০৪:০৯ পূর্বাহ্ন, সোমবার, ২০ মে ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ

গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সঃ বিনা ছুটিতে দীর্ঘদিন অনুপস্থিত এক চিকিৎসক

বিশেষ প্রতিনিধিঃ করোনাভাইরাস (কোভিড-১৯) প্রতিরোধ ও এর প্রাদুর্ভাবজনিত যেকোন জরুরি পরিস্থিতি মোকাবেলায় পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সকল সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারীগণের সার্বক্ষনিক কর্মস্থলে উপস্থিত নিশ্চিতকরণের জন্য মন্ত্রী পরিষদ বিভাগের মাঠ প্রশাসন সংস্থাপন অধিশাখা থেকে নির্দেশনা আসলেও রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার ৫১ শয্যা বিশিষ্ট স্বাস্থ্য কমপ্লেক্সের এক চিকিৎসক বিনা ছুটিতে দীর্ঘদিন ধরে অনুপস্থিত রয়েছেন।

মিনজিয়া রহমান নামের ওই চিকিৎসা কর্মকর্তা (সহকারী সার্জন) হিসেবে গোয়ালন্দ উপজেলায় গত বছর ১২ ডিসেম্বর যোগদান করেন। তাঁর এমন অনুপস্থিতির কারণে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আসিফ মাহমুদ ২৫ মার্চ কারণ দর্শাতে নোটিশ প্রদান করেন। মঙ্গলবার পর্যন্ত তিনি কর্মস্থলে উপস্থিত হননি। সরকার ২৬ মার্চ থেকে সাধারণ ছুটি ঘোষণা করা হলেও স্বাস্থ্য বিভাগ এ ছুটির আওতামুক্ত রয়েছে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্র জানায়, স্বাস্থ্য কমপ্লেক্স থেকে গত ২৫ মার্চ জুনিয়র চিকিৎসা কর্মকর্তা মিনজিয়া রহমানের কাছে অনুপস্থিতির বিষয়ে জানতে চেয়ে পাঠানো চিঠিতে বলা হয়, স্বাস্থ্য কমপ্লেক্স কর্তৃপক্ষের বিনাঅনুমতিতে ২১ মার্চ থেকে মিনজিয়া রহমান কর্মস্থলে অনুপস্থিত রয়েছেন। এ বিষয়ে তাঁর ব্যক্তিগত ফোনে কার্যালয়ে আসতে যোগাযোগ করা হলেও তিনি আসতে অপারগতা প্রকাশ করেন। অথচ মন্ত্রী পরিষদ কর্তৃক দেশের সকল সরকারি কর্মকর্তা-কর্মচারীদের ছুটি ও কর্মস্থল ত্যাগের নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এই অনুপস্থিতি সরকারি কর্মচারী শৃঙ্খলা ও আপিল বিধিমালা ২০১৮ এর পরিপন্থি। এমতাবস্থায় কেন বিভাগীয় ব্যবস্থা গ্রহণের জন্য উর্দ্বোতন কর্তৃপক্ষকে অবহিত করা হবে না তার সন্তোষজনক জবাব পত্র জারির ৩ (তিন) কার্যদিবসের মধ্যে নিম্ন স্বাক্ষরকারী দপ্তরে জমা দেয়ার জন্য নির্দেশনা দেওয়া হইল।

গত ২৮ মার্চ স্বাক্ষরিত ই-মেমইলে পাঠানো জবাবে চিকিৎসক মিনজিয়া রহমান জানান, তিনি গোয়ালন্দ উপজেলার দেবগ্রাম ইউনিয়ন উপ-স্বাস্থ্য কেন্দ্রের সহকারি সার্জন হিসেবে কর্মরত রয়েছেন। গত ২১ মার্চ ডে-অফ ছিল। তাঁর ১ বছর ৩মাস বয়সী এক সন্তান আছে। তাঁর অনুপস্থিতিতে সন্তানের দেখভালের জন্য তার মা বাসায় থাকেন। কিন্তু তিনি (মিনজিয়ার মা) ডায়াবেটিস, ক্রনিক কিডনী ডিজিজ, উচ্চরক্ষচাপ ইত্যাদি রোগে ভুগছেন। ৩১ মার্চ রাতে আমার সন্তানের ঠান্ডা-সর্দির সমস্যা শুরু হয়। সে সময় করোনাভাইরাসের প্রাদুর্ভাব বাংলাদেশে শুরু হওয়ায় আমি ও আমার পরিবার অত্যন্ত উদ্বিগ্ন হয়ে পড়ি এবং বাসায় আসি। পরবর্তীতে আমার সন্তানের শিশু বিশেষজ্ঞের সাথে যোগাযোগ করলে উনি আমাকে আশ্বস্ত করেন সন্তান সম্ভবত সাধারণ ঠান্ডা-সর্দির সমস্যায় ভুগছেন। এও সতর্ক করেন যে আমরা যেন হোম কোয়ারেন্টাইনে থাকি। উদ্ভুত পরিস্থিতি আপনাকে (স্বাস্থ্য কর্মকর্তা) মোবাইল ফোনে মৌখিক ভাবে অবগত করি। এমতাবস্থায় আমার সন্তানের ঠান্ডা-সর্দির সমস্যা ২৭ মার্চ থেকে উন্নতি হলে ঢাকার সাথে যোগাযোগ বিচ্ছিন্ন থাকায় আমি কর্মস্থলে আসতে পারছিনা। উদ্ভূত পরিস্থিতি বিবেচনায় আমার সাময়িক অনুপস্থিতি সহানুভুতির দৃষ্টিতে দেখবেন ও পরবর্তী দায়িত্বসমূহের সাথে সমন্বয় করার আবেদন জানান।

