০৩:৪৬ পূর্বাহ্ন, সোমবার, ২০ মে ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ

রাজবাড়ীতে বিষপানে পুলিশ কনস্টেবলের আত্মহত্যা

হেলাল মাহমুদঃ রাজবাড়ীতে পারিবারিক কলহের জেরে জেলা প্রশাসকের (ডিসি) বাসভবনের নিরাপত্তায় নিয়োজিত থাকা বাবুল হোসেন (২২) নামের এক পুলিশ কনস্টেবল বিষপান করে আত্মহত্যা করেছে। মঙ্গলবার ভোররাতে এ ঘটনা ঘটলেও দুপুরে বিষয়টি জানাজানি হয়। নিহত পুলিশ কনস্টেবলের বাবুল হোসেন ফরিদপুরের বোয়ালমারী উপজেলার মকিমপুর ভীনপুর গ্রামের আবুল কাসেম শেখের ছেলে। তার দুই স্ত্রী এবং তিন বছর বয়সী একটি কন্যা সন্তান রয়েছে।

রাজবাড়ী সদর হাসপাতাল সূত্রে জানা গেছে, সোমবার দিবাগত রাত দুইটার দিকে পুলিশ কনস্টেবল বাবুল হোসেনকে বিষপান করা অবস্থায় হাসপাতালে আনা হয়। সেখানে স্টমাক (পাকস্থলী) ওয়াশ করার পর চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। ওই সময় তাইরান নামে একজন চিকিৎসক হাসপাতালের জরুরী বিভাগের দায়িত্বে ছিলেন।

নিহতের প্রথম স্ত্রী তানজিলা জানান, ৪ বছর আগে তাদের বিয়ে হয়। তাদের ৩ বছর বয়সী একটি মেয়ে আছে। কয়েক মাস আগে পাংশার সাথী নামে একটি মেয়ের সাথে তার স্বামীর সম্পর্ক হওয়ার পর প্রায় ৫-৬ মাস ধরে তাদের সম্পর্কের অবনিত চলছিল। যোগাযোগ প্রায় বিচ্ছিন্ন ছিল। দেড় মাস আগে তার স্বামী ওই মেয়েকে দ্বিতীয় বিয়ে করে। এ নিয়ে তাদের মধ্যে অশান্তির সৃষ্টি হয়। হঠাৎ রাতে ফোন পান সে বিষপান করে আত্মহত্যা করেছে। এখন এই শিশু মেয়ে ও তার কী হবে ?

রাজবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্বপন কুমার মজুমদার জানান, পারিবারিক কলোহের জের ধরে আত্মহত্যা করে থাকতে পারে বলে তারা ধারণা করছেন।

রাজবাড়ীর অতিরিক্ত জেলা ম্যাজিষ্টেট মো. আব্দুল্লাহ আল মামুন বলেন, যেহেতু থানায় অপমৃত্যু (ইউডি) মামলা হয়েছে। সে কারনে পুলিশের তদন্ত সাপেক্ষে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি।

ট্যাগঃ
রিপোর্টারের সম্পর্কে জানুন

Rajbari Mail

জনপ্রিয় পোস্ট

বালিয়াকান্দিতে আনারস প্রতীকের দুই সমর্থকে হাতুড়ী পিটিয়ে জখমের অভিযোগ প্রতিপক্ষের বিরুদ্ধে

রাজবাড়ীতে বিষপানে পুলিশ কনস্টেবলের আত্মহত্যা

পোস্ট হয়েছেঃ ০২:১৬:৫৬ অপরাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২০

হেলাল মাহমুদঃ রাজবাড়ীতে পারিবারিক কলহের জেরে জেলা প্রশাসকের (ডিসি) বাসভবনের নিরাপত্তায় নিয়োজিত থাকা বাবুল হোসেন (২২) নামের এক পুলিশ কনস্টেবল বিষপান করে আত্মহত্যা করেছে। মঙ্গলবার ভোররাতে এ ঘটনা ঘটলেও দুপুরে বিষয়টি জানাজানি হয়। নিহত পুলিশ কনস্টেবলের বাবুল হোসেন ফরিদপুরের বোয়ালমারী উপজেলার মকিমপুর ভীনপুর গ্রামের আবুল কাসেম শেখের ছেলে। তার দুই স্ত্রী এবং তিন বছর বয়সী একটি কন্যা সন্তান রয়েছে।

রাজবাড়ী সদর হাসপাতাল সূত্রে জানা গেছে, সোমবার দিবাগত রাত দুইটার দিকে পুলিশ কনস্টেবল বাবুল হোসেনকে বিষপান করা অবস্থায় হাসপাতালে আনা হয়। সেখানে স্টমাক (পাকস্থলী) ওয়াশ করার পর চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। ওই সময় তাইরান নামে একজন চিকিৎসক হাসপাতালের জরুরী বিভাগের দায়িত্বে ছিলেন।

নিহতের প্রথম স্ত্রী তানজিলা জানান, ৪ বছর আগে তাদের বিয়ে হয়। তাদের ৩ বছর বয়সী একটি মেয়ে আছে। কয়েক মাস আগে পাংশার সাথী নামে একটি মেয়ের সাথে তার স্বামীর সম্পর্ক হওয়ার পর প্রায় ৫-৬ মাস ধরে তাদের সম্পর্কের অবনিত চলছিল। যোগাযোগ প্রায় বিচ্ছিন্ন ছিল। দেড় মাস আগে তার স্বামী ওই মেয়েকে দ্বিতীয় বিয়ে করে। এ নিয়ে তাদের মধ্যে অশান্তির সৃষ্টি হয়। হঠাৎ রাতে ফোন পান সে বিষপান করে আত্মহত্যা করেছে। এখন এই শিশু মেয়ে ও তার কী হবে ?

রাজবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্বপন কুমার মজুমদার জানান, পারিবারিক কলোহের জের ধরে আত্মহত্যা করে থাকতে পারে বলে তারা ধারণা করছেন।

রাজবাড়ীর অতিরিক্ত জেলা ম্যাজিষ্টেট মো. আব্দুল্লাহ আল মামুন বলেন, যেহেতু থানায় অপমৃত্যু (ইউডি) মামলা হয়েছে। সে কারনে পুলিশের তদন্ত সাপেক্ষে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি।