নিজস্ব প্রতিবেদক, রাজবাড়ীঃ রাজবাড়ীতে বৈষম্যবিরোধী ছাত্র জনতার জুলাইয়ে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলায় জড়িতদের গ্রেপ্তারের দাবীতে আজ সোমবার মানববন্ধন, বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান কেেরছ। রাজবাড়ী জেলা বৈষম্যবিরোধী ছাত্র জনতার ব্যানারে বেলা সাড়ে ১১টায় বিক্ষোভ ও মানববন্ধন শেষে জেলা প্রশাসকের কাছে শিক্ষার্থীরা স্মারকলিপি প্রদান করে।
রাজবাড়ী পৌরসভার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের কয়েকশ শিক্ষার্থী রাজবাড়ী জেলা বৈষম্যবিরোধী ছাত্র জনতার ব্যানারে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে জড়ো হয়ে বিক্ষোভ ও মানববন্ধন করতে থাকে। এসময় শিক্ষার্থীরা রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য, সাবেক রেলমন্ত্রী মো. জিল্লুল হাকিম, রাজবাড়ী-১ আসনের সাবেক সংসদ সদস্য, সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী কাজী কেরামত আলী, কাজী কেরামত আলীর ছোট ভাই জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী ইরাদত আলী ও ঢাকা জেলা জজ আদালতের অবসরপ্রাপ্ত বিচারপতি মো. শামসুল হককে গ্রেপ্তার করে দ্রুত বিচারের আওতায় আনার দাবী জানান।
দুপুর ১২টার দিকে শিক্ষার্থীরা জেলা প্রশাসক আবু কায়সার খান এর কাছে গিয়ে জুলাই মাসে ও ৫ আগষ্ট দিনের প্রথমার্ধে পর্যন্ত রাজবাড়ী জেলায় আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের হামলার তীব্র নিন্দা জানান। হামলা কারীদের বিরুদ্ধে মামলা দায়েরের পরও কেন গ্রেপ্তার করা হচ্ছে না কারণ জানতে চান। এমনকি হামলাকারীদের অনেকে এখনো রাজবাড়ী শহরে দিব্যি প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন। আন্দোলনরত শিক্ষার্থী ও তার পরিবারকে নানাভাবে হুমকি দেওয়া হচ্ছে বলেও অভিযোগ করেন। পরে শিক্ষার্থীরা হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার করে বিচারের আওতায় আনার দাবী জানিয়ে সময় বেধে দেন এবং জেলা প্রশাসক ও পুলিশ সুপারের কাছে স্মারকলিপি পেশ করেন।
তবে জেলা প্রশাসক আবু কায়সার খান শিক্ষার্থীদের দাবীর প্রেক্ষিতে নির্দিষ্ট সময় না দিয়ে অতি দ্রুত সময়ের মধ্যে হামলাকারীদের গ্রেপ্তার করে বিচার করার প্রতিশ্রুতি দেন। এমনকি শিক্ষার্থীদের নতুন দেশ গড়ার স্বপ্ন বাস্তাবায়নে সকল ধরনের সহযোগিতার কথা জানান।