০৬:৫৯ পূর্বাহ্ন, সোমবার, ২০ মে ২০২৪, ৬ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ

দৌলতদিয়াকে মাদকমুক্তের ঘোষণা দিলেন সাংসদ কাজী কেরামত আলী

মইন মৃধা ও ফিরোজ আহম্মেদ, গোয়ালন্দঃ রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া মাদকমুক্ত করার ঘোষণা দিলেন রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য, সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী কাজী কেরামত আলী। আজ মঙ্গলবার দুপুরে গোয়ালন্দ উপজেলা প্রশাসন আয়োজিত উপজেলা পরিষদ মিলনায়তনে মাসিক আইন শৃঙ্খলা কমিটির সভায় এ ঘোষণা দেন। এজন্য তিনি উপজেলা প্রশাসন এবং পুলিশের সহযোগিতা কামনা করেন।

আইন শৃঙ্খলা কমিটির উপদেষ্টা, সাংসদ কাজী কেরামত আলী বলেন, উপজেলা প্রশাসন ইচ্ছে করলে এমন কোন কাজ নাই করতে পারেননা। তারা ইচ্ছে করলে যে কোন এলাকা মাদকমুক্ত করতে পারেন। তাহলে কেন আমরা দৌলতদিয়াকে মাদকমুক্ত করতে পারবনা। দৌলতদিয়ার পোড়াভিটা থেকে মাদক উদ্ধারের খবর দেখতে দেখতে বিরক্ত। পোড়াভিটা সহ যৌনপল্লি ও আশপাশ এলাকায় প্রয়োজনে আমি নিজে যাব। প্রত্যেক ঘরে ঘরে গিয়ে তাদেরকে বোঝাব। তবুও মাদকমুক্ত করতে হবে।

কাজী কেরামত আলী ওসিকে উদ্দেশ্যে করে বলেন, ইচ্ছে করলে পুলিশ মাদক নির্মুল করতে পারেন। আপনাকে সরকার অস্ত্র দিয়েছে। আমাদের তো অস্ত্র নাই, বাহিনী নাই। আপনি নিয়মিত অভিযান চালালে কি করে মাদক থাকে। যৌনপল্লিতে রমরমা বিয়ারের ব্যবসা চলে। একটি বিয়ার ৪০০ টাকায় কিনে হাজার টাকায় বিক্রি হয়। এ ব্যাপারে প্রশাসনের ভূমিক কি? উপজেলা প্রশাসন নিয়মিত ভ্রাম্যমান আদালত পরিচালনা করুক। আমি আগামী সপ্তাহে সবাইকে নিয়ে এলাকায় গিয়ে বুঝাবো। দৌলতদিয়াকে মাদকমুক্ত করতে পারলে গোয়ালন্দ উপজেলা থেকে মাদক দূর হয়ে যাবে। এছাড়া গোয়ালন্দ উপজেলার মধ্যে অসমাপ্ত সকল উন্নয়ন কাজ দ্রুত সম্পন্ন করতে ঠিকাদারের প্রতি কঠোর হওয়াসহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে উপজেলা প্রকৌশলীকে নির্দেশনা প্রদান করেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জাকির হোসেন এর সভাপতিত্বে আইন শৃঙ্খলা কমিটির সভায় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মোস্তফা মুন্সী, পৌরসভার মেয়র নজরুল ইসলাম মন্ডল, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিপ্লব ঘোষ, সহকারী কমিশনার (ভূমি) মো. আশরাফুর রহমান, গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্বপন কুমার মজুমদার, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান চৌধুরী, মহিলা ভাইস চেয়ারম্যান নার্গিস পারভিন, উজানচর ইউপি চেয়ারম্যান গোলজার হোসেন মৃধা, ছোটভাকলা ইউপি চেয়ারম্যান আমজাদ হোসেন, দৌলতদিয়া ইউপি চেয়ারম্যান আব্দুর রহমান মন্ডল, গোয়ালন্দ প্রেসক্লাব সভাপতি রাশেদ রায়হান প্রমূখ।

উপজেলা পরিষদের চেয়ারম্যান মোস্তফা মুন্সী গোয়ালন্দ বাজারের প্রাণকেন্দ্র আড়তপট্রি এলাকা থেকে মদের দোকানটি রাজবাড়ী স্থানান্তরের দাবী জানান। পাশাপাশি দৌলতদিয়া যৌনপল্লি যদি স্থানান্তরের সুযোগ থাকে তাহলে সে বিষয়ে সবাইকে গুরুত্ব দেওয়ার অনুরোধ করেন।

পৌরসভার মেয়র নজরুল ইসলাম মন্ডল বলেন, সাংসদ কাজী কেরামত আলীর নেতৃত্বে শুধু দৌলতদিয়া নয়, গোয়ালন্দ উপজেলাকে মাদকমুক্ত করার দাবী জানাচ্ছি। এছাড়া পৌরসভার মধ্যে বেশিরভাগ জমি সংক্রান্ত বিরোধ থাকায় নিজেরা বসে সমস্যা সমাধানের অনুরোধ জানান।

উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিপ্লব ঘোষ বলেন, প্রকৃত সাংবাদিকদের মূল্যায়ন করে অপসাংবাদিকদের বিরুদ্ধে এখনই রুখে দাড়ানো দরকার। কিছু নামধারী তথা কথিত সাংবাদিকদের কারনে প্রকৃত সাংবাদিকদের ভাবমূর্তি ক্ষুন্ন হচ্ছে। এ বিষয়ে উপজেলা প্রশাসনের নজরদারির অনুরোধ করেন।

ট্যাগঃ
রিপোর্টারের সম্পর্কে জানুন

Rajbari Mail

জনপ্রিয় পোস্ট

বালিয়াকান্দিতে আনারস প্রতীকের দুই সমর্থকে হাতুড়ী পিটিয়ে জখমের অভিযোগ প্রতিপক্ষের বিরুদ্ধে

দৌলতদিয়াকে মাদকমুক্তের ঘোষণা দিলেন সাংসদ কাজী কেরামত আলী

পোস্ট হয়েছেঃ ১১:০০:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ অগাস্ট ২০২২

মইন মৃধা ও ফিরোজ আহম্মেদ, গোয়ালন্দঃ রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া মাদকমুক্ত করার ঘোষণা দিলেন রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য, সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী কাজী কেরামত আলী। আজ মঙ্গলবার দুপুরে গোয়ালন্দ উপজেলা প্রশাসন আয়োজিত উপজেলা পরিষদ মিলনায়তনে মাসিক আইন শৃঙ্খলা কমিটির সভায় এ ঘোষণা দেন। এজন্য তিনি উপজেলা প্রশাসন এবং পুলিশের সহযোগিতা কামনা করেন।

আইন শৃঙ্খলা কমিটির উপদেষ্টা, সাংসদ কাজী কেরামত আলী বলেন, উপজেলা প্রশাসন ইচ্ছে করলে এমন কোন কাজ নাই করতে পারেননা। তারা ইচ্ছে করলে যে কোন এলাকা মাদকমুক্ত করতে পারেন। তাহলে কেন আমরা দৌলতদিয়াকে মাদকমুক্ত করতে পারবনা। দৌলতদিয়ার পোড়াভিটা থেকে মাদক উদ্ধারের খবর দেখতে দেখতে বিরক্ত। পোড়াভিটা সহ যৌনপল্লি ও আশপাশ এলাকায় প্রয়োজনে আমি নিজে যাব। প্রত্যেক ঘরে ঘরে গিয়ে তাদেরকে বোঝাব। তবুও মাদকমুক্ত করতে হবে।

কাজী কেরামত আলী ওসিকে উদ্দেশ্যে করে বলেন, ইচ্ছে করলে পুলিশ মাদক নির্মুল করতে পারেন। আপনাকে সরকার অস্ত্র দিয়েছে। আমাদের তো অস্ত্র নাই, বাহিনী নাই। আপনি নিয়মিত অভিযান চালালে কি করে মাদক থাকে। যৌনপল্লিতে রমরমা বিয়ারের ব্যবসা চলে। একটি বিয়ার ৪০০ টাকায় কিনে হাজার টাকায় বিক্রি হয়। এ ব্যাপারে প্রশাসনের ভূমিক কি? উপজেলা প্রশাসন নিয়মিত ভ্রাম্যমান আদালত পরিচালনা করুক। আমি আগামী সপ্তাহে সবাইকে নিয়ে এলাকায় গিয়ে বুঝাবো। দৌলতদিয়াকে মাদকমুক্ত করতে পারলে গোয়ালন্দ উপজেলা থেকে মাদক দূর হয়ে যাবে। এছাড়া গোয়ালন্দ উপজেলার মধ্যে অসমাপ্ত সকল উন্নয়ন কাজ দ্রুত সম্পন্ন করতে ঠিকাদারের প্রতি কঠোর হওয়াসহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে উপজেলা প্রকৌশলীকে নির্দেশনা প্রদান করেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জাকির হোসেন এর সভাপতিত্বে আইন শৃঙ্খলা কমিটির সভায় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মোস্তফা মুন্সী, পৌরসভার মেয়র নজরুল ইসলাম মন্ডল, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিপ্লব ঘোষ, সহকারী কমিশনার (ভূমি) মো. আশরাফুর রহমান, গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্বপন কুমার মজুমদার, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান চৌধুরী, মহিলা ভাইস চেয়ারম্যান নার্গিস পারভিন, উজানচর ইউপি চেয়ারম্যান গোলজার হোসেন মৃধা, ছোটভাকলা ইউপি চেয়ারম্যান আমজাদ হোসেন, দৌলতদিয়া ইউপি চেয়ারম্যান আব্দুর রহমান মন্ডল, গোয়ালন্দ প্রেসক্লাব সভাপতি রাশেদ রায়হান প্রমূখ।

উপজেলা পরিষদের চেয়ারম্যান মোস্তফা মুন্সী গোয়ালন্দ বাজারের প্রাণকেন্দ্র আড়তপট্রি এলাকা থেকে মদের দোকানটি রাজবাড়ী স্থানান্তরের দাবী জানান। পাশাপাশি দৌলতদিয়া যৌনপল্লি যদি স্থানান্তরের সুযোগ থাকে তাহলে সে বিষয়ে সবাইকে গুরুত্ব দেওয়ার অনুরোধ করেন।

পৌরসভার মেয়র নজরুল ইসলাম মন্ডল বলেন, সাংসদ কাজী কেরামত আলীর নেতৃত্বে শুধু দৌলতদিয়া নয়, গোয়ালন্দ উপজেলাকে মাদকমুক্ত করার দাবী জানাচ্ছি। এছাড়া পৌরসভার মধ্যে বেশিরভাগ জমি সংক্রান্ত বিরোধ থাকায় নিজেরা বসে সমস্যা সমাধানের অনুরোধ জানান।

উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিপ্লব ঘোষ বলেন, প্রকৃত সাংবাদিকদের মূল্যায়ন করে অপসাংবাদিকদের বিরুদ্ধে এখনই রুখে দাড়ানো দরকার। কিছু নামধারী তথা কথিত সাংবাদিকদের কারনে প্রকৃত সাংবাদিকদের ভাবমূর্তি ক্ষুন্ন হচ্ছে। এ বিষয়ে উপজেলা প্রশাসনের নজরদারির অনুরোধ করেন।