এদিকে গত ২৪ মার্চ জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব (প্রশাসন-১) মো. এনামুল হক স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে বলা হয়, মন্ত্রি পরিষদ বিভাগের ২২মার্চ তারিখের সংখ্যক স্মারকের আলোকে করোনাভাইরাস (কোভিড-১৯) প্রতিরোধ ও এর প্রাদুর্ভাবজনিত যেকোন জরুরি পরিস্থিতি মোকাবেলায় প্রয়োজনীয় সহযোগিতা প্রদানের লক্ষ্যে সরকার কর্তৃক ঘোষিত ২৬ মার্চ থেকে ৪ এপ্রিল পর্যন্ত ছুটির সময়ে সকল মন্ত্রণালয়/বিভাগ ও এর আওতাধীন দপ্তর/সংস্থার কর্মকর্তা-কর্মচারীদের নিজ নিজ কর্মস্থল ত্যাগ না করার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

সোমবার দুপুরে মুঠোফোনে জানতে চাইলে মিনজিয়া রহমান এ প্রতিবেদকে বলেন, আমার ১৪ মাস বয়সী বাচ্চা অসুস্থ্য। ঠান্ডা ও জ¦র থাকায় চিকিৎসকরা ১৪দিনের কোয়ারিন্টাইনে থাকতে বলেন। ১৪ দিন পার হওয়ার পর রোববার (৫ এপ্রিল) কর্মস্থলের উদ্দেশ্যে রওয়ানা হয়ে অনেক কষ্টে মানিকগঞ্জের বরংগাইলে পৌছলেও আইনশৃঙ্খলা বাহিনী আটকে দেয়। প্রায় দেড় ঘন্টা অবস্থানের পর অনেক চেষ্টা করেও যেতে না পেরে ঢাকায় ফিরে আসি। এখন এমন পরিস্থিতির মধ্যে বলুন কিভাবে কর্মস্থলে যাব?

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আসিফ মাহমুদ রাজবাড়ীমেইলকে বলেন, এমনিতে চিকিৎসক সংকট রয়েছে। এরমধ্যে বিনা ছুটিতে মিনজিয়া রহমান কর্মস্থল ত্যাগ করে এখন পর্যন্ত যোগদান না করায় তাঁকে ২৫ মার্চ কারণ দর্শাতে নোটিশ দেওয়া হয়। দুই দিন পর ২৮ মার্চ তিনি জবাব দিলেও সন্তোষজনক না হওয়ায় এক-দুইদিনের মধ্যে ফের আরেকটি কারণ দর্শাতে নোটিশ দেওয়া হবে। বিষয়টি উর্দ্বোতন কর্তৃপক্ষকে অবগত করা হয়েছে।

এ প্রসঙ্গে জানতে চাইলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুবায়েত হায়াত রাজবাড়ীমেইলকে বলেন, জনপ্রশাসন মন্ত্রণালয়ের জারিকৃত ছুটি বিষয়ক প্রজ্ঞাপন প্রতিটি দপ্তরে দিয়েছি। কয়েকটি জরুরী প্রতিষ্ঠানের মধ্যে স্বাস্থ্য বিভাগ অতিব গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান। এমন পরিস্থিতির মধ্যে কেউ সরকারি নির্দেশনা অমান্য করলে তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে।

ট্যাগঃ
রিপোর্টারের সম্পর্কে জানুন

Rajbari Mail

জনপ্রিয় পোস্ট

বালিয়াকান্দিতে আনারস প্রতীকের দুই সমর্থকে হাতুড়ী পিটিয়ে জখমের অভিযোগ প্রতিপক্ষের বিরুদ্ধে

গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সঃ বিনা ছুটিতে দীর্ঘদিন অনুপস্থিত এক চিকিৎসক

পোস্ট হয়েছেঃ ০৪:২১:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ এপ্রিল ২০২০

বিশেষ প্রতিনিধিঃ করোনাভাইরাস (কোভিড-১৯) প্রতিরোধ ও এর প্রাদুর্ভাবজনিত যেকোন জরুরি পরিস্থিতি মোকাবেলায় পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সকল সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারীগণের সার্বক্ষনিক কর্মস্থলে উপস্থিত নিশ্চিতকরণের জন্য মন্ত্রী পরিষদ বিভাগের মাঠ প্রশাসন সংস্থাপন অধিশাখা থেকে নির্দেশনা আসলেও রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার ৫১ শয্যা বিশিষ্ট স্বাস্থ্য কমপ্লেক্সের এক চিকিৎসক বিনা ছুটিতে দীর্ঘদিন ধরে অনুপস্থিত রয়েছেন।

মিনজিয়া রহমান নামের ওই চিকিৎসা কর্মকর্তা (সহকারী সার্জন) হিসেবে গোয়ালন্দ উপজেলায় গত বছর ১২ ডিসেম্বর যোগদান করেন। তাঁর এমন অনুপস্থিতির কারণে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আসিফ মাহমুদ ২৫ মার্চ কারণ দর্শাতে নোটিশ প্রদান করেন। মঙ্গলবার পর্যন্ত তিনি কর্মস্থলে উপস্থিত হননি। সরকার ২৬ মার্চ থেকে সাধারণ ছুটি ঘোষণা করা হলেও স্বাস্থ্য বিভাগ এ ছুটির আওতামুক্ত রয়েছে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্র জানায়, স্বাস্থ্য কমপ্লেক্স থেকে গত ২৫ মার্চ জুনিয়র চিকিৎসা কর্মকর্তা মিনজিয়া রহমানের কাছে অনুপস্থিতির বিষয়ে জানতে চেয়ে পাঠানো চিঠিতে বলা হয়, স্বাস্থ্য কমপ্লেক্স কর্তৃপক্ষের বিনাঅনুমতিতে ২১ মার্চ থেকে মিনজিয়া রহমান কর্মস্থলে অনুপস্থিত রয়েছেন। এ বিষয়ে তাঁর ব্যক্তিগত ফোনে কার্যালয়ে আসতে যোগাযোগ করা হলেও তিনি আসতে অপারগতা প্রকাশ করেন। অথচ মন্ত্রী পরিষদ কর্তৃক দেশের সকল সরকারি কর্মকর্তা-কর্মচারীদের ছুটি ও কর্মস্থল ত্যাগের নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এই অনুপস্থিতি সরকারি কর্মচারী শৃঙ্খলা ও আপিল বিধিমালা ২০১৮ এর পরিপন্থি। এমতাবস্থায় কেন বিভাগীয় ব্যবস্থা গ্রহণের জন্য উর্দ্বোতন কর্তৃপক্ষকে অবহিত করা হবে না তার সন্তোষজনক জবাব পত্র জারির ৩ (তিন) কার্যদিবসের মধ্যে নিম্ন স্বাক্ষরকারী দপ্তরে জমা দেয়ার জন্য নির্দেশনা দেওয়া হইল।

