০৬:৩৬ পূর্বাহ্ন, সোমবার, ২০ মে ২০২৪, ৬ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ

আরো ৩০ জনসহ ২০০ পরিবারে সহমর্মিতার ঈদ উপহার পৌছে দিল গোয়ালন্দ বন্ধুসভার

জীবন চক্রবর্তীঃ “ভালোর সাথে, আলোর পথে” এই শ্লোগানকে সামনে রেখে এবার করোনাকালীন সময়ে সহমর্মিতার ঈদ পালনে সচেষ্ট ছিল প্রথম আলো বন্ধুসভা। রাজবাড়ীর গোয়ালন্দে বন্ধুসভার সদস্যদের সার্বিক সহযোগিতায় অসহায় এবং অসচ্ছল পরিবারের মাঝে নগদ অর্থ, ঈদ বাজার ও চাউল বিতরণ করেছে। ঈদের দিন থেকে পরে দুই দিনে আরো ৩০টি পরিবারের মাঝে চাল ও নগদ অর্থ তুলে দিয়েছে। এ নিয়ে এ পর্যন্ত মোট ২০০টি পরিবারের বাড়িতে পৌছে দিয়েছে ঈদ উপহার সামগ্রী।

প্রতি বছরের ন্যায় এবারও বন্ধুসভার সদস্য, শুভাকাঙ্খি এবং প্রবাসী বন্ধুদের সার্বিক সহযোগিতায় ঈদের আগের দিন পর্যন্ত গোয়ালন্দ পৌরসভা সহ উপজেলার উজানচর, দৌলতদিয়া, ছোটভাকলা ইউনিয়নের ১৭০ পরিবারের মাঝে সহমর্মিতার ঈদ উপহার পৌছে দেওয়া হয় অসহায় ও অসচ্ছল পরিবারের বাড়িতে। তাদের চাহিদা মাফিক তুলে দেওয়া হয় চাল অথবা নগদ অর্থ। এর মধ্যে একটি পরিবারের পুরো এক মাসের বাজার সামগ্রী, একজনের চিকিৎসার ব্যায় বহন, ৯৮টি পরিবারকে নগদ ৫০০ করে টাকা বা ১০ কেজি করে চাল প্রদান এবং ১০০টি পরিবারে ঈদ বাজার তুলে দেয়া হয়। ঈদ বাজারের মধ্যে ছিল ১ কেজি উন্নত মানের পোলার চাল, ১ কেজি সয়াবিন তেল, ১ কেজি চিনি, ৫০০ গ্রাম ডাল, ১ প্যাকেট চিকন সেমান, ১ প্যাকেট লাচ্চা সেমাই, ১ প্যাকেট করে গুড়া দুধ, গরম মসল্লা, কিচমিচ, তেজপাতা, জিরাসহ আনুসাঙ্গিক সামগ্রী। এসব সামগ্রী হাতে পেয়ে অনেকে আবেগ আপ্লুত হয়ে পড়েন।

ঈদের আগের দিন ঈদের বাজার পেয়ে আবেগ আপ্লুত হয়ে গৃহকর্মী ফাতেমা বেগম বলেন, স্বামী মিরাজ হোসেন অনেকদিন ধরে করোনার কারণে বেকার হয়ে আছেন। নিজের জমি-ঘর বলতে কিছুই নেই। পৌরসভার কুমড়াকান্দি এলাকায় একটি টিনের ছাপড়া ঘর ৬০০ টাকায় ভাড়া থাকেন। বাড়ি ভাড়া ৬০০ টাকাও তারা পরিশোধ করতে পারছিলেন না। এমন অবস্থায় দুই সপ্তাহ আগে তাদের ঘরে জন্ম নেয় একটি ফুটফুটে কন্যা শিশু সন্তান। নবজাতক সন্তান ও মায়ের যত্ন তাদের হচ্ছে না। সেখানে ঈদের দিন একটু ভালো মন্দ খাবার অনেকটা দুঃস্বপ্নই বটে।

