০৩:৪৬ পূর্বাহ্ন, সোমবার, ২০ মে ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ

রাজবাড়ীর পদ্মায় বালুবাহি ট্রলারে অতর্কিত হামলা, দুই শ্রমিক গুলিবিদ্ধ

ইমরান হোসেন মনিম, রাজবাড়ীঃ পদ্মা নদীতে বালুবাহি ট্রলারে সন্ত্রাসীরা অতর্কিত হামলা চালিয়েছে। এ ঘটনায় দুই জন শ্রমিক গুলিবিদ্ধ হয়েছেন। আহত ওই সকল শ্রমিকদের রাজবাড়ী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। শনিবার দুপুরে দেড়টার দিকে রাজবাড়ী সদর উপজেলার মিজানপুর ইউনিয়নের কালিতলা নামক এলাকার অদুরে এই ঘটনা ঘটে।

আহতরা হলেন, বাগেরহাট জেলার স্মরণখোলা থানার আব্দুর রশিদের ছেলে আব্দুর রব (৪৮) এবং রাজবাড়ী সদর উপজেলার বাণিবহ ইউনিয়নের আটদাপুনিয়া গ্রামের বিনোদ আলী শেখের ছেলে মো. আব্দুল্লাহ শেখ (৫০)।

রাজবাড়ী সদর হাসপাতালে ভর্তি হওয়া আহত আব্দুল্লাহ শেখ বলেন, তারা রাজবাড়ী সদর উপজেলার  মিজানপুর ইউনিয়নের ধাওয়াপাড়া এলাকা থেকে ট্রলারে বালু ভর্তি করেন। এরপর তারা রওয়ানা হন। কিছুদুর আসতেই একটি স্প্রিডবোর্ডে আসা ৩-৪ জনের একদল দূর্বৃত্ত অতর্কিতভাবে গুলিবর্ষণ করে। এসময় তার মুখে ও পেটে ২টা এবং অপর শ্রমিক আব্দুর রবের মুখে, গলায় ও পেটে ৩টি গুলি লাগে। অপর আরেক শ্রমিক আরিফ বলেন, ট্রলার থেকে চাঁদা তোলা হচ্ছিল। গত শুক্রবার থেকে চাঁদা দেয়া বন্ধ করা হয়েছে। যে কারণে সন্ত্রাসীরা বেপরোয়া হয়ে এই ঘটনা ঘটিয়েছে। তারা সন্ত্রাসীদের গ্রেপ্তারের দাবীও জানান।

রাজবাড়ী সদর হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স আব্দুল্লাহ আল মামুন বলেন, গুলি গুলো রব ও আব্দুল্লাহর শরীরের মধ্যে রয়েছে। যা অপারেশন করে বের করতে হবে। বর্তমানে গুলি বিদ্ধরা আশঙ্কা মুক্ত রয়েছে।

রাজবাড়ী থানার ওসি মোহাম্মদ সাহাদত হোসেন জানিয়েছেন, ঘটনার পর থেকে থানা পুলিশের সদস্যরা সতর্ক অবস্থায় রয়েছে। কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। তবে বিকাল পর্যন্ত কোন লিখিত অভিযোগ তারা পাননি।

ট্যাগঃ
রিপোর্টারের সম্পর্কে জানুন

Rajbari Mail

জনপ্রিয় পোস্ট

বালিয়াকান্দিতে আনারস প্রতীকের দুই সমর্থকে হাতুড়ী পিটিয়ে জখমের অভিযোগ প্রতিপক্ষের বিরুদ্ধে

রাজবাড়ীর পদ্মায় বালুবাহি ট্রলারে অতর্কিত হামলা, দুই শ্রমিক গুলিবিদ্ধ

পোস্ট হয়েছেঃ ১১:১৫:০৫ অপরাহ্ন, শনিবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৩

ইমরান হোসেন মনিম, রাজবাড়ীঃ পদ্মা নদীতে বালুবাহি ট্রলারে সন্ত্রাসীরা অতর্কিত হামলা চালিয়েছে। এ ঘটনায় দুই জন শ্রমিক গুলিবিদ্ধ হয়েছেন। আহত ওই সকল শ্রমিকদের রাজবাড়ী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। শনিবার দুপুরে দেড়টার দিকে রাজবাড়ী সদর উপজেলার মিজানপুর ইউনিয়নের কালিতলা নামক এলাকার অদুরে এই ঘটনা ঘটে।

আহতরা হলেন, বাগেরহাট জেলার স্মরণখোলা থানার আব্দুর রশিদের ছেলে আব্দুর রব (৪৮) এবং রাজবাড়ী সদর উপজেলার বাণিবহ ইউনিয়নের আটদাপুনিয়া গ্রামের বিনোদ আলী শেখের ছেলে মো. আব্দুল্লাহ শেখ (৫০)।

রাজবাড়ী সদর হাসপাতালে ভর্তি হওয়া আহত আব্দুল্লাহ শেখ বলেন, তারা রাজবাড়ী সদর উপজেলার  মিজানপুর ইউনিয়নের ধাওয়াপাড়া এলাকা থেকে ট্রলারে বালু ভর্তি করেন। এরপর তারা রওয়ানা হন। কিছুদুর আসতেই একটি স্প্রিডবোর্ডে আসা ৩-৪ জনের একদল দূর্বৃত্ত অতর্কিতভাবে গুলিবর্ষণ করে। এসময় তার মুখে ও পেটে ২টা এবং অপর শ্রমিক আব্দুর রবের মুখে, গলায় ও পেটে ৩টি গুলি লাগে। অপর আরেক শ্রমিক আরিফ বলেন, ট্রলার থেকে চাঁদা তোলা হচ্ছিল। গত শুক্রবার থেকে চাঁদা দেয়া বন্ধ করা হয়েছে। যে কারণে সন্ত্রাসীরা বেপরোয়া হয়ে এই ঘটনা ঘটিয়েছে। তারা সন্ত্রাসীদের গ্রেপ্তারের দাবীও জানান।

রাজবাড়ী সদর হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স আব্দুল্লাহ আল মামুন বলেন, গুলি গুলো রব ও আব্দুল্লাহর শরীরের মধ্যে রয়েছে। যা অপারেশন করে বের করতে হবে। বর্তমানে গুলি বিদ্ধরা আশঙ্কা মুক্ত রয়েছে।

রাজবাড়ী থানার ওসি মোহাম্মদ সাহাদত হোসেন জানিয়েছেন, ঘটনার পর থেকে থানা পুলিশের সদস্যরা সতর্ক অবস্থায় রয়েছে। কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। তবে বিকাল পর্যন্ত কোন লিখিত অভিযোগ তারা পাননি।