মইন মৃধা, গোয়ালন্দঃ মহান বিজয় দিবস উপলক্ষে রাজবাড়ীর গোয়ালন্দে প্রতিবন্ধীদের নিয়ে প্রীতি ম্যাচ ফুটবল খেলা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকাল ৪টায় উপজেলা প্রশাসনের আয়োজনে ও উপজেলা ক্রিড়া সংস্থার সার্বিক ব্যবস্থাপনায় উপজেলা পরিষদ কোর্ট মাঠ চত্বরে এ ম্যাচ অনুষ্ঠিত হয়। খেলায় গোয়ালন্দ উপজেলা প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার লাল ফুটবল দল ও সবুজ ফুটবল দল নামক দুটি দল অংশ গ্রহণ করেন।
প্রীতি ফুটবল ম্যাচে লাল দল ৩-২ গোলে সবুজ দলকে পরাজিত করে। ম্যাচ শেষে চ্যাম্পিয়ন লাল ফুটবল দলকে ২০ পিচ সিরামিক প্লেট ও সবুজ দলকে ১৫ পিচ সিরামিক প্লেট উপহার দেওয়া হয়। উপহার সামগ্রী গ্রহণ করেন গোয়ালন্দ উপজেলা প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার সভাপতি মো. রতন শেখ ও সাধারণ সম্পাদক মো. মুন্নাফ শেখ।
প্রতিবন্ধীদের নিয়ে ব্যতিক্রমধর্মী প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠানে এ সময় উপস্থিত ছিলেন, গোয়ালন্দ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. মোস্তফা মুন্সী, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. জাকির হোসেন, উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. আশরাফুর রহমান, উপজেলা ক্রিড়া সংস্থার সাধারণ সম্পাদক ও পৌরসভার কাউন্সিলর মো. নাসির উদ্দিন রনি প্রমুখ।
খেলাটি পরিচালনা করেন গোয়ালন্দ উপজেলা ক্রীড়া সংস্থার যুগ্ম-সাধারণ সম্পাদক মো. লিয়াকত হোসেন, মো. সাজ্জাদ হোসেন ও সদস্য মো. আলমগীর হোসেন। এসময় উপস্থিত কয়েক হাজার দর্শক খেলাটি উপভোগ করেন।