Rajbarimail.com
ঢাকা, বৃহস্পতিবার , ১৮ সেপ্টেম্বর ২০২৫
  1. সর্বশেষ
  2. জাতীয়
  3. আজকের রাজবাড়ী
  4. রাজবাড়ী মেইল এক্সক্লুসিভ
  5. অপরাধ
  6. অপরাধ
  7. আলোচিত খবর

রাজবাড়ীর পদ্মায় বালুবাহি ট্রলারে অতর্কিত হামলা, দুই শ্রমিক গুলিবিদ্ধ

রাজবাড়ী মেইল ডেস্ক
২৫ ফেব্রুয়ারি ২০২৩, ১১:১৫ অপরাহ্ণ

Link Copied!

ইমরান হোসেন মনিম, রাজবাড়ীঃ পদ্মা নদীতে বালুবাহি ট্রলারে সন্ত্রাসীরা অতর্কিত হামলা চালিয়েছে। এ ঘটনায় দুই জন শ্রমিক গুলিবিদ্ধ হয়েছেন। আহত ওই সকল শ্রমিকদের রাজবাড়ী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। শনিবার দুপুরে দেড়টার দিকে রাজবাড়ী সদর উপজেলার মিজানপুর ইউনিয়নের কালিতলা নামক এলাকার অদুরে এই ঘটনা ঘটে।

আহতরা হলেন, বাগেরহাট জেলার স্মরণখোলা থানার আব্দুর রশিদের ছেলে আব্দুর রব (৪৮) এবং রাজবাড়ী সদর উপজেলার বাণিবহ ইউনিয়নের আটদাপুনিয়া গ্রামের বিনোদ আলী শেখের ছেলে মো. আব্দুল্লাহ শেখ (৫০)।

রাজবাড়ী সদর হাসপাতালে ভর্তি হওয়া আহত আব্দুল্লাহ শেখ বলেন, তারা রাজবাড়ী সদর উপজেলার  মিজানপুর ইউনিয়নের ধাওয়াপাড়া এলাকা থেকে ট্রলারে বালু ভর্তি করেন। এরপর তারা রওয়ানা হন। কিছুদুর আসতেই একটি স্প্রিডবোর্ডে আসা ৩-৪ জনের একদল দূর্বৃত্ত অতর্কিতভাবে গুলিবর্ষণ করে। এসময় তার মুখে ও পেটে ২টা এবং অপর শ্রমিক আব্দুর রবের মুখে, গলায় ও পেটে ৩টি গুলি লাগে। অপর আরেক শ্রমিক আরিফ বলেন, ট্রলার থেকে চাঁদা তোলা হচ্ছিল। গত শুক্রবার থেকে চাঁদা দেয়া বন্ধ করা হয়েছে। যে কারণে সন্ত্রাসীরা বেপরোয়া হয়ে এই ঘটনা ঘটিয়েছে। তারা সন্ত্রাসীদের গ্রেপ্তারের দাবীও জানান।

রাজবাড়ী সদর হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স আব্দুল্লাহ আল মামুন বলেন, গুলি গুলো রব ও আব্দুল্লাহর শরীরের মধ্যে রয়েছে। যা অপারেশন করে বের করতে হবে। বর্তমানে গুলি বিদ্ধরা আশঙ্কা মুক্ত রয়েছে।

রাজবাড়ী থানার ওসি মোহাম্মদ সাহাদত হোসেন জানিয়েছেন, ঘটনার পর থেকে থানা পুলিশের সদস্যরা সতর্ক অবস্থায় রয়েছে। কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। তবে বিকাল পর্যন্ত কোন লিখিত অভিযোগ তারা পাননি।

মন্তব্য করুন
আরও পড়ুন

রাজবাড়ীতে যোগদান করেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত আব্দুল গনির বাসায় নবাগত জেলা প্রশাসক

গোয়ালন্দ ঘাট থানার ওসি রাকিবকে পুলিশ সুপারের কার্যালয়ে বদলি 

গুণী শিক্ষক নির্বাচিত হলেন গোয়ালন্দের বাবর আলী ও নাসরীন আক্তার

রাজবাড়ীতে জাতীয় চ্যাম্পিয়নশীপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

নুরাল পাগলার দরবারে হামলায় গ্রেপ্তার আতঙ্কে ইমাম-মুয়াজ্জিন, আতঙ্কিত না হতে বললো পুলিশ

রাজবাড়ীতে দরবারে হামলায় নিহতের ঘটনায় আরও দুইজন গ্রেপ্তার, দেড় কোটি টাকার স্বর্ণালংকার চুরি

রাজবাড়ীর পাংশায় দুই আ.লীগ নেতা, চেয়ারম্যান গ্রেপ্তার

নুরাল পাগলার দরবারে হামলায় নিহত রাসেলের পরিবারের হত্যা মামলা দায়ের, গ্রেপ্তার আরও ৪জন

নুরাল পাগলার দরবারে হামলাঃ নিরপরাধ কাউকে হয়রানি বা গণগ্রেপ্তার করা হবে না

কালুখালীতে দুই বন্ধু মিলে মোটরসাইকেল নিয়ে রেস করছিল, সংঘর্ষে দুই বন্ধু নিহত

রাজবাড়ীতে প্রথম আলো জিপিএ-৫ কৃতী সংবর্ধনাঃ ‘তোমরা সেরা স্বীকৃতি অর্জন করেছ, তোমরাই দেশ সেরা হবে’

রাজবাড়ীতে নুরাল পাগলার দরবারে থম থমে অবস্থা, পুলিশের ওপর হামলার ঘটনায় মামলা

রাজবাড়ীতে নুরুল হক দরবারে হামলা, পুড়িয়ে দেওয়া হলো লাশ, নিহত ১, পুলিশসহ আহত অর্ধশত