০৭:৪১ পূর্বাহ্ন, সোমবার, ২০ মে ২০২৪, ৬ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ

অপশক্তির বিরুদ্ধে সাইকেলিস্টের সাইকেল ভ্রমণ, বিনামূল্যে স্বাস্থ্যসেবা

নিজস্ব প্রতিবেদকঃ “চলো যাই যুদ্ধে, অপশক্তির বিরুদ্ধে” এই শ্লোগান নিয়ে রোববার রাজবাড়ীর গোয়ালন্দ থেকে সাইকেল ভ্রমণ বের হয়। গোয়ালন্দ সাইকেলিস্ট এর আয়োজনে সাইকেল ভ্রমণের পাশাপাশি দিনব্যাপী চলে গোয়ালন্দ ব্লাড ডোনার ক্লাব এর উদ্যোগে রক্তের গ্রুপ নির্ণয়, ওজন পরিমাপ, ডায়াবেটিকস পরীক্ষা ও বিনামূল্যে স্বাস্থ্যসেবা প্রদান।

রোববার (২৭ সেপ্টেম্বর) সকাল ১০ টায় প্রায় ১০০ সাইকেলিষ্ট দল গোয়ালন্দ উপজেলা পরিষদ মাঠ চত্বর থেকে বের হয়। পরে ঢাকা-খুলনা মহাসড়কের এক পাশ দিয়ে সারিবদ্ধভাবে র‌্যালিটি পাশের ফরিদপুর সদর উপজেলার শিবরামপুর ধুলদি জয়দেবপুর এলাকায় অবস্থিত ‘ফান প্যারাডাইস পার্ক’ নামক বিনোদন কেন্দ্রে গিয়ে শেষ হয়। সেখানে বিনোদন কেন্দ্রে আগত দর্শনার্থীর পাশাপাশি সকল সাইকেলিস্ট সদস্যদের গোয়ালন্দ ব্লাড ডোনার ক্লাবের উদ্যোগে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়, ডায়াবেটিকস পরীক্ষা, ওজন পরিমাপ করা সহ স্বাস্থ্যসেবা প্রদান ও চিকিৎসাপত্র দেয়া হয়। এ কাজে সহযোগিতা করেন গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর একটি দল।

গোয়ালন্দের উৎপাদনমুখী শিল্প প্রতিষ্ঠান মোস্তফা মেটাল ইন্ডাষ্ট্রিজ লিমিটেড এর সার্বিক সহযোগিতায় গোয়ালন্দ উপজেলা পরিষদ মাঠ চত্বর থেকে সাইকেল ভ্রমণ এর উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আমিনুল ইসলাম। এসময় অন্যান্যের মধ্যে গোয়ালন্দের সহকারী কমিশনার (ভুমি) মো. রফিকুল ইসলাম, মোস্তফা মেটাল ইন্ডাষ্ট্রিজ লিমিটেড এর পরিচালক ও গোয়ালন্দ ব্লাড ডোনার ক্লাব এর প্রধান পৃষ্ঠপোষক মো. সেলিম মুন্সী, ব্লাড ডোনার ক্লাব এর সাধারণ সম্পাদক মাহাফুজুর রহমান মিলন, গোয়ালন্দ উপজেলা ছাত্রলীগের সভাপতি মো. তুহিন দেওয়ান, পৌর ছাত্রলীগের সভাপতি মো. রাতুল আহমেদ সজল, সাধারণ সম্পাদক আকাশ সাহা প্রমূখ উপস্থিত ছিলেন।

“পরিবেশ’কে দূষণমুক্ত, শরীর’কে রোগমুক্ত সাইকেলিং উপযুক্ত” এ প্রতিপাদ্যকে সামনে রেখে উদ্বোধনের শুরুতে উদ্যোগকে সাধুবাদ জানিয়ে ইউএনও আমিনুল ইসলাম বলেন, পরিবেশ দূষণমুক্ত রাখতে এবং শরীরকে সুস্থ্য রাখতে নিয়মিত সাইকেল চালানো উচিৎ। এতে করে একদিকে শরীর সুস্থ্য থাকবে, অন্যদিকে অর্থের অপচয় ঘটবে। সুস্থ্য থাকতে হলে নিয়মিত বাহন হিসেবে সাইকেল চালানো উচিত।

অনুষ্ঠানের অন্যতম উদ্যোক্তা, মোস্তফা মেটাল ইন্ডাষ্ট্রিজ লিমিটেড এর পরিচালক মো. সেলিম মুন্সী বলেন, প্রতি বছরের ন্যায় এবারও সময় উপযোগী শ্লোগান নিয়ে গোয়ালন্দ থেকে সাইকেলিষ্ট এর সহযোগিতায় সাইকেল ভ্রমণের আয়োজন করা হয়েছে। আমরা সব সময় ভালো কাজের সাথে সম্পৃক্ত থাকতে চাই। শরীর, স্বাস্থ্য, দেহ ও মন সতেজ রাখতে নিয়মিত সাইকেল চালানো দরকার। তাই ‘চলো যাই যুদ্ধে, অপশক্তির বিরুদ্ধে’ এই শ্লোগান ধারণ করে আজকের উদ্যোগকে সাধুবাদ জানাই। আর এই সাইকেলিষ্টদের স্বাস্থ্য পরীক্ষাসহ যাবতীয় চিকিৎসা ব্যবস্থায় জড়িত রয়েছে গোয়ালন্দ ব্লাড ডোনার ক্লাব।

