতি গোলজার হোসেন মৃধা, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক বিপ্লব ঘোষ, যুগ্ম-সম্পাদক মোহাম্মদ আলী মোল্লা, পৌর আ.লীগের সাধারণ সম্পাদক সফিকুল ইসলাম সুজ্জল, নজরুল ইসলাম মন্ডর প্রমূখ নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক বিপ্লব ঘোষ বলেন, ১৮টি বছর ধরে শেখ নিজাম ভোট কিনে পৌরসভার মেয়র হয়েছেন। পৌরসভার কোথাও কোন উন্নয়ন দেখাতে পারবেননা। প্রথম শ্রেনীর পৌরসভার নাগরিকের সুবিধা কি তা কেউ বলতে পারবেননা। প্রতিটি ওয়ার্ডের রাস্তা-ঘাটের এমন বেহাল অবস্থা, যানবাহন দূরের কথা সাধারণ মানুষও চলাচল করতে পারেনা। এর চেয়ে ইউনিয়ন পরিষদের রাস্তাঘাট অনেক উন্নত। জনগনের সাথে যার কোন যোগাযোগ, সর্ম্পক নেই। আমরা এর অবসান চাই। ভোটের মাধ্যমে দলীয় প্রার্থীকে বিজয় করতে চাই। ডিসেম্বর মাসে উপজেলা চেয়ারম্যানকে ভোট দিয়ে নির্বাচিত করেছেন। ইনশাআল্লাহ আগামী ১৪ ফেব্রুয়ারী সাধারণ মানুষ ভোট দিয়ে নজরুল ইসলামকে মেয়র নির্বাচিত করবেন।

নজরুল ইসলাম বলেন, আমি আপনাদের সেবক হতে চাই। মেয়র না হয়েও বিগত দিনে যেভাবে আপনাদের পাশে ছিলাম, তেমনিভাবে নির্বাচিত জনগনের প্রতিনিধি হিসেবে থাকতে চাই। আমাকে একটি বার ভোট দিয়ে সুযোগ করে দিন। আ.লীগ সরকার ক্ষমতায়, অথচ গোয়ালন্দ পৌরসভার কি নাজুক পরিস্থিতি? সরকার দলীয় প্রার্থী হিসেবে নির্বাচিত হয়ে আধুনিক গোয়ালন্দ শহর হিসেবে গড়ে তোলার একবার সুযোগ চাই।

ট্যাগঃ
রিপোর্টারের সম্পর্কে জানুন

Rajbari Mail

জনপ্রিয় পোস্ট

বালিয়াকান্দিতে আনারস প্রতীকের দুই সমর্থকে হাতুড়ী পিটিয়ে জখমের অভিযোগ প্রতিপক্ষের বিরুদ্ধে

পৌরসভা নির্বাচনঃ গোয়ালন্দে নৌকার প্রার্থী নজরুল ইসলামকে দৌলতদিয়ায় অভ্যর্থনা

পোস্ট হয়েছেঃ ০৪:৫৬:৩২ অপরাহ্ন, শুক্রবার, ১৫ জানুয়ারী ২০২১

নিজস্ব প্রতিবেদক, গোয়ালন্দঃ রাজবাড়ীর গোয়ালন্দ পৌরসভা নির্বাচনে নৌকার মনোনয়ন পাওয়ায় দলীয় প্রার্থী গোয়ালন্দ পৌর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি নজরুল ইসলামকে দৌলতদিয়া ঘাটে নেতাকর্মীরা ফুলেল অভ্যর্থনা জানিয়েছেন। নৌকা প্রতীক পাওয়ার পর বৃহস্পতিবার সন্ধ্যায় দৌলতদিয়া ফেরি ঘাটে পৌছলে শত শত নেতাকর্মী তাঁকে অভ্যর্থনা জানান।

১৪ ফেব্রুয়ারী দেশের ৫৬টি পৌরসভা নির্বাচনে দলীয় প্রার্থী চূড়ান্ত করতে গত বুধবার রাতে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবনে (গনভবন) মনোনয়ন বোর্ডের সিদ্ধান্তে রাজবাড়ী পৌরসভায় প্রার্থী হিসেবে বর্তমান মেয়র মহম্মদ আলী চৌধুরী এবং গোয়ালন্দে পৌর আ.লীগের ভারপ্রাপ্ত সভাপতি নজরুল ইসলামকে নৌকা প্রতীক দেন। পরদিন বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে পাঁচটার দিকে দৌলতদিয়া ফেরি ঘাটে সস্ত্রীক নজরুল ইসলাম পৌছেন। তাঁর সফর সঙ্গী ছিলেন গোয়ালন্দ উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান মো. মোস্তফা মুন্সীসহ নেতৃবৃন্দ। ঘাটে তাদের বরণ করতে কয়েক হাজার নেতাকর্মী ও সমর্থকরা ফুল নিয়ে অপেক্ষা করতে থাকেন। ফেরির পন্টুন থেকে তাদেরকে ফুলের মালা ও পাপড়ি ছিটিয়ে বরণ করে নেয়।

উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি সহিদুল ইসলাম খান, সহসভাপতি গোলজার হোসেন মৃধা, মামুন অর রশীদ, সাধারণ সম্পাদক বিপ্লব ঘোষ, যুগ্ম-সম্পাদক মোহাম্মদ আলী মোল্লা, সালাহ উদ্দীন মাহমুদ রেজা, বাদল বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক নাসির উদ্দিন, পৌর আ.লীগের সাধারণ সম্পাদক সফিকুল ইসলাম সুজ্জল, সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদসহ আ.লীগ ও সহযোগি সংগঠনের কয়েক হাজার নেতাকর্মী উপস্থিত ছিলেন।

সন্ধ্যার পর নেতাকর্মীদের বহনকারী মোটরসাইকেল ও মাইক্রোবাসের বহর উপজেলা আ.লীগ কার্যালয়ে পৌছে গোয়ালন্দ বাজার প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে নেতৃবৃন্দকে সাথে করে দলীয় কার্যালয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পন করেন নজরুল ইসলাম। পুষ্পমাল্য অর্পন শেষে উপজেলা আওয়ামী লীগ, পৌর আ.লীগ, যুবলীগ, ছাত্রলীসহ বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ তাঁকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান।

উপজেলা আ.লীগের উপপ্রচার সম্পাদক এনামুল হকের সঞ্চালনায় সহিদুল ইসলাম খান এর সভাপতিত্বে আয়োজিত সভায় উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. মোস্তফা মুন্সী, উপজেলা আ.লীগের সহসভাপতি গোলজার হোসেন মৃধা, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক বিপ্লব ঘোষ, যুগ্ম-সম্পাদক মোহাম্মদ আলী মোল্লা, পৌর আ.লীগের সাধারণ সম্পাদক সফিকুল ইসলাম সুজ্জল, নজরুল ইসলাম মন্ডর প্রমূখ নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক বিপ্লব ঘোষ বলেন, ১৮টি বছর ধরে শেখ নিজাম ভোট কিনে পৌরসভার মেয়র হয়েছেন। পৌরসভার কোথাও কোন উন্নয়ন দেখাতে পারবেননা। প্রথম শ্রেনীর পৌরসভার নাগরিকের সুবিধা কি তা কেউ বলতে পারবেননা। প্রতিটি ওয়ার্ডের রাস্তা-ঘাটের এমন বেহাল অবস্থা, যানবাহন দূরের কথা সাধারণ মানুষও চলাচল করতে পারেনা। এর চেয়ে ইউনিয়ন পরিষদের রাস্তাঘাট অনেক উন্নত। জনগনের সাথে যার কোন যোগাযোগ, সর্ম্পক নেই। আমরা এর অবসান চাই। ভোটের মাধ্যমে দলীয় প্রার্থীকে বিজয় করতে চাই। ডিসেম্বর মাসে উপজেলা চেয়ারম্যানকে ভোট দিয়ে নির্বাচিত করেছেন। ইনশাআল্লাহ আগামী ১৪ ফেব্রুয়ারী সাধারণ মানুষ ভোট দিয়ে নজরুল ইসলামকে মেয়র নির্বাচিত করবেন।

নজরুল ইসলাম বলেন, আমি আপনাদের সেবক হতে চাই। মেয়র না হয়েও বিগত দিনে যেভাবে আপনাদের পাশে ছিলাম, তেমনিভাবে নির্বাচিত জনগনের প্রতিনিধি হিসেবে থাকতে চাই। আমাকে একটি বার ভোট দিয়ে সুযোগ করে দিন। আ.লীগ সরকার ক্ষমতায়, অথচ গোয়ালন্দ পৌরসভার কি নাজুক পরিস্থিতি? সরকার দলীয় প্রার্থী হিসেবে নির্বাচিত হয়ে আধুনিক গোয়ালন্দ শহর হিসেবে গড়ে তোলার একবার সুযোগ চাই।