Rajbarimail.com
ঢাকা, বুধবার , ৬ অগাস্ট ২০২৫
  1. সর্বশেষ
  2. জাতীয়
  3. আজকের রাজবাড়ী
  4. রাজবাড়ী মেইল এক্সক্লুসিভ
  5. অপরাধ
  6. অপরাধ
  7. আলোচিত খবর

রাজবাড়ীতে কলেজ ছাত্রের পকেটে ইয়াবা দিয়ে ফাঁসানোর চেষ্টার অভিযোগ এসআই এর বিরুদ্ধে

রাজবাড়ী মেইল ডেস্ক
১১ অক্টোবর ২০২৩, ৬:৩৩ পূর্বাহ্ণ

Link Copied!

মইনুল হক, রাজবাড়ীঃ রাজবাড়ীতে এক কলেজ শিক্ষার্থীর পকেটে ইয়াবা ট্যাবলেট দিয়ে ফাঁসানোর চেষ্টা ও নির্যাতনের অভিযোগ উঠেছে রাজবাড়ীর বিনোদপুর পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) আসিফ আহমেদের বিরুদ্ধে। এ ঘটনায় গতকাল সোমবার (৯ অক্টোবর) রিফায়াত ইবনে রইস আরাফ (১৮) নামের ওই শিক্ষার্থী  রাজবাড়ীর পুলিশ সুপারের কাছে একটি লিখিত অভিযোগ দিয়েছেন। সে রাজবাড়ী সরকারি কলেজ থেকে এবার এইচএসসি পরীক্ষার্থী ছিলেন। অভিযোগকারী রিফায়াত ইবনে রইস আরাফ রাজবাড়ী পৌরসভার ২ নং ওয়ার্ডের নুরপুর এলাকার রইচ উদ্দিন বাবুর ছেলে।

অভিযোগ সূত্রে জানা যায়, গত রোববার (৮ অক্টোবর) দিনগত রাত ১২টা ৪০ মিনিটে শিক্ষা সফর শেষে রিয়াসাত ইবনে রইস আরাফের বড় ভাই রাজবাড়ী শহরের মুরগির ফার্ম বাসস্ট্যান্ডে আসেন। পরে তাকে নিয়ে মোটরসাইকেল করে নুরপুরের বাড়িতে চলে আসেন আরাফ। বাসায় এসে তার ভাই বলেন, তার ল্যাপটপ ও একটি ব্যাগ বাসস্ট্যান্ডে ফেলে এসেছেন। তখন আরাফ মোটরসাইকেল নিয়ে মুরগির ফার্ম বাসস্ট্যান্ডে গিয়ে ব্যাগটি নিয়ে বাসায় ফিরছিলেন। পথে রাজবাড়ী ইয়াসিন স্কুল সংলগ্ন ২ নম্বর রেলগেটে পুলিশ তার মোটরসাইকেলের গতিরোধ করে। সে সময় এসআই আসিফ আহমেদ, কনস্টেবল জাহাঙ্গীর, কনস্টেবল সুকান্ত তাকে জিজ্ঞাসাবাদ শুরু করেন। এক পর্যায়ে এসআই আসিফ আহমেদ আরাফের শার্টের কলার ধরে ‘ইয়াবা ব্যবসায়ী’ বলে সম্বোধন করে এলোপাতাড়ি মারধর করেন। পরে এসআই আসিফ আহমেদ তার পকেটে কিছু ঢোকানোর চেষ্টা করেন। এতে ব্যর্থ হয়ে তাকে বাসায় ফোন করে টাকা আনার জন্য বলেন। পরে তার পরিবারের লোকজন ঘটনাস্থলে উপস্থিত হলে এবং সেখানে ক্যামেরা ও বিভিন্ন ব্যক্তিদের উপস্থিতির কারণে আরাফকে ছেড়ে দেওয়া হয়।

