০৮:২৬ পূর্বাহ্ন, সোমবার, ২০ মে ২০২৪, ৬ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ

গোয়ালন্দ পৌরসভা সাধারণ নির্বাচনে মেয়র ও কাউন্সিলর প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ

নিজস্ব প্রতিবেদক, গোয়ালন্দঃ রাজবাড়ীর গোয়ালন্দ পৌরসভার সাধারণ নির্বাচন আগামী ১৪ ফেব্রুয়ারী। বিশ্ব ভালোবাসা দিবসে চতুর্থ ধাপে অনুষ্ঠিতব্য এই নির্বাচনে ৩জন মেয়র, ৩০জন সাধারণ কাউন্সিলর এবং ১১জন সংরক্ষিত নারী কাউন্সিলর প্রার্থীর মাঝে বুধবার প্রতীক বরাদ্দ প্রদান করা হয়।

রাজবাড়ী জেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং অফিসার এ উপলক্ষে গোয়ালন্দ উপজেলা পরিষদ মিলনায়তনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ ও আচরণ বিধিমালা সংক্রান্ত মত বিনিময় সভা করেন। সভাপতিত্ব করেন জেলা রিটার্নিং কর্মকর্তা ও নির্বাচন কর্মকর্তা মো. মাসুদুর রহমান। এ সময় ইউএনও আমিনুল ইসলাম, উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. মোস্তফা মুন্সী, নির্বাচনের দায়িত্বপ্রাপ্ত নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. রফিকুল ইসলাম, গোয়ালন্দ ঘাট থানার ওসি মোহাম্মদ আব্দুল্লাহ আল তায়াবীর, সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাচন কর্মকর্তা নিজাম উদ্দীন আহম্মেদ প্রমূখ উপস্থিত ছিলেন।

১৪ ফেব্রুয়ারী গোয়ালন্দ পৗরসভার সাধারণ নির্বাচনে মোট চারজন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করলেও প্রত্যাহারের শেষ দিন মঙ্গলবার (২৬ জানুয়ারী) নিজের মনোনয়নপত্র প্রত্যাহার করেন পৌরসভার তিন বারের নির্বাচিত মেয়র মোহাম্মদ নিজাম শেখ। এছাড়া দুইজন সাধারণ কাউন্সিলর প্রার্থী প্রার্থীতা প্রত্যাহার করেন। বর্তমানে তিনজন মেয়র প্রার্থী আওয়ামী লীগ মনোনিত গোয়ালন্দ পৌর আ.লীগের ভারপ্রাপ্ত সভাপতি নজরুল ইসলাম মন্ডল (নৌকা), জাতীয় পার্টির (এরশাদ) মনোনিত প্রার্থী, সাংবাদিক হেলাল মাহমুদ (লাঙ্গল) ও স্বতন্ত্র প্রার্থী পৌরসভার বর্তমান মেয়র মোহাম্মদ নিজাম শেখ এর ছোট ভাই, তরুন শিল্পপতি শেখ মো. নজরুল ইসলাম (জগ) প্রতিদ্বন্দ্বীতা করছেন।

আনুষ্ঠানিকভাবে তিন মেয়র প্রার্থীর হাতে তাদের প্রতীক তুলে দেওয়া হয়। এরপর প্রতিদ্বন্দ্বীতাকারী সাধারণ কাউন্সিলর এবং সংরক্ষিত নারী কাউন্সিলর প্রার্থীদের হাতেও প্রতীক তুলে দেওয়া হয়। একই প্রতীক একাধিক প্রার্থী পছন্দ করলে প্রথমে নিজেদের মধ্যে সমন্বয় করে নেন। সমন্বয় না হলে লটারীর মাধ্যমেও প্রতীক বরাদ্দ করা হয়। সুষ্ঠভাবে ভোট প্রদানের মাধ্যমে ১৪ ফেব্রুয়ারীর নির্বাচন সফল করতে সকলের সহযোগিতা কামনা করেন সংশ্লিষ্ট কর্মকর্তাগন। প্রতীক পাওয়ার পর থেকে প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা কর্মী-সমর্থকদের নিয়ে প্রচারনায় নেমে পড়েন। সেই সাথে তাদের প্রচার মাইকও নামানো হয়।

তফসিল অনুযায়ী ১৯ জানুয়ারী প্রার্থীতা যাছাই-বাছাই, ২৬ জানুয়ারী ছিল মনোয়নপত্র প্রত্যাহারের শেষ দিন ও ১৪ ফেব্রুয়ারী ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। গোয়ালন্দ পৌরসভার সাধারণ নির্বাচনে ব্যালটের মাধ্যমে ১৬ হাজার ৫৪৮ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। এরমধ্যে পুরুষ ভোটার ৮ হাজার ২৫৪ এবং নারী ভোটার সংখ্যা ৮ হাজার ২৯৪ জন।

ট্যাগঃ
রিপোর্টারের সম্পর্কে জানুন

Rajbari Mail

জনপ্রিয় পোস্ট

বালিয়াকান্দিতে আনারস প্রতীকের দুই সমর্থকে হাতুড়ী পিটিয়ে জখমের অভিযোগ প্রতিপক্ষের বিরুদ্ধে

