০৬:১৪ পূর্বাহ্ন, সোমবার, ২০ মে ২০২৪, ৬ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ

পদ্মার বিপন্ন প্রজাতির ২৭ কেজির বাগাড় ৩৫ হাজারে বিক্রি

ফিরোজ আহম্মেদ, গোয়ালন্দঃ রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ঘাট বাজারে প্রায় ২৭ কেজি ওজনের একটি বিপন্ন বড় বাগাড় মাছ বিক্রি হয়েছে।শনিবার দিনগত মধ্যরাতে স্থানীয় জেলেদের জালে আটকা পড়া ওই বাগাড়টি রোববার সকালে ৩৫ হাজার টাকায় এক মাছ ব্যবসায়ী কিনে নেন। বাগাড় একটি বিপন্ন প্রজাতির মাছ হলেও মাঝে মধ্যেই গোয়ালন্দের পদ্মা নদীতে ধরা পড়ছে। আবার প্রকাশ্য নিলামের মাধ্যমে তা বিক্রি হচ্ছে।

স্থানীয় জেলেরা জানান, রাজবাড়ী সদর উপজেলার বহরপুর এলাকার জেলে নুরাল বিশ্বাস ও তার সঙ্গীরা গতকাল শনিবার রাতে জাল নিয়ে পদ্মা নদীতে নেমে পড়েন। রাত শেষের দিকে পদ্মার মোহনায় জাল গুটিয়ে নৌকায় তুলতেই দেখতে পান বড় একটি বাগাড়। মাছটি সকালে বিক্রির জন্য দৌলতদিয়া ঘাট মাছ বাজার কেছমত মোল্লার আড়ত ঘরে আনেন। এ সময় নিলাম ডাকা হলে ফেরি ঘাট এলাকার মৎস্য ব্যবসায়ী চান্দু মোল্লা কিনে নেন।

বাগাড় একটি বিপন্ন প্রজাতির মাছ। এ ধরনের মাছ শিকারে নিরুৎসাহিত করা হলেও গোয়ালন্দে মাঝেমধ্যে ধরা পড়ছে। প্রকাশ্যে নিলামেও বিক্রি হচ্ছে। তবে এ ধরনের মাছ শিকার বা বিক্রি বন্ধে কার্যকর কোনো পদক্ষেপ নিতে দেখা যায়নি। বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইন, ২০১১-এর তফসিল অনুযায়ী, বাগাড় বিপন্ন প্রজাতির মাছ। তাই এ ধরনের মাছ শিকার ও বেচাকেনা নিরুৎসাহিত করা হয়েছে।

সংশ্লিষ্ট সূত্রমতে, ২০২২ সালের জানুয়ারিতে পরিবেশ, বন ও জলবায়ু মন্ত্রণালয়ের বন্য প্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইনের তফসিলে বাগাড় মাছকে বিপন্ন প্রাণী হিসেবে তালিকাভুক্ত করা হয়। এদিকে বন্য প্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইন, ২০১২ অনুযায়ী বিপন্ন প্রাণী ধরা বা কেনাবেচা দ-নীয় অপরাধ।আন্তর্জাতিক প্রকৃতি ও প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ সংঘের (আইইউসিএন) লাল তালিকায় রয়েছে বাগাড় মাছ।

চান্দু মোল্লা বলেন, মাছটি রোববার সকালে দৌলতদিয়া মাছ বাজারের আড়তদার কেছমত মোল্লার ঘরে নিলামে তোলা হয়। এসময় ডিজিটাল মিটারে ওজন দিয়ে দেখতে পাই বাগাড়টির ওজন হয়েছে প্রায় ২৭ কেজি। পরে সর্বোচ্চ দরদাতা হিসেবে আমি ১ হাজার ৩০০ টাকা কেজি দরে মোট ৩৫ হাজার টাকা দিয়ে কিনে নেই। মাছটি বর্তমানে ফেরি ঘাটের পন্টুনের সঙ্গে বেধে রাখা হয়েছে। কেজি প্রতি ১০০ টাকা করে লাভ পেলেই মাছটি বিক্রি করে দেওয়া হবে।

গোয়ালন্দ উপজেলা মৎস্য কর্মকর্তা শাহ মোহাম্মদ শাহরিয়ার জামান সাবু বলেন, নির্দিষ্ট সময় পর্যন্ত ছোট বাগাড় মাছ ধরা যাবে না। বড় বাগাড় মাছ ধরা বা খাওয়ার ক্ষেত্রে কোন বারণ নেই। এমন কোন নির্দেশনাও আমরা এখন পর্যন্ত পাইনি। যে কারনে এ ব্যাপারে আমরা বিশেষ কোন অভিযান চালাচ্ছিনা।

ট্যাগঃ
রিপোর্টারের সম্পর্কে জানুন

Rajbari Mail

জনপ্রিয় পোস্ট

বালিয়াকান্দিতে আনারস প্রতীকের দুই সমর্থকে হাতুড়ী পিটিয়ে জখমের অভিযোগ প্রতিপক্ষের বিরুদ্ধে

