০৬:১২ পূর্বাহ্ন, সোমবার, ২০ মে ২০২৪, ৬ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ

রাজবাড়ী সদর হাসপাতালে দূর্বৃত্তদের হামলায় আহত এক

শামিম রেজা, রাজবাড়ীঃ রাজবাড়ী সদর হাসপাতা‌লের জরুরী বিভা‌গের হামলা চা‌লি‌য়ে ভাংচুর ক‌রে‌ছে একদল দূর্বৃত্ত। জরুরী বিভা‌গের দ্বা‌য়িত্বরত অ‌ফিস সহকারী নজরুল ইসলাম মিঠু‌ন‌কে (৩২) মার‌ধোর ক‌রে গুরুতর আহত করে দূর্বৃত্তরা। এ ঘটনার প্রতিবাদে জরুরী বিভা‌গে দ্বা‌য়িত্বরত চি‌কিৎসক ও সহকারীরা সাময়িকভা‌বে চিকিৎসা সেবা বন্ধ রা‌খেন। শ‌নিবার দুপু‌রে এ ঘটনা ঘ‌টে।

রাজবাড়ী সদর হাসপাতা‌লের তত্বাবধায়ক দীপক কুমার বিশ্বাস জানান, শনিবার দুপুরের দিকে দশ থেকে পনের জন জরুরী বিভা‌গে অতর্কিতভাবে ঢুকে ভাংচূর শুরু করে। এসময় অ‌ফিস সহকারী মিঠুন‌ এগিয়ে গেলে তাকে মার‌ধোর ক‌রে। কে বা কারা এ হামলা করেছে তা জান‌তে পা‌রেননি। তাৎক্ষ‌নিক বিষয়‌টি পু‌লিশ‌কে জানা‌নো হ‌য়। যারা এই ঘটনার সাথে জড়িত তা‌দের সবাইকে সনাক্ত ক‌রে বিচা‌রের আওতায় আনার দাবী জানান।

এ প্রসঙ্গে রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাদত হোসেন রাজবাড়ী মেইলকে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনা স্থলে গিয়ে পরিবেশ শান্ত করে। সেই সাথে যারা এই ঘটানা সাথে জড়িত তাদেরকে চিহ্নিত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

ট্যাগঃ
রিপোর্টারের সম্পর্কে জানুন

Rajbari Mail

জনপ্রিয় পোস্ট

বালিয়াকান্দিতে আনারস প্রতীকের দুই সমর্থকে হাতুড়ী পিটিয়ে জখমের অভিযোগ প্রতিপক্ষের বিরুদ্ধে

রাজবাড়ী সদর হাসপাতালে দূর্বৃত্তদের হামলায় আহত এক

পোস্ট হয়েছেঃ ০৮:১৬:৪২ অপরাহ্ন, শনিবার, ১০ জুলাই ২০২১

শামিম রেজা, রাজবাড়ীঃ রাজবাড়ী সদর হাসপাতা‌লের জরুরী বিভা‌গের হামলা চা‌লি‌য়ে ভাংচুর ক‌রে‌ছে একদল দূর্বৃত্ত। জরুরী বিভা‌গের দ্বা‌য়িত্বরত অ‌ফিস সহকারী নজরুল ইসলাম মিঠু‌ন‌কে (৩২) মার‌ধোর ক‌রে গুরুতর আহত করে দূর্বৃত্তরা। এ ঘটনার প্রতিবাদে জরুরী বিভা‌গে দ্বা‌য়িত্বরত চি‌কিৎসক ও সহকারীরা সাময়িকভা‌বে চিকিৎসা সেবা বন্ধ রা‌খেন। শ‌নিবার দুপু‌রে এ ঘটনা ঘ‌টে।

রাজবাড়ী সদর হাসপাতা‌লের তত্বাবধায়ক দীপক কুমার বিশ্বাস জানান, শনিবার দুপুরের দিকে দশ থেকে পনের জন জরুরী বিভা‌গে অতর্কিতভাবে ঢুকে ভাংচূর শুরু করে। এসময় অ‌ফিস সহকারী মিঠুন‌ এগিয়ে গেলে তাকে মার‌ধোর ক‌রে। কে বা কারা এ হামলা করেছে তা জান‌তে পা‌রেননি। তাৎক্ষ‌নিক বিষয়‌টি পু‌লিশ‌কে জানা‌নো হ‌য়। যারা এই ঘটনার সাথে জড়িত তা‌দের সবাইকে সনাক্ত ক‌রে বিচা‌রের আওতায় আনার দাবী জানান।

এ প্রসঙ্গে রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাদত হোসেন রাজবাড়ী মেইলকে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনা স্থলে গিয়ে পরিবেশ শান্ত করে। সেই সাথে যারা এই ঘটানা সাথে জড়িত তাদেরকে চিহ্নিত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে।