০৭:৪৪ পূর্বাহ্ন, সোমবার, ২০ মে ২০২৪, ৬ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ

পাংশায় এক কৃষকের পাটের জাগ চুরি!

রাজবাড়ীমেইল ডেস্কঃ রাজবাড়ী জেলার পাংশা উপজেলার পাট্টা ইউপির পূর্ব বাগদুলী বিল থেকে আবু তাহের নামের এক কৃষকের একটি পাটের জাগ চুরি হয়েছে।

পাট জাগের মালিক পুঁইজোর দোপপাড়া গ্রামের আবু তাহের মিয়া জানান, বাড়ীর উত্তর পাশে পূর্ব বাগদুলী বিলে তার ৩টি পাটেরজাগ ছিল। গত রোববার ও সোমবার দু’দিনে দু’টি জাগের পাট ধোওয়া হয়। একটি জাগের প্রায় আটশত আটি পাট শক্ত থাকায় দু’দিন পর ধোওয়ার সিদ্ধান্ত হয়। বুধবার (১৯ আগস্ট) সকালে বিলের মধ্যে জাগের কাছে গেলে দেখতে পান জাগে পাট নেই। বিলের মধ্যে খোঁজাখুঁজি করে কোথায়ও জাগ দেওয়া পাটের সন্ধান মেলেনি। চুরি যাওয়া পাটের মূল্য প্রায় ১৫ হাজার টাকা। সোমবার রাত থেকে মঙ্গলবার রাতের যে কোনো সময় জাগ থেকে পাট চুরির ঘটনা ঘটেছে বলে তার ধারণা।

ট্যাগঃ
রিপোর্টারের সম্পর্কে জানুন

Rajbari Mail

জনপ্রিয় পোস্ট

বালিয়াকান্দিতে আনারস প্রতীকের দুই সমর্থকে হাতুড়ী পিটিয়ে জখমের অভিযোগ প্রতিপক্ষের বিরুদ্ধে

পাংশায় এক কৃষকের পাটের জাগ চুরি!

পোস্ট হয়েছেঃ ০৮:২৯:৫৬ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২০

রাজবাড়ীমেইল ডেস্কঃ রাজবাড়ী জেলার পাংশা উপজেলার পাট্টা ইউপির পূর্ব বাগদুলী বিল থেকে আবু তাহের নামের এক কৃষকের একটি পাটের জাগ চুরি হয়েছে।

পাট জাগের মালিক পুঁইজোর দোপপাড়া গ্রামের আবু তাহের মিয়া জানান, বাড়ীর উত্তর পাশে পূর্ব বাগদুলী বিলে তার ৩টি পাটেরজাগ ছিল। গত রোববার ও সোমবার দু’দিনে দু’টি জাগের পাট ধোওয়া হয়। একটি জাগের প্রায় আটশত আটি পাট শক্ত থাকায় দু’দিন পর ধোওয়ার সিদ্ধান্ত হয়। বুধবার (১৯ আগস্ট) সকালে বিলের মধ্যে জাগের কাছে গেলে দেখতে পান জাগে পাট নেই। বিলের মধ্যে খোঁজাখুঁজি করে কোথায়ও জাগ দেওয়া পাটের সন্ধান মেলেনি। চুরি যাওয়া পাটের মূল্য প্রায় ১৫ হাজার টাকা। সোমবার রাত থেকে মঙ্গলবার রাতের যে কোনো সময় জাগ থেকে পাট চুরির ঘটনা ঘটেছে বলে তার ধারণা।