পদ্মার বিপন্ন প্রজাতির ২৭ কেজির বাগাড় ৩৫ হাজারে বিক্রি

পোস্ট হয়েছেঃ ০৭:৫৯:০৫ অপরাহ্ন, রবিবার, ২৫ ডিসেম্বর ২০২২

ফিরোজ আহম্মেদ, গোয়ালন্দঃ রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ঘাট বাজারে প্রায় ২৭ কেজি ওজনের একটি বিপন্ন বড় বাগাড় মাছ বিক্রি হয়েছে।শনিবার দিনগত মধ্যরাতে স্থানীয় জেলেদের জালে আটকা পড়া ওই বাগাড়টি রোববার সকালে ৩৫ হাজার টাকায় এক মাছ ব্যবসায়ী কিনে নেন। বাগাড় একটি বিপন্ন প্রজাতির মাছ হলেও মাঝে মধ্যেই গোয়ালন্দের পদ্মা নদীতে ধরা পড়ছে। আবার প্রকাশ্য নিলামের মাধ্যমে তা বিক্রি হচ্ছে।

স্থানীয় জেলেরা জানান, রাজবাড়ী সদর উপজেলার বহরপুর এলাকার জেলে নুরাল বিশ্বাস ও তার সঙ্গীরা গতকাল শনিবার রাতে জাল নিয়ে পদ্মা নদীতে নেমে পড়েন। রাত শেষের দিকে পদ্মার মোহনায় জাল গুটিয়ে নৌকায় তুলতেই দেখতে পান বড় একটি বাগাড়। মাছটি সকালে বিক্রির জন্য দৌলতদিয়া ঘাট মাছ বাজার কেছমত মোল্লার আড়ত ঘরে আনেন। এ সময় নিলাম ডাকা হলে ফেরি ঘাট এলাকার মৎস্য ব্যবসায়ী চান্দু মোল্লা কিনে নেন।

বাগাড় একটি বিপন্ন প্রজাতির মাছ। এ ধরনের মাছ শিকারে নিরুৎসাহিত করা হলেও গোয়ালন্দে মাঝেমধ্যে ধরা পড়ছে। প্রকাশ্যে নিলামেও বিক্রি হচ্ছে। তবে এ ধরনের মাছ শিকার বা বিক্রি বন্ধে কার্যকর কোনো পদক্ষেপ নিতে দেখা যায়নি। বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইন, ২০১১-এর তফসিল অনুযায়ী, বাগাড় বিপন্ন প্রজাতির মাছ। তাই এ ধরনের মাছ শিকার ও বেচাকেনা নিরুৎসাহিত করা হয়েছে।

সংশ্লিষ্ট সূত্রমতে, ২০২২ সালের জানুয়ারিতে পরিবেশ, বন ও জলবায়ু মন্ত্রণালয়ের বন্য প্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইনের তফসিলে বাগাড় মাছকে বিপন্ন প্রাণী হিসেবে তালিকাভুক্ত করা হয়। এদিকে বন্য প্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইন, ২০১২ অনুযায়ী বিপন্ন প্রাণী ধরা বা কেনাবেচা দ-নীয় অপরাধ।আন্তর্জাতিক প্রকৃতি ও প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ সংঘের (আইইউসিএন) লাল তালিকায় রয়েছে বাগাড় মাছ।

চান্দু মোল্লা বলেন, মাছটি রোববার সকালে দৌলতদিয়া মাছ বাজারের আড়তদার কেছমত মোল্লার ঘরে নিলামে তোলা হয়। এসময় ডিজিটাল মিটারে ওজন দিয়ে দেখতে পাই বাগাড়টির ওজন হয়েছে প্রায় ২৭ কেজি। পরে সর্বোচ্চ দরদাতা হিসেবে আমি ১ হাজার ৩০০ টাকা কেজি দরে মোট ৩৫ হাজার টাকা দিয়ে কিনে নেই। মাছটি বর্তমানে ফেরি ঘাটের পন্টুনের সঙ্গে বেধে রাখা হয়েছে। কেজি প্রতি ১০০ টাকা করে লাভ পেলেই মাছটি বিক্রি করে দেওয়া হবে।

গোয়ালন্দ উপজেলা মৎস্য কর্মকর্তা শাহ মোহাম্মদ শাহরিয়ার জামান সাবু বলেন, নির্দিষ্ট সময় পর্যন্ত ছোট বাগাড় মাছ ধরা যাবে না। বড় বাগাড় মাছ ধরা বা খাওয়ার ক্ষেত্রে কোন বারণ নেই। এমন কোন নির্দেশনাও আমরা এখন পর্যন্ত পাইনি। যে কারনে এ ব্যাপারে আমরা বিশেষ কোন অভিযান চালাচ্ছিনা।