০৩:৪৫ পূর্বাহ্ন, সোমবার, ২০ মে ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ

রাজবাড়ীতে লুট হওয়া ১০ লাখ টাকার সিগারেট গাজীপুরে উদ্ধার, গ্রেপ্তার ৩

ষ্টাফ রিপোর্টারঃ রাজবাড়ী পৌরসভার ভাবানীপুরে অবস্থিত টোবাকো কোম্পানির পরিবেশকের গুদাম থেকে ৪৫ লক্ষাধিক টাকা মূল্যের ডাকাতি হওয়া সিগারেটের একাংশ গাজীপুর জেলার টঙ্গীবাড়ি থেকে উদ্ধার করেছে রাজবাড়ী থানা পুলিশ। একই সাথে তিন জনকে গ্রেপ্তার করেছে।

গ্রেপ্তারকৃতরা হলো গাজীপুর জেলার রায়পুর থানার লুধুয়া গ্রামের নজির আহেমেদের ছেলে হুমায়ুন কবির, ঢাকার আশুলিয়া থানার আনোয়ার হোসেনের ছেলে শাহাবুদ্দিন শাবু ও মুন্সিগঞ্জের শ্রীনগর থানার আব্দুর রশিদ শেখের ছেলে মোতালেব। একই সাথে ডাকাতিকাজে ব্যবহৃত একটি পিকআপ ভ্যানও জব্দ করা হয়েছে।

ডাকাতি হওয়া সিগারেট উদ্ধারের ঘটনায় বুধবার বিকালে রাজবাড়ীর পুলিশ সুপারের সম্মেলন কক্ষে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়। প্রেস ব্রিফিংয়ে পুলিশ সুপার মিজানুর রহমান-পিপিএম জানান, গত ১৯ জুলাই রাত আড়াইটার দিকে চার জন ডাকাত রাজবাড়ীর ভবানীপুরে অবস্থিত ব্রিটিশ আমেরিকান টোবাকো কোম্পানীর পরিবেশকের গুদামে ঢুকে দারোয়ানকে অস্ত্রের মুখে জিম্মি করে মৃত্যুর ভয় দেখিয়ে তার হাত মুখ ও পা বেধে ফেলে। এসময় তার কাছে থাকা মোবাইল ফোন ও ষ্টোর রুমের চাবি নিয়ে ৪৫ লাখ টাকার ব্যানসন, গোল্ডলিফ এবং ষ্টার সিগারেট পিকআপে ডাকাতি করে নিয়ে যায়।

 

এ ঘটনায় রাজবাড়ী সদর থানায় একটি ডাকাতি মামলা হয় এবং পুলিশ তদন্তকাজ শুরু করে। এরই প্রেক্ষিতে মঙ্গলবার রাতে সদর থানার ওসি, এস.আই হিরোণ কুমার বিশ^াস সহ গঙ্গীয় ফোর্স গাজীপুরের টঙ্গীবাজারে অভিযান চালিয়ে মেসার্স নোয়াখালী ট্রেডার্স, মেসার্স মিজি এন্টার প্রাইজ ও রাজিব এন্টার প্রাইজ থেকে ডাকাতি হওয়া সিগারেটের একাংশ উদ্ধার করতে সমর্থ হয়। উদ্ধারকৃত সিগারেটের দাম ১০ লক্ষাধিক টাকা। তবে ৪৫ লক্ষ টাকার সিগারেটের মধ্যে আরো প্রায় ৩৫ লক্ষ টাকার সিগারেট এখনও উদ্ধার হয়নি। বাকি মালামাল উদ্ধার সহ অন্যান্য আসামীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানান পুলিশ সুপার।

প্রেস ব্রিফিংয়ের সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ সালাউদ্দিন, রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার (সদর) ফজলুল করিম, রাজবাড়ী সদর থানার ওসি স্বপন কুমার মজুমদার এবং টোবাকো সিগারেট কোম্পানির পরিবেশক তারিক আহম্মেদ দিপক প্রমুখ।

