০৫:১৭ পূর্বাহ্ন, সোমবার, ২০ মে ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ

গোয়ালন্দে তফসিলকে স্বাগত জানিয়ে আওয়ামী লীগের পৃথক আনন্দ মিছিল অনুষ্ঠিত

শামীম শেখ ও মইন মৃধা, গোয়ালন্দঃ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ঘোষিত তফসিলকে স্বাগত জানিয়ে আজ বুধবার সন্ধ্যার পর রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে শহরে পৃথক আনন্দ মিছিল করেছেন নেতৃবৃন্দ।

আনন্দ মিছিলটি উপজেলা আওয়ামী লীগের কার্যালয় থেকে বের হয়ে পৌর শহরের বাজার প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। মিছিলে অংশ নেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মোস্তফা মুন্সী, রাজবাড়ী পৌরসভার মেয়র আলমগীর শেখ তিতু, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মো. শহিদুল ইসলাম খান, গোলজার হোসেন মৃধা, সাধারণ সম্পাদক বিপ্লব ঘোষ, সাংগঠনিক সম্পাদক নাসির উদ্দিন রনি, আবুল কালাম আজাদ, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম সুজ্জল, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম সালু, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আল মাহমুদ মিশা, সাধারণ সম্পাদক হিরু মৃধা, ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবির হোসেন রিদয়সহ উপজেলা আওয়ামী লীগ ও সকল সহযোগী অঙ্গসংগঠনের কয়েকশ নেতাকর্মী। এই মিছিলে কোন ব্যানার ছিল না।

মিছিল শেষে সংক্ষিপ্ত বক্তব্যে উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোঃ মোস্তফা মুন্সি বলেন, আমরা ঘোষিত তফসিলকে স্বাগত জানাই। ইনশাআল্লাহ আগামী ৭ জানুয়ারি একটি সুষ্ঠ, সুন্দর পরিবেশে নির্বাচনের মধ্যে দিয়ে নৌকা প্রতীকের প্রার্থীরা বিপুল ভোটে জয়লাভ করবেন এবং উন্নয়নের ধারা অব্যাহত রাখতে শেখ হাসিনা পুনরায় দেশের প্রধানমন্ত্রী হবেন। তিনি আরো বলেন, মাননীয় প্রাধানমন্ত্রী শেখ হাসিনা রাজবাড়ী-১ আসনে যাকেই নৌকার প্রার্থী মনোনয়ন দেন না কেন তাকে বিজয়ী করতে আমরা আজ থেকেই মাঠে নেমে গেলাম।

অপরদিকে রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য কাজী কেরামত আলীর সমর্থক হিসেবে পরিচিত একটি গ্রুপ শহরে পৃথক একটি আনন্দ মিছিল বের করে। শহীদ মুক্তিযোদ্ধা ফকির মহিউদ্দিন আনসার ক্লাব থেকে কাজী কেরামত আলীর ছবি সম্বলিত উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ব্যানারে এ মিছিলটি বের করা হয়।

মিছিলে অংশগ্রহণ করেন উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি মো. মামুনুর রশিদ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান চৌধুরী, জেলা পরিষদ সদস্য ও উপজেলা যুবলীগের সভাপতি মো. ইউনুস মোল্লা, পৌর আওয়ামী লীগের সাবেক সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান গোলাম মাহবুবুর রাব্বানী, পৌর যুবলীগের সভাপতি শেখ সোহেল সহ অন্যান্য নেতৃবৃন্দ।

পৃথক মিছিলের বিষয়ে উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক বিপ্লব ঘোষ বলেন, ওই মিছিলের বিষয়ে আমাদেরকে কিছুই জানানো হয়নি। এভাবে ব্যানার নিয়ে দলের পরিচয়ে মিছিল বের করা দলের শৃঙ্খলা ভঙ্গের শামিল। আমরা তাদের কাছে এ বিষয়ে জানতে চাইব।

ট্যাগঃ
রিপোর্টারের সম্পর্কে জানুন

Rajbari Mail

জনপ্রিয় পোস্ট

বালিয়াকান্দিতে আনারস প্রতীকের দুই সমর্থকে হাতুড়ী পিটিয়ে জখমের অভিযোগ প্রতিপক্ষের বিরুদ্ধে