গোয়ালন্দ পৌরসভা সাধারণ নির্বাচনে মেয়র ও কাউন্সিলর প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ

পোস্ট হয়েছেঃ ১১:৩৬:০২ অপরাহ্ন, বুধবার, ২৭ জানুয়ারী ২০২১

নিজস্ব প্রতিবেদক, গোয়ালন্দঃ রাজবাড়ীর গোয়ালন্দ পৌরসভার সাধারণ নির্বাচন আগামী ১৪ ফেব্রুয়ারী। বিশ্ব ভালোবাসা দিবসে চতুর্থ ধাপে অনুষ্ঠিতব্য এই নির্বাচনে ৩জন মেয়র, ৩০জন সাধারণ কাউন্সিলর এবং ১১জন সংরক্ষিত নারী কাউন্সিলর প্রার্থীর মাঝে বুধবার প্রতীক বরাদ্দ প্রদান করা হয়।

রাজবাড়ী জেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং অফিসার এ উপলক্ষে গোয়ালন্দ উপজেলা পরিষদ মিলনায়তনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ ও আচরণ বিধিমালা সংক্রান্ত মত বিনিময় সভা করেন। সভাপতিত্ব করেন জেলা রিটার্নিং কর্মকর্তা ও নির্বাচন কর্মকর্তা মো. মাসুদুর রহমান। এ সময় ইউএনও আমিনুল ইসলাম, উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. মোস্তফা মুন্সী, নির্বাচনের দায়িত্বপ্রাপ্ত নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. রফিকুল ইসলাম, গোয়ালন্দ ঘাট থানার ওসি মোহাম্মদ আব্দুল্লাহ আল তায়াবীর, সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাচন কর্মকর্তা নিজাম উদ্দীন আহম্মেদ প্রমূখ উপস্থিত ছিলেন।

১৪ ফেব্রুয়ারী গোয়ালন্দ পৗরসভার সাধারণ নির্বাচনে মোট চারজন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করলেও প্রত্যাহারের শেষ দিন মঙ্গলবার (২৬ জানুয়ারী) নিজের মনোনয়নপত্র প্রত্যাহার করেন পৌরসভার তিন বারের নির্বাচিত মেয়র মোহাম্মদ নিজাম শেখ। এছাড়া দুইজন সাধারণ কাউন্সিলর প্রার্থী প্রার্থীতা প্রত্যাহার করেন। বর্তমানে তিনজন মেয়র প্রার্থী আওয়ামী লীগ মনোনিত গোয়ালন্দ পৌর আ.লীগের ভারপ্রাপ্ত সভাপতি নজরুল ইসলাম মন্ডল (নৌকা), জাতীয় পার্টির (এরশাদ) মনোনিত প্রার্থী, সাংবাদিক হেলাল মাহমুদ (লাঙ্গল) ও স্বতন্ত্র প্রার্থী পৌরসভার বর্তমান মেয়র মোহাম্মদ নিজাম শেখ এর ছোট ভাই, তরুন শিল্পপতি শেখ মো. নজরুল ইসলাম (জগ) প্রতিদ্বন্দ্বীতা করছেন।

আনুষ্ঠানিকভাবে তিন মেয়র প্রার্থীর হাতে তাদের প্রতীক তুলে দেওয়া হয়। এরপর প্রতিদ্বন্দ্বীতাকারী সাধারণ কাউন্সিলর এবং সংরক্ষিত নারী কাউন্সিলর প্রার্থীদের হাতেও প্রতীক তুলে দেওয়া হয়। একই প্রতীক একাধিক প্রার্থী পছন্দ করলে প্রথমে নিজেদের মধ্যে সমন্বয় করে নেন। সমন্বয় না হলে লটারীর মাধ্যমেও প্রতীক বরাদ্দ করা হয়। সুষ্ঠভাবে ভোট প্রদানের মাধ্যমে ১৪ ফেব্রুয়ারীর নির্বাচন সফল করতে সকলের সহযোগিতা কামনা করেন সংশ্লিষ্ট কর্মকর্তাগন। প্রতীক পাওয়ার পর থেকে প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা কর্মী-সমর্থকদের নিয়ে প্রচারনায় নেমে পড়েন। সেই সাথে তাদের প্রচার মাইকও নামানো হয়।

তফসিল অনুযায়ী ১৯ জানুয়ারী প্রার্থীতা যাছাই-বাছাই, ২৬ জানুয়ারী ছিল মনোয়নপত্র প্রত্যাহারের শেষ দিন ও ১৪ ফেব্রুয়ারী ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। গোয়ালন্দ পৌরসভার সাধারণ নির্বাচনে ব্যালটের মাধ্যমে ১৬ হাজার ৫৪৮ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। এরমধ্যে পুরুষ ভোটার ৮ হাজার ২৫৪ এবং নারী ভোটার সংখ্যা ৮ হাজার ২৯৪ জন।