০৫:৩১ পূর্বাহ্ন, সোমবার, ২০ মে ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ

র‌্যাবের অভিযানে গোয়ালন্দে অজ্ঞান পার্টির ৫ সদস্য গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, গোয়ালন্দঃ র‌্যাব-৮ ফরিদপুর ক্যাম্পের একটি দল রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ঘাট এলাকায় অভিযান চালিয়ে অজ্ঞান পার্টির পাঁচ সদস্যকে গ্রেপ্তার করেছে। মঙ্গলবার ফরিদপুর র‌্যাব-৮ ক্যাম্পে আয়োজিত সংবাদ সন্মেলনের মাধ্যমে এ তথ্য নিশ্চিত করা হয়।

সম্মেলনে বলা হয়, ঈদ-উল আযহাকে কেন্দ্র করে অজ্ঞান পার্টির একটি চক্র সক্রিয় হয়ে উঠেছে। এ ধরনের গোপন সংবাদের ভিত্তিতে ফরিদপুর র‌্যাব-৮ এর ক্যাম্প কমান্ডার পুলিশ সুপার মো. শফিকুল ইসলামের নেতৃত্বে মঙ্গলবার (২৮ জুন) ভোরের দিকে গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ঘাট এলাকায় অভিযান চালায়। এসময় দৌলতদিয়া ঘাট এলাকা থেকে  অজ্ঞান পার্টি চক্রের ৫ সদস্যকে আটক করা হয়।

আটককৃতরা হলো খুলনার খালিশপুর উপজেলার মৃত হাফিজ খানের ছেলে মোঃ মাসুদ খাঁন (৪০), দাকোপ উপজেলার গুনারী গ্রামের মুক্তার মীরের ছেলে আলমগীর মীর, ডুমুরিয়া উপজেলার রাজাপুর গ্রামের  আমজাদ গাজীর ছেলে মোঃ রিপন গাজী (৩০) ও মোঃ লিটন গাজী (২৮) এবং জামালপুর জেলার সরিষাবাড়ি উপজেলার আব্দুল মান্নান মন্ডলের ছেলে মোঃ কিরা মিয়া (৩৮)। আটককৃত ব্যক্তিদের কাছ থেকে কয়েকটি মোবাইল এবং মানুষকে অজ্ঞান করার বিভিন্ন সামগ্রী জব্দ করা হয়।

র‌্যাব-৮ ফরিদপুর ক্যাম্পের অতিরিক্ত পুলিশ সুপার মো. খোরশেদ আলম বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, চক্রটি সড়ক-মহাসড়কে চলাচলরত বাসে যাত্রীবেশে উঠে সাধারণ যাত্রী এবং গরু ব্যাবসায়ীদের অজ্ঞান করে মোবাইল ফোন, টাকা-পয়সা, স্বর্ণালংকারসহ মূল্যবান সামগ্রী হাতিয়ে নিত । এমন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার সকালে দৌলতদিয়া ঘাট এলাকার একটি আবাসিক বোডিং থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে থানায় একাধিক বিভিন্ন ধরনের ডাকাতি, দূস্যতা সহ নানা অপরাধ কর্মকান্ডে জড়িত থাকায় মামলা রয়েছে।

গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্বপন কুমার মজুমদার জানান, এ ঘটনায় র‌্যাব বাদী মঙ্গলবার বিকেলে গোয়ালন্দ ঘাট থানায় একটি মামলা দায়ের করেছে। মামলার আনুসাঙ্গিক কার্যক্রম শেষ করে আগামীকাল শনিবার সকালে আসামীদের রাজবাড়ীর আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হবে।

ট্যাগঃ
রিপোর্টারের সম্পর্কে জানুন

Rajbari Mail

জনপ্রিয় পোস্ট

বালিয়াকান্দিতে আনারস প্রতীকের দুই সমর্থকে হাতুড়ী পিটিয়ে জখমের অভিযোগ প্রতিপক্ষের বিরুদ্ধে

র‌্যাবের অভিযানে গোয়ালন্দে অজ্ঞান পার্টির ৫ সদস্য গ্রেপ্তার

পোস্ট হয়েছেঃ ১১:১১:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুন ২০২২

নিজস্ব প্রতিবেদক, গোয়ালন্দঃ র‌্যাব-৮ ফরিদপুর ক্যাম্পের একটি দল রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ঘাট এলাকায় অভিযান চালিয়ে অজ্ঞান পার্টির পাঁচ সদস্যকে গ্রেপ্তার করেছে। মঙ্গলবার ফরিদপুর র‌্যাব-৮ ক্যাম্পে আয়োজিত সংবাদ সন্মেলনের মাধ্যমে এ তথ্য নিশ্চিত করা হয়।

সম্মেলনে বলা হয়, ঈদ-উল আযহাকে কেন্দ্র করে অজ্ঞান পার্টির একটি চক্র সক্রিয় হয়ে উঠেছে। এ ধরনের গোপন সংবাদের ভিত্তিতে ফরিদপুর র‌্যাব-৮ এর ক্যাম্প কমান্ডার পুলিশ সুপার মো. শফিকুল ইসলামের নেতৃত্বে মঙ্গলবার (২৮ জুন) ভোরের দিকে গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ঘাট এলাকায় অভিযান চালায়। এসময় দৌলতদিয়া ঘাট এলাকা থেকে  অজ্ঞান পার্টি চক্রের ৫ সদস্যকে আটক করা হয়।

আটককৃতরা হলো খুলনার খালিশপুর উপজেলার মৃত হাফিজ খানের ছেলে মোঃ মাসুদ খাঁন (৪০), দাকোপ উপজেলার গুনারী গ্রামের মুক্তার মীরের ছেলে আলমগীর মীর, ডুমুরিয়া উপজেলার রাজাপুর গ্রামের  আমজাদ গাজীর ছেলে মোঃ রিপন গাজী (৩০) ও মোঃ লিটন গাজী (২৮) এবং জামালপুর জেলার সরিষাবাড়ি উপজেলার আব্দুল মান্নান মন্ডলের ছেলে মোঃ কিরা মিয়া (৩৮)। আটককৃত ব্যক্তিদের কাছ থেকে কয়েকটি মোবাইল এবং মানুষকে অজ্ঞান করার বিভিন্ন সামগ্রী জব্দ করা হয়।

র‌্যাব-৮ ফরিদপুর ক্যাম্পের অতিরিক্ত পুলিশ সুপার মো. খোরশেদ আলম বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, চক্রটি সড়ক-মহাসড়কে চলাচলরত বাসে যাত্রীবেশে উঠে সাধারণ যাত্রী এবং গরু ব্যাবসায়ীদের অজ্ঞান করে মোবাইল ফোন, টাকা-পয়সা, স্বর্ণালংকারসহ মূল্যবান সামগ্রী হাতিয়ে নিত । এমন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার সকালে দৌলতদিয়া ঘাট এলাকার একটি আবাসিক বোডিং থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে থানায় একাধিক বিভিন্ন ধরনের ডাকাতি, দূস্যতা সহ নানা অপরাধ কর্মকান্ডে জড়িত থাকায় মামলা রয়েছে।

গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্বপন কুমার মজুমদার জানান, এ ঘটনায় র‌্যাব বাদী মঙ্গলবার বিকেলে গোয়ালন্দ ঘাট থানায় একটি মামলা দায়ের করেছে। মামলার আনুসাঙ্গিক কার্যক্রম শেষ করে আগামীকাল শনিবার সকালে আসামীদের রাজবাড়ীর আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হবে।