০৬:৫৮ পূর্বাহ্ন, সোমবার, ২০ মে ২০২৪, ৬ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ

১৮ ডিসেম্বর রাজবাড়ী শক্র মুক্ত দিবস

নিজস্ব প্রতিবেদক, রাজবাড়ীঃ সারাদেশ যখন বিজয়ের আনন্দে ভাসছে, রাজবাড়ীতে তখনও চলছে বিহারী অবাঙ্গালীদের সাথে তুমুল যুদ্ধ। এর ফলে রাজবাড়ীকে শত্রু মুক্ত করতে দুই দিন সময় বেশি লাগে। ১৪ থেকে ১৮ ডিসেম্বর তুমুল যুদ্ধের মাধ্যমে শত্রু মুক্ত হয় রাজবাড়ী জেলা। যুদ্ধে শহীদ হন খুশি, রফিক, সফিক, সাদি শহীদ ও যুদ্ধাহত হন বেশ কিছু মানুষ।

সারাদেশে ১৬ ডিসেম্বর পাক হানাদার বাহিনীরা আত্মসমর্পন করলেও রাজবাড়ী শহর তখনো বিহারীদের কবল থেকে মুক্ত হয়নি। তারপর একে একে জেলার বিভিন্ন স্থান থেকে মুক্তিবাহিনী এসে জেলা শহরে সংগঠিত হয়। এ খবরে বিহারীরা রেল লাইনের পাশে পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকা রেলের কামড়া গুলোতে অবস্থান নেয়। লোকো শেড থেকে ড্রাই-আইস ফ্যাক্টরি পর্যন্ত মালগাড়ী দিয়ে ব্যারিকেড তৈরি করে বিহারীরা। মুক্তিযোদ্ধারা বিহারীদের লক্ষ্য করে গুলি বর্ষন করলেও মালগাড়ীর বাঙ্কারের কারণে সুবিধা করতে না পেরে বিকল্প হিসেবে যশোর থেকে আনা মর্টারশেল ব্যবহার করা হয়। এক পর্যায় মুক্তি যোদ্ধাদের সাথে পরাজয় বরণ করে বিহারীদের আত্মসমর্পণের মাধ্যমে শত্রু মুক্ত হয় রাজবাড়ী।

১৯৭১ সালের ২১ এপ্রিল বুধবার রাত ৩টার দিকে প্রথম বারের মতো আরিচা থেকে বেলুচ রেজিমেন্টের মেজর চিমারের নেতৃত্বে ‘রণবহর’ নিয়ে রাজবাড়ীর গোয়ালন্দে ঝাপিয়ে পড়ে পাকবাহিনী। এ থেকেই রাজবাড়ীতে হয় যুদ্ধের সূচনা।

ট্যাগঃ
রিপোর্টারের সম্পর্কে জানুন

Rajbari Mail

জনপ্রিয় পোস্ট

বালিয়াকান্দিতে আনারস প্রতীকের দুই সমর্থকে হাতুড়ী পিটিয়ে জখমের অভিযোগ প্রতিপক্ষের বিরুদ্ধে

১৮ ডিসেম্বর রাজবাড়ী শক্র মুক্ত দিবস

পোস্ট হয়েছেঃ ০৫:৫৯:৪৫ অপরাহ্ন, রবিবার, ১৮ ডিসেম্বর ২০২২

নিজস্ব প্রতিবেদক, রাজবাড়ীঃ সারাদেশ যখন বিজয়ের আনন্দে ভাসছে, রাজবাড়ীতে তখনও চলছে বিহারী অবাঙ্গালীদের সাথে তুমুল যুদ্ধ। এর ফলে রাজবাড়ীকে শত্রু মুক্ত করতে দুই দিন সময় বেশি লাগে। ১৪ থেকে ১৮ ডিসেম্বর তুমুল যুদ্ধের মাধ্যমে শত্রু মুক্ত হয় রাজবাড়ী জেলা। যুদ্ধে শহীদ হন খুশি, রফিক, সফিক, সাদি শহীদ ও যুদ্ধাহত হন বেশ কিছু মানুষ।

সারাদেশে ১৬ ডিসেম্বর পাক হানাদার বাহিনীরা আত্মসমর্পন করলেও রাজবাড়ী শহর তখনো বিহারীদের কবল থেকে মুক্ত হয়নি। তারপর একে একে জেলার বিভিন্ন স্থান থেকে মুক্তিবাহিনী এসে জেলা শহরে সংগঠিত হয়। এ খবরে বিহারীরা রেল লাইনের পাশে পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকা রেলের কামড়া গুলোতে অবস্থান নেয়। লোকো শেড থেকে ড্রাই-আইস ফ্যাক্টরি পর্যন্ত মালগাড়ী দিয়ে ব্যারিকেড তৈরি করে বিহারীরা। মুক্তিযোদ্ধারা বিহারীদের লক্ষ্য করে গুলি বর্ষন করলেও মালগাড়ীর বাঙ্কারের কারণে সুবিধা করতে না পেরে বিকল্প হিসেবে যশোর থেকে আনা মর্টারশেল ব্যবহার করা হয়। এক পর্যায় মুক্তি যোদ্ধাদের সাথে পরাজয় বরণ করে বিহারীদের আত্মসমর্পণের মাধ্যমে শত্রু মুক্ত হয় রাজবাড়ী।

১৯৭১ সালের ২১ এপ্রিল বুধবার রাত ৩টার দিকে প্রথম বারের মতো আরিচা থেকে বেলুচ রেজিমেন্টের মেজর চিমারের নেতৃত্বে ‘রণবহর’ নিয়ে রাজবাড়ীর গোয়ালন্দে ঝাপিয়ে পড়ে পাকবাহিনী। এ থেকেই রাজবাড়ীতে হয় যুদ্ধের সূচনা।