গোয়ালন্দে তফসিলকে স্বাগত জানিয়ে আওয়ামী লীগের পৃথক আনন্দ মিছিল অনুষ্ঠিত

পোস্ট হয়েছেঃ ১০:২০:২৬ অপরাহ্ন, বুধবার, ১৫ নভেম্বর ২০২৩

শামীম শেখ ও মইন মৃধা, গোয়ালন্দঃ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ঘোষিত তফসিলকে স্বাগত জানিয়ে আজ বুধবার সন্ধ্যার পর রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে শহরে পৃথক আনন্দ মিছিল করেছেন নেতৃবৃন্দ।

আনন্দ মিছিলটি উপজেলা আওয়ামী লীগের কার্যালয় থেকে বের হয়ে পৌর শহরের বাজার প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। মিছিলে অংশ নেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মোস্তফা মুন্সী, রাজবাড়ী পৌরসভার মেয়র আলমগীর শেখ তিতু, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মো. শহিদুল ইসলাম খান, গোলজার হোসেন মৃধা, সাধারণ সম্পাদক বিপ্লব ঘোষ, সাংগঠনিক সম্পাদক নাসির উদ্দিন রনি, আবুল কালাম আজাদ, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম সুজ্জল, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম সালু, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আল মাহমুদ মিশা, সাধারণ সম্পাদক হিরু মৃধা, ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবির হোসেন রিদয়সহ উপজেলা আওয়ামী লীগ ও সকল সহযোগী অঙ্গসংগঠনের কয়েকশ নেতাকর্মী। এই মিছিলে কোন ব্যানার ছিল না।

মিছিল শেষে সংক্ষিপ্ত বক্তব্যে উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোঃ মোস্তফা মুন্সি বলেন, আমরা ঘোষিত তফসিলকে স্বাগত জানাই। ইনশাআল্লাহ আগামী ৭ জানুয়ারি একটি সুষ্ঠ, সুন্দর পরিবেশে নির্বাচনের মধ্যে দিয়ে নৌকা প্রতীকের প্রার্থীরা বিপুল ভোটে জয়লাভ করবেন এবং উন্নয়নের ধারা অব্যাহত রাখতে শেখ হাসিনা পুনরায় দেশের প্রধানমন্ত্রী হবেন। তিনি আরো বলেন, মাননীয় প্রাধানমন্ত্রী শেখ হাসিনা রাজবাড়ী-১ আসনে যাকেই নৌকার প্রার্থী মনোনয়ন দেন না কেন তাকে বিজয়ী করতে আমরা আজ থেকেই মাঠে নেমে গেলাম।

অপরদিকে রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য কাজী কেরামত আলীর সমর্থক হিসেবে পরিচিত একটি গ্রুপ শহরে পৃথক একটি আনন্দ মিছিল বের করে। শহীদ মুক্তিযোদ্ধা ফকির মহিউদ্দিন আনসার ক্লাব থেকে কাজী কেরামত আলীর ছবি সম্বলিত উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ব্যানারে এ মিছিলটি বের করা হয়।

মিছিলে অংশগ্রহণ করেন উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি মো. মামুনুর রশিদ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান চৌধুরী, জেলা পরিষদ সদস্য ও উপজেলা যুবলীগের সভাপতি মো. ইউনুস মোল্লা, পৌর আওয়ামী লীগের সাবেক সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান গোলাম মাহবুবুর রাব্বানী, পৌর যুবলীগের সভাপতি শেখ সোহেল সহ অন্যান্য নেতৃবৃন্দ।

পৃথক মিছিলের বিষয়ে উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক বিপ্লব ঘোষ বলেন, ওই মিছিলের বিষয়ে আমাদেরকে কিছুই জানানো হয়নি। এভাবে ব্যানার নিয়ে দলের পরিচয়ে মিছিল বের করা দলের শৃঙ্খলা ভঙ্গের শামিল। আমরা তাদের কাছে এ বিষয়ে জানতে চাইব।