ট্যাগঃ
রিপোর্টারের সম্পর্কে জানুন

Rajbari Mail

জনপ্রিয় পোস্ট

বালিয়াকান্দিতে আনারস প্রতীকের দুই সমর্থকে হাতুড়ী পিটিয়ে জখমের অভিযোগ প্রতিপক্ষের বিরুদ্ধে

রাজবাড়ীতে লুট হওয়া ১০ লাখ টাকার সিগারেট গাজীপুরে উদ্ধার, গ্রেপ্তার ৩

পোস্ট হয়েছেঃ ০৮:৫১:০২ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২০

ষ্টাফ রিপোর্টারঃ রাজবাড়ী পৌরসভার ভাবানীপুরে অবস্থিত টোবাকো কোম্পানির পরিবেশকের গুদাম থেকে ৪৫ লক্ষাধিক টাকা মূল্যের ডাকাতি হওয়া সিগারেটের একাংশ গাজীপুর জেলার টঙ্গীবাড়ি থেকে উদ্ধার করেছে রাজবাড়ী থানা পুলিশ। একই সাথে তিন জনকে গ্রেপ্তার করেছে।

গ্রেপ্তারকৃতরা হলো গাজীপুর জেলার রায়পুর থানার লুধুয়া গ্রামের নজির আহেমেদের ছেলে হুমায়ুন কবির, ঢাকার আশুলিয়া থানার আনোয়ার হোসেনের ছেলে শাহাবুদ্দিন শাবু ও মুন্সিগঞ্জের শ্রীনগর থানার আব্দুর রশিদ শেখের ছেলে মোতালেব। একই সাথে ডাকাতিকাজে ব্যবহৃত একটি পিকআপ ভ্যানও জব্দ করা হয়েছে।

ডাকাতি হওয়া সিগারেট উদ্ধারের ঘটনায় বুধবার বিকালে রাজবাড়ীর পুলিশ সুপারের সম্মেলন কক্ষে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়। প্রেস ব্রিফিংয়ে পুলিশ সুপার মিজানুর রহমান-পিপিএম জানান, গত ১৯ জুলাই রাত আড়াইটার দিকে চার জন ডাকাত রাজবাড়ীর ভবানীপুরে অবস্থিত ব্রিটিশ আমেরিকান টোবাকো কোম্পানীর পরিবেশকের গুদামে ঢুকে দারোয়ানকে অস্ত্রের মুখে জিম্মি করে মৃত্যুর ভয় দেখিয়ে তার হাত মুখ ও পা বেধে ফেলে। এসময় তার কাছে থাকা মোবাইল ফোন ও ষ্টোর রুমের চাবি নিয়ে ৪৫ লাখ টাকার ব্যানসন, গোল্ডলিফ এবং ষ্টার সিগারেট পিকআপে ডাকাতি করে নিয়ে যায়।

 

এ ঘটনায় রাজবাড়ী সদর থানায় একটি ডাকাতি মামলা হয় এবং পুলিশ তদন্তকাজ শুরু করে। এরই প্রেক্ষিতে মঙ্গলবার রাতে সদর থানার ওসি, এস.আই হিরোণ কুমার বিশ^াস সহ গঙ্গীয় ফোর্স গাজীপুরের টঙ্গীবাজারে অভিযান চালিয়ে মেসার্স নোয়াখালী ট্রেডার্স, মেসার্স মিজি এন্টার প্রাইজ ও রাজিব এন্টার প্রাইজ থেকে ডাকাতি হওয়া সিগারেটের একাংশ উদ্ধার করতে সমর্থ হয়। উদ্ধারকৃত সিগারেটের দাম ১০ লক্ষাধিক টাকা। তবে ৪৫ লক্ষ টাকার সিগারেটের মধ্যে আরো প্রায় ৩৫ লক্ষ টাকার সিগারেট এখনও উদ্ধার হয়নি। বাকি মালামাল উদ্ধার সহ অন্যান্য আসামীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানান পুলিশ সুপার।

প্রেস ব্রিফিংয়ের সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ সালাউদ্দিন, রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার (সদর) ফজলুল করিম, রাজবাড়ী সদর থানার ওসি স্বপন কুমার মজুমদার এবং টোবাকো সিগারেট কোম্পানির পরিবেশক তারিক আহম্মেদ দিপক প্রমুখ।