পরে মঙ্গলবার ভোর ৫টার দিকে পুলিশের পোশাক পরিহিত অবস্থায় এসআই আসিফ আহমেদ আরাফের বাড়িতে গিয়ে ঘটনার দায় স্বীকার করে ক্ষমা প্রার্থনা করেন এবং পরবর্তী কোনো পদক্ষেপ না নিতে অনুরোধ জানান। যদি তার বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেওয়া হয় তাহলে তিনি তাকে মাদক মামলায় ফাঁসিয়ে দেবেন বলে শাসিয়ে আসেন।

এ বিষয়ে অভিযুক্ত উপ-পরিদর্শক (এসআই) আসিফ আহমেদ বিষয়টি অস্বীকার করে বলেন, সোমবার রাতে আমি ২ নং রেলগেট এলাকায় ডিউটিতে ছিলাম।কিন্তু কোন কলেজ ছাত্রকে হয়রানি করিনি।

ভুক্তভোগী কলেজ ছাত্রের মা রুবিনা বানু বলেন, ঘটনার পর ভোর ৫ টার দিকে এসআই আসিফ সহ কয়েকজন কনস্টেবল পুলিশের পোশাক পরিহিত অবস্থায় আমাদের বাড়িতে আসে।এসআই আসিফ আমাদের কাছে ক্ষমা চাই।এবং বিষয়টি গোপন রাখতে বলে।

এ বিষয়ে রাজবাড়ী জেলা পুলিশ সুপার জি.এম.আবুল কালাম আজাদ বলেন, আমি একটি লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করা হচ্ছে।সত্যতা মিললে ওই এসআই এর বিরুদ্ধে বিভাগীয় আইনানুগ  ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্য করুন
আরও পড়ুন

রাজবাড়ীতে যোগদান করেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত আব্দুল গনির বাসায় নবাগত জেলা প্রশাসক

দৌলতদিয়ায় মাত্র ৭০০ টাকায় বিক্রি হলো এক মণ ওজনের বিপন্ন শুশুক

২০২০ সাল থেকে কিছু সাধারণ শিক্ষাপ্রতিষ্ঠানে কারিগরি শিক্ষা চালু করা হবে

২০২০ সাল থেকে কিছু সাধারণ শিক্ষাপ্রতিষ্ঠানে কারিগরি শিক্ষা চালু করা হবে

২০২১ সালের সব শিক্ষা প্রতিষ্ঠানে দুটি করে ট্রেড চালু হবে: শিক্ষামন্ত্রী

২০২১ সালের সব শিক্ষা প্রতিষ্ঠানে দুটি করে ট্রেড চালু হবে: শিক্ষামন্ত্রী

২০২১ সালের মধ্যে দেশের সন শিক্ষা প্রতিষ্ঠানে দুটি করে ট্রেড চালু করা হবে

২০২১ সালের মধ্যে দেশের সন শিক্ষা প্রতিষ্ঠানে দুটি করে ট্রেড চালু করা হবে

ঢাকার দুই সিটিতে জাপার মেয়র প্রার্থী কামরুল ও মিলন

ঢাকার দুই সিটিতে জাপার মেয়র প্রার্থী কামরুল ও মিলন

নারায়ণগঞ্জে যোগ দিয়েই দুই পুলিশ কর্মকর্তাকে ক্লোজড করলেন এসপি

নারায়ণগঞ্জে যোগ দিয়েই দুই পুলিশ কর্মকর্তাকে ক্লোজড করলেন এসপি

এমপি পদ থেকে পদত্যাগ করলেন তাপস

এমপি পদ থেকে পদত্যাগ করলেন তাপস

বিএনপির পূর্বঘোষিত সমাবেশে পুলিশের বাধা, প্রতিবাদে বিক্ষোভ কাল

বিএনপির পূর্বঘোষিত সমাবেশে পুলিশের বাধা, প্রতিবাদে বিক্ষোভ কাল

আজ ৫৮ ইউনিয়ন পরিষদে নির্বাচন

আজ ৫৮ ইউনিয়ন পরিষদে নির্বাচন