Rajbarimail.com
ঢাকা, রবিবার , ২২ ডিসেম্বর ২০২৪
  1. সর্বশেষ
  2. জাতীয়
  3. আজকের রাজবাড়ী
  4. কৃষি ও অর্থনীতি

জেলেদের জালে পদ্মার ৩০ ও ১৩ কেজির দুটি মাহবিপন্ন বাগাড়

রাজবাড়ী মেইল ডেস্ক
১৬ সেপ্টেম্বর ২০২৩, ৯:১৭ অপরাহ্ণ

Link Copied!

নিজস্ব প্রতিবেদক, গোয়ালন্দঃ রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ঘাট মাছ বাজারে আজ শনিবার সকালে প্রায় ৩০ কেজির একটি এবং ১৩ কেজি ওজনের আরেকটি মহাবিপন্ন প্রাণী বাগাড় মাছ বিক্রি হয়েছে। বাগাড় মাছ দুটি গতকাল শুক্রবার দিবাগত রাত ৩টার দিকে পদ্মা ও যমুনা নদীর মোহনায় মানিকগঞ্জ অঞ্চলের জেলেদের জালে ধরা পড়ে।

বাগাড় দুটি শনিবার সকালে দৌলতদিয়া বাজারে বিক্রির জন্য নিলামে তোলা হয়। এর মধ্যে ৩০ কেজি ওজনের বাগাড় মাছটি স্থানীয় মাছ ব্যবসায়ী মাসুদ মোল্যা ১ হাজার ১৫০ টাকা কেজি দরে ৩৪ হাজার টাকায় কিনেন। অপর বাগাড়টি আরেক মাছ ব্যবসায়ী ১ হাজার ৫০ টাকা কেজি দরে প্রায় ১৪ হাজার টাকায় কিনে নেন।

অথচ আন্তর্জাতিক প্রকৃতি ও প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ সংঘের (আইইউসিএন) তালিকা অনুযায়ী বাগাড় একটি মহাবিপন্ন প্রাণী। বন্য প্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইন অনুযায়ী, এই মাছ ধরা দ-নীয় অপরাধ। আইন থাকা সত্ত্বেও বাস্তবায়ন না থাকায় প্রায় বাগাড় শিকার হচ্ছে এবং প্রকাশ্যে নিলামে বিক্রিও হচ্ছে।

মাছ তিনটি নিলামে ফেরি ঘাট এলাকার ব্যবসায়ী মাসুদ মোল্যা কিনেন। মাসুদ মোল্যা জানান, প্রায় ২৯ কেজি ৬০০ গ্রাম ওজনের বাগাড়টি নিলামে তারা সর্বোচ্চ দরদাতা হিসেবে ১ হাজার ১৫০ টাকা কেজি দরে ৩৪ হাজার টাকায় কিনেন। কেজি প্রতি ১০০ টাকা করে লাভ হলেই বিক্রি করবেন। তারা পরিচিত বিভিন্ন জনদের সাথে যোগাযোগ শুরু করেছেন। ১৩ কেজি ওজনের আরেক বাগাড় ১ হাজার ৫০ টাকা কেজি দরে স্থানীয় আরেক ব্যবসায়ী কিনেন।

রাজবাড়ী জেলা সামাজিক বন বিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা (রেঞ্জার) হুমায়ুন কবির মুঠোফোনে বলেন, বন সংরক্ষণ অধিদপ্তরের প্রকৃতি নিয়ে কাজ করেন যে বিভাগ, তাদের প্রধান কার্যালয় খুলনায় অবস্থিত। যে কারনে মাঝে মধ্যে বাগাড় ধরার খবর পেলেও তারা সেখান থেকে কিছুই করতে পারেন না।

বন্য প্রাণী (সংলক্ষণ ও নিরাপত্তা) আইন, ২০১২ অনুযায়ী, বাগাড় একটি সংরক্ষিত বন্য প্রাণী। বন্য প্রাণী অপরাধ দমন ইউনিটের বন্য প্রাণী ও জীববৈচিত্র্য সংরক্ষণ কর্মকর্তা রথীন্দ্র কুমার বিশ্বাস সম্প্রতি প্রথম আলোকে বলেন, বাগাড় মাছ তফসিলভুক্ত সংরক্ষিত বন্য প্রাণী। আইন অনুযায়ী, বাগাড় শিকার, ক্রয় এবং বিক্রয় দ-নীয় অপরাধ। আন্তর্জাতিক প্রকৃতি ও প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ সংঘের (আইইউসিএন) তালিকা অনুযায়ী, বাগাড় মাছ মহাবিপন্ন প্রাণী।

গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জাকির হোসেন বলেন, বিষয়টি জানার পর জেলা মৎস্য কর্মকর্তার সঙ্গে কথা বলেছি। বাগাড় একটি মহাবিপন্ন প্রাণী এ সর্ম্পকে তাদের জানা নেই। বিষয়টি নিয়ে আমি অধিকতর যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

মন্তব্য করুন
আরও পড়ুন

রাজবাড়ীতে যোগদান করেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত আব্দুল গনির বাসায় নবাগত জেলা প্রশাসক

রাজবাড়ীতে ১৭ বছর পর প্রকাশ্যে জামায়াতের বিজয় দিবস পালন

রাজবাড়ীতে বৈদেশিক মুদ্রা ও গাঁজাসহ গ্রেপ্তার ২

গোয়ালন্দে মাদক বিরোধী ব‍্যাডমিন্টন টুর্নামেন্ট উদ্বোধন ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

গোয়ালন্দে ভিন্নভাবে বিজয় দিবস উদযাপন করল সানসাইন কলেজিয়েট স্কুল

রাজবাড়ীতে গাঁজাসহ ‍যুবক গ্রেপ্তার

ফরিদপুরে হাজেরা বিবি পৌষ মেলা ১৭ ডিসেম্বর থেকে শুরু

রাজবাড়ীতে বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা সহ নানা আয়োজনে মহান বিজয় দিবস পালিত

শেখ হাসিনার পরিবার দূর্নীতিগ্রস্থ, কোনদিন ক্ষমতায় আসতে পারবে নাঃ আসাদুজ্জামান রিপন

ফরিদপুরে বিআরডিবি কর্মচারী ইউনিয়নের কর্মী সমাবেশ

ক্ষমতায় গেলে ইউনিয়ন পর্যায়ে কৃষকদের জন্য শস্যক্রয় কেন্দ্র খোলা হবে -রাজবাড়ীতে শহীদুল ইসলাম

স্কুলের ব্যবহারিক পরীক্ষা উপলক্ষে ২৫০ দুস্হ্য মানুষকে খাবার খাওয়ালো শিক্ষার্থীরা

গোয়ালন্দের উজানচর ইউনিয়ন পরিষদ পরিদর্শনে ইউএনডিপির প্রতিনিধি