কামাল হোসেন, রাজবাড়ীঃ রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক ও দৌলতদিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান প্রয়াত নুরুল ইসলাম মন্ডলের প্রথম মৃত্যু বার্ষিকী উপলক্ষে দোয়ার মাহ্ফিল ও স্বরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২২ সেপ্টেম্বর) দুপুরে দোয়ার মাহ্ফিল ও স্বরণ সভা উৎযাপন কমিটির উদ্যোগে দৌলতদিয়া রেলস্টেশন শহীদ মিনার চত্তরে এ দোয়ার মাহ্ফিল ও স্বরণ সভা অনুষ্ঠিত হয়। এসময় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য ও সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী কাজী কেরামত আলী।
বাংলাদেশ আওয়ামী মটর চালক লীগ রাজবাড়ী জেলা শাখার সভাপতি মো. তোফাজ্জেল হোসেন তপুর সভাপতিত্বে গোয়ালন্দ উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আবু বক্কার সিদ্দিক খোকনের সঞ্চালনায় উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সহসভাপতি মো. হেদায়েত আলী সোহরাব, রাজবাড়ী জেলা যুবলীগের যুগ্ন আহ্বায়ক আবুল হোসেন শিকদার, জেলা পরিষদ সদস্য ও গোয়ালন্দ উপজেলা যুবলীগের সভাপতি মো. ইউনুছ মোল্লা, গোয়ালন্দ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান চৌধুরী, দৌলতদিয়া ইউপি চেয়ারম্যান আব্দুর রহমান মন্ডল, ছোটভাকলা ইউপি চেয়ারম্যান আমজাদ হোসেন, গোয়ালন্দ উপজেলা আওয়ামীলীগের সাবেক দপ্তর সম্পাদক নজরুল ইসলাম বাবু, দৌলতদিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সভাপতি আমজাদ মন্ডল, গোয়ালন্দ পৌর যুবলীগের সভাপতি শেখ সোহেল, গোয়ালন্দ উপজেলা যুবলীগের সমাজ কল্যাণ সম্পাদক ও দৌলতদিয়া ইউপি ২নং ওয়ার্ড সদস্য আশরাফুল ইসলাম আশরাফ, ৩নং ওয়ার্ড সদস্য আইয়ুব আলী খান, গোয়ালন্দ উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মেহেদী হাসান রুবেল দৌলতদিয়া ইউনিয়ন ছাত্রলীগের সাবেক আহ্বায়ক শামীম রিজভী, যুগ্ন আহ্বায়ক আজিজুল ইসলাম মন্ডল প্রমূখ।