গত ২৮ মার্চ স্বাক্ষরিত ই-মেমইলে পাঠানো জবাবে চিকিৎসক মিনজিয়া রহমান জানান, তিনি গোয়ালন্দ উপজেলার দেবগ্রাম ইউনিয়ন উপ-স্বাস্থ্য কেন্দ্রের সহকারি সার্জন হিসেবে কর্মরত রয়েছেন। গত ২১ মার্চ ডে-অফ ছিল। তাঁর ১ বছর ৩মাস বয়সী এক সন্তান আছে। তাঁর অনুপস্থিতিতে সন্তানের দেখভালের জন্য তার মা বাসায় থাকেন। কিন্তু তিনি (মিনজিয়ার মা) ডায়াবেটিস, ক্রনিক কিডনী ডিজিজ, উচ্চরক্ষচাপ ইত্যাদি রোগে ভুগছেন। ৩১ মার্চ রাতে আমার সন্তানের ঠান্ডা-সর্দির সমস্যা শুরু হয়। সে সময় করোনাভাইরাসের প্রাদুর্ভাব বাংলাদেশে শুরু হওয়ায় আমি ও আমার পরিবার অত্যন্ত উদ্বিগ্ন হয়ে পড়ি এবং বাসায় আসি। পরবর্তীতে আমার সন্তানের শিশু বিশেষজ্ঞের সাথে যোগাযোগ করলে উনি আমাকে আশ্বস্ত করেন সন্তান সম্ভবত সাধারণ ঠান্ডা-সর্দির সমস্যায় ভুগছেন। এও সতর্ক করেন যে আমরা যেন হোম কোয়ারেন্টাইনে থাকি। উদ্ভুত পরিস্থিতি আপনাকে (স্বাস্থ্য কর্মকর্তা) মোবাইল ফোনে মৌখিক ভাবে অবগত করি। এমতাবস্থায় আমার সন্তানের ঠান্ডা-সর্দির সমস্যা ২৭ মার্চ থেকে উন্নতি হলে ঢাকার সাথে যোগাযোগ বিচ্ছিন্ন থাকায় আমি কর্মস্থলে আসতে পারছিনা। উদ্ভূত পরিস্থিতি বিবেচনায় আমার সাময়িক অনুপস্থিতি সহানুভুতির দৃষ্টিতে দেখবেন ও পরবর্তী দায়িত্বসমূহের সাথে সমন্বয় করার আবেদন জানান।

এদিকে গত ২৪ মার্চ জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব (প্রশাসন-১) মো. এনামুল হক স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে বলা হয়, মন্ত্রি পরিষদ বিভাগের ২২মার্চ তারিখের সংখ্যক স্মারকের আলোকে করোনাভাইরাস (কোভিড-১৯) প্রতিরোধ ও এর প্রাদুর্ভাবজনিত যেকোন জরুরি পরিস্থিতি মোকাবেলায় প্রয়োজনীয় সহযোগিতা প্রদানের লক্ষ্যে সরকার কর্তৃক ঘোষিত ২৬ মার্চ থেকে ৪ এপ্রিল পর্যন্ত ছুটির সময়ে সকল মন্ত্রণালয়/বিভাগ ও এর আওতাধীন দপ্তর/সংস্থার কর্মকর্তা-কর্মচারীদের নিজ নিজ কর্মস্থল ত্যাগ না করার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

সোমবার দুপুরে মুঠোফোনে জানতে চাইলে মিনজিয়া রহমান এ প্রতিবেদকে বলেন, আমার ১৪ মাস বয়সী বাচ্চা অসুস্থ্য। ঠান্ডা ও জ¦র থাকায় চিকিৎসকরা ১৪দিনের কোয়ারিন্টাইনে থাকতে বলেন। ১৪ দিন পার হওয়ার পর রোববার (৫ এপ্রিল) কর্মস্থলের উদ্দেশ্যে রওয়ানা হয়ে অনেক কষ্টে মানিকগঞ্জের বরংগাইলে পৌছলেও আইনশৃঙ্খলা বাহিনী আটকে দেয়। প্রায় দেড় ঘন্টা অবস্থানের পর অনেক চেষ্টা করেও যেতে না পেরে ঢাকায় ফিরে আসি। এখন এমন পরিস্থিতির মধ্যে বলুন কিভাবে কর্মস্থলে যাব?

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আসিফ মাহমুদ রাজবাড়ীমেইলকে বলেন, এমনিতে চিকিৎসক সংকট রয়েছে। এরমধ্যে বিনা ছুটিতে মিনজিয়া রহমান কর্মস্থল ত্যাগ করে এখন পর্যন্ত যোগদান না করায় তাঁকে ২৫ মার্চ কারণ দর্শাতে নোটিশ দেওয়া হয়। দুই দিন পর ২৮ মার্চ তিনি জবাব দিলেও সন্তোষজনক না হওয়ায় এক-দুইদিনের মধ্যে ফের আরেকটি কারণ দর্শাতে নোটিশ দেওয়া হবে। বিষয়টি উর্দ্বোতন কর্তৃপক্ষকে অবগত করা হয়েছে।

এ প্রসঙ্গে জানতে চাইলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুবায়েত হায়াত রাজবাড়ীমেইলকে বলেন, জনপ্রশাসন মন্ত্রণালয়ের জারিকৃত ছুটি বিষয়ক প্রজ্ঞাপন প্রতিটি দপ্তরে দিয়েছি। কয়েকটি জরুরী প্রতিষ্ঠানের মধ্যে স্বাস্থ্য বিভাগ অতিব গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান। এমন পরিস্থিতির মধ্যে কেউ সরকারি নির্দেশনা অমান্য করলে তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে।