০৫:১৫ পূর্বাহ্ন, সোমবার, ২০ মে ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ

গোয়ালন্দে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

রাজবাড়ীমেইল ডেস্কঃ রাজবাড়ীর গোয়ালন্দ ঘাট থানা পুলিশ উপজেলার দৌলতদিয়া ক্যানাল ঘাট এলাকা থেকে অজ্ঞাত এক যুবকের (৩৫) লাশ উদ্ধার করেছে। স্থানীয় ও পুলিশের ভাষ্যমতে সে মানসিক ভারসাম্যহীন ছিলেন। শনিবার সন্ধ্যার পর একাই মারা যান। পরে স্থানীয়দের থেকে খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করেন।

স্থানীয় বাসিন্দা ও দৌলতদিয়া মডেল হাই স্কুলের প্রধান শিক্ষক মো. সহিদুল ইসলাম জানান, ১০-১২ দিন আগে অজ্ঞাত ওই যুবককে দৌলতদিয়া ঘাট এলাকা দিয়ে ঘোরাফেরা করতে দেখেন। ২-৩ দিন ধরে মানসিক ভারসাম্যহীন (পাগল) ওই যুবককে তিনি বাড়ির সামনে দৌলতদিয়া ক্যানালঘাট সংলগ্ন ঢাকা-খুলনা মহাসড়কের পাশে স্থানয়ী সাইদ সরদারের কসমেটিক্স দোকানের বারান্দায় পড়ে থাকতে দেখেন। শনিবার সন্ধ্যার দিকে স্থানীয় লোকজনের ভিড় দেখে তিনিও এগিয়ে যান। গিয়ে দেখতেপান ওই যুবক মারা গেছে। ঘাট এলাকার সকল খাবারের দোকান বা হোটেল বন্ধ থাকায় অনেকটা দুর্ভোগের মধ্যে ছিল। তবে প্রকৃতপক্ষে কি কারণে সে মারা গেছে কেউ বলতে পারেননি।

সংবাদের সত্যতা নিশ্চিত করে গোয়ালন্দ ঘাট থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মুহাম্মদ আব্দুল্লাহ আল-তায়াবীর রাজবাড়ী মেইল ডটকমকে বলেন, শনিবার সন্ধ্যার সাতটার দিকে তারা খবর পেয়ে ঘটনাস্থল থেকে অজ্ঞাত ওই যুবকের লাশ উদ্ধার করেন। তার পরিচয় নিশ্চিত না হওয়ায় রাতেই তারা লাশের ময়না তদন্তের জন্য রাজবাড়ী সদর হাসপাতালের মর্গে প্রেরণ করেন। তবে এলাকাবাসীর ভাষ্যমতে সে মানসিক ভারসাম্যহীন ছিলেন।

তিনি আরো বলেন, অজ্ঞাত মানসিক ভারসাম্যহীন ওই যুবক দীর্ঘদিন ধরে অসুস্থ্য ছিল। এছাড়া খাওয়া-দাওয়ার অভাব এবং অপুষ্টিজনিত কারণে তার মৃত্যু হতে পারে বলে তিনি ধারণা করছেন। এ ঘটনায় গোয়ালন্দ ঘাট থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের হয়েছে। যেহেতু লাশের পরিচয় পাওয়া যায়নি তাই ময়না তদন্ত শেষে লাশ রাজবাড়ীর আঞ্জুমান মফিদুল ইসলামের কাছে হস্তান্তর করতে বলা হয়েছে।

ট্যাগঃ
রিপোর্টারের সম্পর্কে জানুন

Rajbari Mail

জনপ্রিয় পোস্ট

বালিয়াকান্দিতে আনারস প্রতীকের দুই সমর্থকে হাতুড়ী পিটিয়ে জখমের অভিযোগ প্রতিপক্ষের বিরুদ্ধে

গোয়ালন্দে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

পোস্ট হয়েছেঃ ০৬:২০:৪৫ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২০

রাজবাড়ীমেইল ডেস্কঃ রাজবাড়ীর গোয়ালন্দ ঘাট থানা পুলিশ উপজেলার দৌলতদিয়া ক্যানাল ঘাট এলাকা থেকে অজ্ঞাত এক যুবকের (৩৫) লাশ উদ্ধার করেছে। স্থানীয় ও পুলিশের ভাষ্যমতে সে মানসিক ভারসাম্যহীন ছিলেন। শনিবার সন্ধ্যার পর একাই মারা যান। পরে স্থানীয়দের থেকে খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করেন।

স্থানীয় বাসিন্দা ও দৌলতদিয়া মডেল হাই স্কুলের প্রধান শিক্ষক মো. সহিদুল ইসলাম জানান, ১০-১২ দিন আগে অজ্ঞাত ওই যুবককে দৌলতদিয়া ঘাট এলাকা দিয়ে ঘোরাফেরা করতে দেখেন। ২-৩ দিন ধরে মানসিক ভারসাম্যহীন (পাগল) ওই যুবককে তিনি বাড়ির সামনে দৌলতদিয়া ক্যানালঘাট সংলগ্ন ঢাকা-খুলনা মহাসড়কের পাশে স্থানয়ী সাইদ সরদারের কসমেটিক্স দোকানের বারান্দায় পড়ে থাকতে দেখেন। শনিবার সন্ধ্যার দিকে স্থানীয় লোকজনের ভিড় দেখে তিনিও এগিয়ে যান। গিয়ে দেখতেপান ওই যুবক মারা গেছে। ঘাট এলাকার সকল খাবারের দোকান বা হোটেল বন্ধ থাকায় অনেকটা দুর্ভোগের মধ্যে ছিল। তবে প্রকৃতপক্ষে কি কারণে সে মারা গেছে কেউ বলতে পারেননি।

সংবাদের সত্যতা নিশ্চিত করে গোয়ালন্দ ঘাট থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মুহাম্মদ আব্দুল্লাহ আল-তায়াবীর রাজবাড়ী মেইল ডটকমকে বলেন, শনিবার সন্ধ্যার সাতটার দিকে তারা খবর পেয়ে ঘটনাস্থল থেকে অজ্ঞাত ওই যুবকের লাশ উদ্ধার করেন। তার পরিচয় নিশ্চিত না হওয়ায় রাতেই তারা লাশের ময়না তদন্তের জন্য রাজবাড়ী সদর হাসপাতালের মর্গে প্রেরণ করেন। তবে এলাকাবাসীর ভাষ্যমতে সে মানসিক ভারসাম্যহীন ছিলেন।

তিনি আরো বলেন, অজ্ঞাত মানসিক ভারসাম্যহীন ওই যুবক দীর্ঘদিন ধরে অসুস্থ্য ছিল। এছাড়া খাওয়া-দাওয়ার অভাব এবং অপুষ্টিজনিত কারণে তার মৃত্যু হতে পারে বলে তিনি ধারণা করছেন। এ ঘটনায় গোয়ালন্দ ঘাট থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের হয়েছে। যেহেতু লাশের পরিচয় পাওয়া যায়নি তাই ময়না তদন্ত শেষে লাশ রাজবাড়ীর আঞ্জুমান মফিদুল ইসলামের কাছে হস্তান্তর করতে বলা হয়েছে।