এমন অবস্থায় ঈদের আগের দিন তাদের বাড়িতে হাজির হন গোয়ালন্দ বন্ধুসভার সদস্যরা। নবজাতক সন্তান কোলে অসহায় দাড়িয়ে থাকা ফাতেমার হাতে তুলে দেন সহমর্মিতার ঈদ উপহার ব্যাগভর্তি বাজার। এসময় আনন্দে আত্মহারা হয়ে বলেন,“আপনারা যে কাজটি করেছেন তা পরিবারের অনেকেই করেনা। এই বাজার না পেলে হয়তো ঈদের দিন আমাদের চুলার আগুনও জ¦লতো না। আপনাদের এ ঋন কোনদিন শোধ করতে পারবো না।”

বন্ধুসভার সভাপতি মো. বাবর আলী ও সাধারণ সম্পাদক মাহাফুজ মিলন বলেন, অন্যান্য বছরের ন্যায় এবারও বন্ধুসভার সদস্যদের প্রস্তুতি ছিল। করোনার কারণে পরিবেশ অনুকূলে না থাকায় আমরা সংঘবদ্ধ না হয়ে সতর্কতার সাথে অসহায় মানুষ ও অসচ্ছল মানুষের বাড়ি গিয়ে নগদ আর্থিক সহযোগিতা প্রদান, ঈদ বাজার ও চাল দিয়েছি। সহমর্মিতার ঈদ উপহার হিসেবে ঈদের দিন পর্যন্ত ২০০টি পরিবারে এসব সামগ্রী পৌছে দিয়েছি। সহমর্মিতার ঈদ উপহার কার্যক্রম অব্যাহত থাকবে। –জীবন চক্রবর্তী, সাংগঠনিক সম্পাদক, প্রথম আলো গোয়ালন্দ বন্ধুসভা।

ট্যাগঃ
রিপোর্টারের সম্পর্কে জানুন

Rajbari Mail

জনপ্রিয় পোস্ট

বালিয়াকান্দিতে আনারস প্রতীকের দুই সমর্থকে হাতুড়ী পিটিয়ে জখমের অভিযোগ প্রতিপক্ষের বিরুদ্ধে

আরো ৩০ জনসহ ২০০ পরিবারে সহমর্মিতার ঈদ উপহার পৌছে দিল গোয়ালন্দ বন্ধুসভার

পোস্ট হয়েছেঃ ০৬:৪৭:২২ অপরাহ্ন, শনিবার, ৩০ মে ২০২০

জীবন চক্রবর্তীঃ “ভালোর সাথে, আলোর পথে” এই শ্লোগানকে সামনে রেখে এবার করোনাকালীন সময়ে সহমর্মিতার ঈদ পালনে সচেষ্ট ছিল প্রথম আলো বন্ধুসভা। রাজবাড়ীর গোয়ালন্দে বন্ধুসভার সদস্যদের সার্বিক সহযোগিতায় অসহায় এবং অসচ্ছল পরিবারের মাঝে নগদ অর্থ, ঈদ বাজার ও চাউল বিতরণ করেছে। ঈদের দিন থেকে পরে দুই দিনে আরো ৩০টি পরিবারের মাঝে চাল ও নগদ অর্থ তুলে দিয়েছে। এ নিয়ে এ পর্যন্ত মোট ২০০টি পরিবারের বাড়িতে পৌছে দিয়েছে ঈদ উপহার সামগ্রী।

