০৭:৪২ পূর্বাহ্ন, সোমবার, ২০ মে ২০২৪, ৬ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ

মকবুলের দোকানে আইন-শৃঙ্খলা বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত

মইনুল হক মৃধা, গোয়ালন্দঃ রাজবাড়ী সদর উপজেলার খানখানাপুর ইউনিয়নের মকবুলের দোকান সংলগ্ন ৮নং ওয়ার্ডের চর ধোপাখালি (আলী জাকের সমসের ডাবলু মোল্লার বাড়ির আঙ্গিনায়) আইন-শৃঙ্খলা সংক্রান্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৯ আগস্ট) বিকালে খানখানাপুর ইউনিয়ন আওয়ামী লীগ এবং এলাকাবাসীর আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।

এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  জেলা অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল মো. ইফতেখারুজ্জামান।

সভায় খানখানাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. আমীর আলী মোল্লার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শেখ মো. ফরহাদ নান্নু’র সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) স্বপন কুমার মজুমদার, রাজবাড়ী সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শাহাদাত হোসেন, খানখানাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান একেএম ইকবাল হোসেন, জেলা যুবলীগ সভাপতি মো. শওকত হাসান, মোস্তফা মেটাল ইন্ডাস্ট্রিজ এর পরিচালক মো. সেলিম মুন্সীসহ অত্র এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, এলাকার বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ প্রমুখ।

আলোচনা সভায় বক্তারা বলেন, মাদকের ভয়াবহতা থেকে যুবসমাজকে রক্ষার জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন। মাদকের বিরুদ্ধে সবাইকে সোচ্চার হতে হবে। সরকার মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণা করেছে। যুবকরাই দেশের প্রধান চালিকাশক্তি। মাদক থেকে যুবসমাজকে দূরে রাখতে হবে। দেশ গঠনে যুবকরাই সহায়ক ভূমিকা রাখতে পারে।

বক্তারা আরও বলেন, যারা মাদকদ্রব্য ক্রয়, বিক্রয় ও সেবন করে তারা সকলেই মাদক সংশ্লিষ্ট অপরাধের সঙ্গে জড়িত। তাদের আইনের আওতায় এনে বিচারের মুখোমুখি করতে হবে। মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে শিক্ষক, অভিভাবক, শিক্ষার্থীসহ সংশ্লিষ্টদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

প্রধান অতিথির বক্তব্য অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল মো. ইফতেখারুজ্জামান বলেন, এলাকায় যে কোন অপরাধীদের আইনের আওতায় আনতে আপনারা আমাদেরকে সহযোগিতা করুন। পুলিশের পাশাপাশি জনগণেরও অনেক দায়িত্ব রয়েছে। এলাকা যারা মাদক সেবন, বিক্রি করছে তাদেরকে আপনারা ধরে আমাদেরকে খবর দিন আমরা সঙ্গে সঙ্গে চলে আসবো। আপনারা আমাদেরকে সঠিক তথ্য দিলে আমরা তাদেরকে চিহ্নিত করে গ্রেফতার করবো।

তিনি সর্বশেষ সভায় জনগণের মাঝে রাজবাড়ী জেলা পুলিশ কর্মকর্তাদের মোবাইল নাম্বার সম্বলিত কার্ড তুলে দেন এবং বলেন আপনাদের জন্য আমাদের দরজা সবসময় খোলা থাকবে, যে কোন মুহুর্তে আপনারা আমাদেরকে ফোন দিয়ে তথ্য দিন, সহযোগিতা করুন।

ট্যাগঃ
রিপোর্টারের সম্পর্কে জানুন

Rajbari Mail

জনপ্রিয় পোস্ট

বালিয়াকান্দিতে আনারস প্রতীকের দুই সমর্থকে হাতুড়ী পিটিয়ে জখমের অভিযোগ প্রতিপক্ষের বিরুদ্ধে

মকবুলের দোকানে আইন-শৃঙ্খলা বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত

পোস্ট হয়েছেঃ ০৬:১৬:০৬ অপরাহ্ন, বুধবার, ৩০ অগাস্ট ২০২৩

মইনুল হক মৃধা, গোয়ালন্দঃ রাজবাড়ী সদর উপজেলার খানখানাপুর ইউনিয়নের মকবুলের দোকান সংলগ্ন ৮নং ওয়ার্ডের চর ধোপাখালি (আলী জাকের সমসের ডাবলু মোল্লার বাড়ির আঙ্গিনায়) আইন-শৃঙ্খলা সংক্রান্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৯ আগস্ট) বিকালে খানখানাপুর ইউনিয়ন আওয়ামী লীগ এবং এলাকাবাসীর আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।

এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  জেলা অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল মো. ইফতেখারুজ্জামান।

সভায় খানখানাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. আমীর আলী মোল্লার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শেখ মো. ফরহাদ নান্নু’র সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) স্বপন কুমার মজুমদার, রাজবাড়ী সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শাহাদাত হোসেন, খানখানাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান একেএম ইকবাল হোসেন, জেলা যুবলীগ সভাপতি মো. শওকত হাসান, মোস্তফা মেটাল ইন্ডাস্ট্রিজ এর পরিচালক মো. সেলিম মুন্সীসহ অত্র এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, এলাকার বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ প্রমুখ।

আলোচনা সভায় বক্তারা বলেন, মাদকের ভয়াবহতা থেকে যুবসমাজকে রক্ষার জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন। মাদকের বিরুদ্ধে সবাইকে সোচ্চার হতে হবে। সরকার মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণা করেছে। যুবকরাই দেশের প্রধান চালিকাশক্তি। মাদক থেকে যুবসমাজকে দূরে রাখতে হবে। দেশ গঠনে যুবকরাই সহায়ক ভূমিকা রাখতে পারে।

বক্তারা আরও বলেন, যারা মাদকদ্রব্য ক্রয়, বিক্রয় ও সেবন করে তারা সকলেই মাদক সংশ্লিষ্ট অপরাধের সঙ্গে জড়িত। তাদের আইনের আওতায় এনে বিচারের মুখোমুখি করতে হবে। মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে শিক্ষক, অভিভাবক, শিক্ষার্থীসহ সংশ্লিষ্টদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

প্রধান অতিথির বক্তব্য অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল মো. ইফতেখারুজ্জামান বলেন, এলাকায় যে কোন অপরাধীদের আইনের আওতায় আনতে আপনারা আমাদেরকে সহযোগিতা করুন। পুলিশের পাশাপাশি জনগণেরও অনেক দায়িত্ব রয়েছে। এলাকা যারা মাদক সেবন, বিক্রি করছে তাদেরকে আপনারা ধরে আমাদেরকে খবর দিন আমরা সঙ্গে সঙ্গে চলে আসবো। আপনারা আমাদেরকে সঠিক তথ্য দিলে আমরা তাদেরকে চিহ্নিত করে গ্রেফতার করবো।

তিনি সর্বশেষ সভায় জনগণের মাঝে রাজবাড়ী জেলা পুলিশ কর্মকর্তাদের মোবাইল নাম্বার সম্বলিত কার্ড তুলে দেন এবং বলেন আপনাদের জন্য আমাদের দরজা সবসময় খোলা থাকবে, যে কোন মুহুর্তে আপনারা আমাদেরকে ফোন দিয়ে তথ্য দিন, সহযোগিতা করুন।