০৫:৪৪ পূর্বাহ্ন, সোমবার, ২০ মে ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ

মনোনয়নপত্র প্রত্যাহার করলেন তিন বারের মেয়র শেখ মো. নিজাম

ফিরোজ আহমেদ, গোয়ালন্দঃ আগামী ১৪ ফেব্রুয়ারী অনুষ্ঠিতব্য রাজবাড়ীর গোয়ালন্দ পৌরসভা নির্বাচনে মেয়র প্রার্থী, তিনবারের নির্বাচিত মেয়র শেখ মো. নিজাম নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন। মঙ্গলবার (২৬ জনুয়ারি) গোয়ালন্দ পৌরসভা নির্বাচনের মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন। দুপুরের দিকে উপজেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা নিজাম উদ্দীন আহমেদ এর কাছে তিনি তার প্রত্যাহারপত্র জমা দেন।

তবে তার আপন ছোট ভাই শেখ মো. নজরুল মনোনয়নপত্র প্রত্যাহার করেননি। তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বীতা করছেন। এর আগে শেখ মো. নজরুল আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পেতে পৌর আওয়ামী লীগ বরাবর আবেদন করেছিলেন। তৃণমুল নেতাকর্মীদের ভোটাভুটিতে মাত্র ১ ভোট পেয়েছিলেন। তাই তার নাম কেন্দ্রীয় আ.লীগে পাঠানো হয়েছিল না। মঙ্গলবার বেলা ১১টার দিকে রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য ও সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী কাজী কেরামত আলীর সাথে গোয়ালন্দ প্রপার হাই স্কুলের নতুন ভবন উদ্বোধন অনুষ্ঠানে অংশ গ্রহণ করেন পৌরসভার মেয়র। এমপির সাথে আলাপ আলোচনা করে মনোনয়নপত্র প্রত্যাহারের ঘোষণা দেন তিনি। এ সময় তিনি জানান, কেন্দ্রের নির্দেশেই এ সিদ্ধান্ত নিয়েছেন।

শেখ মো. নিজাম বলেন, জনগণের মাঝে আমার জনপ্রিয়তা থাকা সত্ত্বেও দলের নির্দেশক্রমে আমার মেয়র পদে দাখিলকৃত মনোনয়নপত্র প্রত্যাহার করে নিচ্ছি। এখানে ভুল বোঝাবুঝির অবকাশ নেই। আশা করি, সবাই ব্যাপারটিকে সুন্দর দৃষ্টিতে দেখবেন। তিনি জোর দিয়ে বলেন, প্রার্থিতা প্রত্যাহারের বিষয়ে কোনও চাপ নেই। দলীয় নেতাদের সঙ্গে আলোচনা করেছি, তারা বলেছেন নির্বাচন না করার জন্য। প্রসঙ্গত, আগামী ১৪ ফেব্রুয়ারি ব্যালটের মাধ্যমে গোয়ালন্দ পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হবে। মেয়র পদে মনোনয়ন জমাদানকৃত চার প্রার্থীর মনোনয়নপত্র বৈধ হয়েছে।

ট্যাগঃ
রিপোর্টারের সম্পর্কে জানুন

Rajbari Mail

জনপ্রিয় পোস্ট

বালিয়াকান্দিতে আনারস প্রতীকের দুই সমর্থকে হাতুড়ী পিটিয়ে জখমের অভিযোগ প্রতিপক্ষের বিরুদ্ধে

মনোনয়নপত্র প্রত্যাহার করলেন তিন বারের মেয়র শেখ মো. নিজাম

পোস্ট হয়েছেঃ ১০:২৬:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ জানুয়ারী ২০২১

ফিরোজ আহমেদ, গোয়ালন্দঃ আগামী ১৪ ফেব্রুয়ারী অনুষ্ঠিতব্য রাজবাড়ীর গোয়ালন্দ পৌরসভা নির্বাচনে মেয়র প্রার্থী, তিনবারের নির্বাচিত মেয়র শেখ মো. নিজাম নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন। মঙ্গলবার (২৬ জনুয়ারি) গোয়ালন্দ পৌরসভা নির্বাচনের মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন। দুপুরের দিকে উপজেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা নিজাম উদ্দীন আহমেদ এর কাছে তিনি তার প্রত্যাহারপত্র জমা দেন।

তবে তার আপন ছোট ভাই শেখ মো. নজরুল মনোনয়নপত্র প্রত্যাহার করেননি। তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বীতা করছেন। এর আগে শেখ মো. নজরুল আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পেতে পৌর আওয়ামী লীগ বরাবর আবেদন করেছিলেন। তৃণমুল নেতাকর্মীদের ভোটাভুটিতে মাত্র ১ ভোট পেয়েছিলেন। তাই তার নাম কেন্দ্রীয় আ.লীগে পাঠানো হয়েছিল না। মঙ্গলবার বেলা ১১টার দিকে রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য ও সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী কাজী কেরামত আলীর সাথে গোয়ালন্দ প্রপার হাই স্কুলের নতুন ভবন উদ্বোধন অনুষ্ঠানে অংশ গ্রহণ করেন পৌরসভার মেয়র। এমপির সাথে আলাপ আলোচনা করে মনোনয়নপত্র প্রত্যাহারের ঘোষণা দেন তিনি। এ সময় তিনি জানান, কেন্দ্রের নির্দেশেই এ সিদ্ধান্ত নিয়েছেন।

শেখ মো. নিজাম বলেন, জনগণের মাঝে আমার জনপ্রিয়তা থাকা সত্ত্বেও দলের নির্দেশক্রমে আমার মেয়র পদে দাখিলকৃত মনোনয়নপত্র প্রত্যাহার করে নিচ্ছি। এখানে ভুল বোঝাবুঝির অবকাশ নেই। আশা করি, সবাই ব্যাপারটিকে সুন্দর দৃষ্টিতে দেখবেন। তিনি জোর দিয়ে বলেন, প্রার্থিতা প্রত্যাহারের বিষয়ে কোনও চাপ নেই। দলীয় নেতাদের সঙ্গে আলোচনা করেছি, তারা বলেছেন নির্বাচন না করার জন্য। প্রসঙ্গত, আগামী ১৪ ফেব্রুয়ারি ব্যালটের মাধ্যমে গোয়ালন্দ পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হবে। মেয়র পদে মনোনয়ন জমাদানকৃত চার প্রার্থীর মনোনয়নপত্র বৈধ হয়েছে।