০৮:০৭ পূর্বাহ্ন, সোমবার, ২০ মে ২০২৪, ৬ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ

গোয়ালন্দে জুয়া খেলা অবস্থায় টাকা সহ ৬ জুয়াড়ি আটক

ফিরোজ আহম্মেদ, গোয়ালন্দঃ রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় জুয়া খেলা অবস্থায় ৬ জন জুয়াড়িকে নগদ টাকা ও তাস সহ গ্রেপ্তার করেছে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলো, উপজেলার ইমানখার পাড়ার মৃত গিয়াসের ছেলে খালেক ওরফে বিপ্লব (৩২), আলম বেপারীর ছেলে ফারুক (৩২), সোবান শেখের ছেলে মিলন শেখ (২৫), দক্ষিন দৌলতদিয়া সৈদাল পাড়ার গনি সরদারের ছেলে সাইদুল সরদার (৪০), সোনাউল্লাহ ফকির পাড়ার মৃত খালেক মোল্লার ছেলে মিলন মোল্লা (৩৫), বগুড়ার শাহজাহানপুর থানার চুপিনগর এলাকার মৃত মোহাম্মদ মিয়ার ছেলে বাচ্চু মিয়া (৭০)।

বুধবার (১১ মে) এক এজহার দায়েরের পর বিষয়টি নিশ্চিত করে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ জানায়, বুধবার সকাল ৭ টার দিকে দৌলতদিয়া ঘাট সাইনবোর্ড এলাকার সরো মন্ডলের বোডিং এর ৬ নম্বর কক্ষ থেকে নগদ টাকা ও তাস সহ তাদের গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, গোয়ালন্দ ঘাট থানা পুলিশের একটি দল ঘাট এলাকায় ডিউটিরত ছিলেন। এসময় তারা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন কতিপয় লোক টাকাদিয়ে জুয়া খেলছে। এমন সংবাদের ভিত্তিতে থানা পুলিশ দৌলতদিয়া সাইনবোর্ড এলাকার সরো মন্ডলের বোডিং এর ৬ নম্বর কক্ষে অভিযান চালায়। সেখান থেকে ৬ জন জুয়াড়িকে নগদ টাকা ও তাসসহ গ্রেপ্তার করা হয়।

গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্বপন কুমার মজুমদার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ৬ জন জুয়াড়িকে নগদ টাকা ও তাস সহ গ্রেপ্তার করা হয়েছে। আসামিদের বিরূদ্ধে গোয়ালন্দ ঘাট থানায় মামলা রুজু করে বুধবার দুপুরের পর রাজবাড়ীর বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

ট্যাগঃ
রিপোর্টারের সম্পর্কে জানুন

Rajbari Mail

জনপ্রিয় পোস্ট

বালিয়াকান্দিতে আনারস প্রতীকের দুই সমর্থকে হাতুড়ী পিটিয়ে জখমের অভিযোগ প্রতিপক্ষের বিরুদ্ধে

গোয়ালন্দে জুয়া খেলা অবস্থায় টাকা সহ ৬ জুয়াড়ি আটক

পোস্ট হয়েছেঃ ১২:০২:০৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ মে ২০২২

ফিরোজ আহম্মেদ, গোয়ালন্দঃ রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় জুয়া খেলা অবস্থায় ৬ জন জুয়াড়িকে নগদ টাকা ও তাস সহ গ্রেপ্তার করেছে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলো, উপজেলার ইমানখার পাড়ার মৃত গিয়াসের ছেলে খালেক ওরফে বিপ্লব (৩২), আলম বেপারীর ছেলে ফারুক (৩২), সোবান শেখের ছেলে মিলন শেখ (২৫), দক্ষিন দৌলতদিয়া সৈদাল পাড়ার গনি সরদারের ছেলে সাইদুল সরদার (৪০), সোনাউল্লাহ ফকির পাড়ার মৃত খালেক মোল্লার ছেলে মিলন মোল্লা (৩৫), বগুড়ার শাহজাহানপুর থানার চুপিনগর এলাকার মৃত মোহাম্মদ মিয়ার ছেলে বাচ্চু মিয়া (৭০)।

বুধবার (১১ মে) এক এজহার দায়েরের পর বিষয়টি নিশ্চিত করে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ জানায়, বুধবার সকাল ৭ টার দিকে দৌলতদিয়া ঘাট সাইনবোর্ড এলাকার সরো মন্ডলের বোডিং এর ৬ নম্বর কক্ষ থেকে নগদ টাকা ও তাস সহ তাদের গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, গোয়ালন্দ ঘাট থানা পুলিশের একটি দল ঘাট এলাকায় ডিউটিরত ছিলেন। এসময় তারা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন কতিপয় লোক টাকাদিয়ে জুয়া খেলছে। এমন সংবাদের ভিত্তিতে থানা পুলিশ দৌলতদিয়া সাইনবোর্ড এলাকার সরো মন্ডলের বোডিং এর ৬ নম্বর কক্ষে অভিযান চালায়। সেখান থেকে ৬ জন জুয়াড়িকে নগদ টাকা ও তাসসহ গ্রেপ্তার করা হয়।

গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্বপন কুমার মজুমদার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ৬ জন জুয়াড়িকে নগদ টাকা ও তাস সহ গ্রেপ্তার করা হয়েছে। আসামিদের বিরূদ্ধে গোয়ালন্দ ঘাট থানায় মামলা রুজু করে বুধবার দুপুরের পর রাজবাড়ীর বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।