ট্যাগঃ
রিপোর্টারের সম্পর্কে জানুন

Rajbari Mail

জনপ্রিয় পোস্ট

বালিয়াকান্দিতে আনারস প্রতীকের দুই সমর্থকে হাতুড়ী পিটিয়ে জখমের অভিযোগ প্রতিপক্ষের বিরুদ্ধে

অপশক্তির বিরুদ্ধে সাইকেলিস্টের সাইকেল ভ্রমণ, বিনামূল্যে স্বাস্থ্যসেবা

পোস্ট হয়েছেঃ ০৬:৫৩:২৬ অপরাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২০

নিজস্ব প্রতিবেদকঃ “চলো যাই যুদ্ধে, অপশক্তির বিরুদ্ধে” এই শ্লোগান নিয়ে রোববার রাজবাড়ীর গোয়ালন্দ থেকে সাইকেল ভ্রমণ বের হয়। গোয়ালন্দ সাইকেলিস্ট এর আয়োজনে সাইকেল ভ্রমণের পাশাপাশি দিনব্যাপী চলে গোয়ালন্দ ব্লাড ডোনার ক্লাব এর উদ্যোগে রক্তের গ্রুপ নির্ণয়, ওজন পরিমাপ, ডায়াবেটিকস পরীক্ষা ও বিনামূল্যে স্বাস্থ্যসেবা প্রদান।

রোববার (২৭ সেপ্টেম্বর) সকাল ১০ টায় প্রায় ১০০ সাইকেলিষ্ট দল গোয়ালন্দ উপজেলা পরিষদ মাঠ চত্বর থেকে বের হয়। পরে ঢাকা-খুলনা মহাসড়কের এক পাশ দিয়ে সারিবদ্ধভাবে র‌্যালিটি পাশের ফরিদপুর সদর উপজেলার শিবরামপুর ধুলদি জয়দেবপুর এলাকায় অবস্থিত ‘ফান প্যারাডাইস পার্ক’ নামক বিনোদন কেন্দ্রে গিয়ে শেষ হয়। সেখানে বিনোদন কেন্দ্রে আগত দর্শনার্থীর পাশাপাশি সকল সাইকেলিস্ট সদস্যদের গোয়ালন্দ ব্লাড ডোনার ক্লাবের উদ্যোগে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়, ডায়াবেটিকস পরীক্ষা, ওজন পরিমাপ করা সহ স্বাস্থ্যসেবা প্রদান ও চিকিৎসাপত্র দেয়া হয়। এ কাজে সহযোগিতা করেন গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর একটি দল।

গোয়ালন্দের উৎপাদনমুখী শিল্প প্রতিষ্ঠান মোস্তফা মেটাল ইন্ডাষ্ট্রিজ লিমিটেড এর সার্বিক সহযোগিতায় গোয়ালন্দ উপজেলা পরিষদ মাঠ চত্বর থেকে সাইকেল ভ্রমণ এর উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আমিনুল ইসলাম। এসময় অন্যান্যের মধ্যে গোয়ালন্দের সহকারী কমিশনার (ভুমি) মো. রফিকুল ইসলাম, মোস্তফা মেটাল ইন্ডাষ্ট্রিজ লিমিটেড এর পরিচালক ও গোয়ালন্দ ব্লাড ডোনার ক্লাব এর প্রধান পৃষ্ঠপোষক মো. সেলিম মুন্সী, ব্লাড ডোনার ক্লাব এর সাধারণ সম্পাদক মাহাফুজুর রহমান মিলন, গোয়ালন্দ উপজেলা ছাত্রলীগের সভাপতি মো. তুহিন দেওয়ান, পৌর ছাত্রলীগের সভাপতি মো. রাতুল আহমেদ সজল, সাধারণ সম্পাদক আকাশ সাহা প্রমূখ উপস্থিত ছিলেন।

“পরিবেশ’কে দূষণমুক্ত, শরীর’কে রোগমুক্ত সাইকেলিং উপযুক্ত” এ প্রতিপাদ্যকে সামনে রেখে উদ্বোধনের শুরুতে উদ্যোগকে সাধুবাদ জানিয়ে ইউএনও আমিনুল ইসলাম বলেন, পরিবেশ দূষণমুক্ত রাখতে এবং শরীরকে সুস্থ্য রাখতে নিয়মিত সাইকেল চালানো উচিৎ। এতে করে একদিকে শরীর সুস্থ্য থাকবে, অন্যদিকে অর্থের অপচয় ঘটবে। সুস্থ্য থাকতে হলে নিয়মিত বাহন হিসেবে সাইকেল চালানো উচিত।

অনুষ্ঠানের অন্যতম উদ্যোক্তা, মোস্তফা মেটাল ইন্ডাষ্ট্রিজ লিমিটেড এর পরিচালক মো. সেলিম মুন্সী বলেন, প্রতি বছরের ন্যায় এবারও সময় উপযোগী শ্লোগান নিয়ে গোয়ালন্দ থেকে সাইকেলিষ্ট এর সহযোগিতায় সাইকেল ভ্রমণের আয়োজন করা হয়েছে। আমরা সব সময় ভালো কাজের সাথে সম্পৃক্ত থাকতে চাই। শরীর, স্বাস্থ্য, দেহ ও মন সতেজ রাখতে নিয়মিত সাইকেল চালানো দরকার। তাই ‘চলো যাই যুদ্ধে, অপশক্তির বিরুদ্ধে’ এই শ্লোগান ধারণ করে আজকের উদ্যোগকে সাধুবাদ জানাই। আর এই সাইকেলিষ্টদের স্বাস্থ্য পরীক্ষাসহ যাবতীয় চিকিৎসা ব্যবস্থায় জড়িত রয়েছে গোয়ালন্দ ব্লাড ডোনার ক্লাব।