প্রতি বছরের ন্যায় এবারও বন্ধুসভার সদস্য, শুভাকাঙ্খি এবং প্রবাসী বন্ধুদের সার্বিক সহযোগিতায় ঈদের আগের দিন পর্যন্ত গোয়ালন্দ পৌরসভা সহ উপজেলার উজানচর, দৌলতদিয়া, ছোটভাকলা ইউনিয়নের ১৭০ পরিবারের মাঝে সহমর্মিতার ঈদ উপহার পৌছে দেওয়া হয় অসহায় ও অসচ্ছল পরিবারের বাড়িতে। তাদের চাহিদা মাফিক তুলে দেওয়া হয় চাল অথবা নগদ অর্থ। এর মধ্যে একটি পরিবারের পুরো এক মাসের বাজার সামগ্রী, একজনের চিকিৎসার ব্যায় বহন, ৯৮টি পরিবারকে নগদ ৫০০ করে টাকা বা ১০ কেজি করে চাল প্রদান এবং ১০০টি পরিবারে ঈদ বাজার তুলে দেয়া হয়। ঈদ বাজারের মধ্যে ছিল ১ কেজি উন্নত মানের পোলার চাল, ১ কেজি সয়াবিন তেল, ১ কেজি চিনি, ৫০০ গ্রাম ডাল, ১ প্যাকেট চিকন সেমান, ১ প্যাকেট লাচ্চা সেমাই, ১ প্যাকেট করে গুড়া দুধ, গরম মসল্লা, কিচমিচ, তেজপাতা, জিরাসহ আনুসাঙ্গিক সামগ্রী। এসব সামগ্রী হাতে পেয়ে অনেকে আবেগ আপ্লুত হয়ে পড়েন।

ঈদের আগের দিন ঈদের বাজার পেয়ে আবেগ আপ্লুত হয়ে গৃহকর্মী ফাতেমা বেগম বলেন, স্বামী মিরাজ হোসেন অনেকদিন ধরে করোনার কারণে বেকার হয়ে আছেন। নিজের জমি-ঘর বলতে কিছুই নেই। পৌরসভার কুমড়াকান্দি এলাকায় একটি টিনের ছাপড়া ঘর ৬০০ টাকায় ভাড়া থাকেন। বাড়ি ভাড়া ৬০০ টাকাও তারা পরিশোধ করতে পারছিলেন না। এমন অবস্থায় দুই সপ্তাহ আগে তাদের ঘরে জন্ম নেয় একটি ফুটফুটে কন্যা শিশু সন্তান। নবজাতক সন্তান ও মায়ের যত্ন তাদের হচ্ছে না। সেখানে ঈদের দিন একটু ভালো মন্দ খাবার অনেকটা দুঃস্বপ্নই বটে।

এমন অবস্থায় ঈদের আগের দিন তাদের বাড়িতে হাজির হন গোয়ালন্দ বন্ধুসভার সদস্যরা। নবজাতক সন্তান কোলে অসহায় দাড়িয়ে থাকা ফাতেমার হাতে তুলে দেন সহমর্মিতার ঈদ উপহার ব্যাগভর্তি বাজার। এসময় আনন্দে আত্মহারা হয়ে বলেন,“আপনারা যে কাজটি করেছেন তা পরিবারের অনেকেই করেনা। এই বাজার না পেলে হয়তো ঈদের দিন আমাদের চুলার আগুনও জ¦লতো না। আপনাদের এ ঋন কোনদিন শোধ করতে পারবো না।”

বন্ধুসভার সভাপতি মো. বাবর আলী ও সাধারণ সম্পাদক মাহাফুজ মিলন বলেন, অন্যান্য বছরের ন্যায় এবারও বন্ধুসভার সদস্যদের প্রস্তুতি ছিল। করোনার কারণে পরিবেশ অনুকূলে না থাকায় আমরা সংঘবদ্ধ না হয়ে সতর্কতার সাথে অসহায় মানুষ ও অসচ্ছল মানুষের বাড়ি গিয়ে নগদ আর্থিক সহযোগিতা প্রদান, ঈদ বাজার ও চাল দিয়েছি। সহমর্মিতার ঈদ উপহার হিসেবে ঈদের দিন পর্যন্ত ২০০টি পরিবারে এসব সামগ্রী পৌছে দিয়েছি। সহমর্মিতার ঈদ উপহার কার্যক্রম অব্যাহত থাকবে। –জীবন চক্রবর্তী, সাংগঠনিক সম্পাদক, প্রথম আলো গোয়ালন্দ বন্ধুসভা।