০৮:০৭ পূর্বাহ্ন, সোমবার, ২০ মে ২০২৪, ৬ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ

রাজবাড়ীর পদ্মায় জেলেদের জালে ধরা পড়েছে ৭২ হাজার টাকার বোয়াল ও কাতলা মাছ

নিজস্ব প্রতিবেদকঃ রাজবাড়ীর পদ্মা নদীতে মাঝেমধ্যে দেশীয় প্রজাতির বড় সুস্বাদু মাছ ধরা পড়ছে। পদ্মা নদীর মাছের কথা শুনলে কার জিবে জল না আসে। গতকাল শনিবার দিবাগত মধ্যরাতের দিকে জেলেদের জালে দুটি বিশাল আকারের বোয়াল ও কাতলা মাছ ধরা পড়েছে। মাছ দুটি জেলেরা ৭২ হাজা টাকায় বিক্রি করেছেন।

মাছ দুটির ওজন যথাক্রমে ২১ কেজি করে। দৌলতদিয়া ফেরিঘাট এলাকার মৎস্য ব্যবসায়ী মাসুদ মোল্লা ২১ কেজি ওজনের বোয়াল মাছটি ২ হাজার ১০০ টাকা কেজি দরে এবং কাতলা মাছটি স্থানীয় আরেক ব্যবসায়ী চান্দু মোল্লা ১ হাজার ৩৫০ টাকা কেজি দরে কিনেন। এরমধ্যে বোয়াল মাছ দুপুরের আগে ২ হাজার ২০০ টাকা কেজি দরে বিক্রি হয়েছে। কাতলা মাছটি এখনো বিক্রি হয়নি।

মাসুদ মোল্লা বলেন, শনিবার দিবাগত রাতে রাজবাড়ী সদর জৌকুড়ার জেলে শুকুর হালদারসহ কয়েকজন পদ্মায় মাছ ধরতে নামে। রাত প্রায় শেষ হয়ে গেলে মাছ না পাওয়ায় হতাশ হন। রাত শেষের দিকে পদ্মা-যমুনার মিলনস্থল গোয়ালন্দের দেবগ্রাম এলাকায় জাল ফেলে ৭ কেজি ওজনের দুটি আইড় পান। জাল গুটিয়ে বাড়ি যাবার প্রস্তুতি নিলে বিশাল এক ঝাকি দিলে বুঝতে পারেন বড় মাছ ধরা পড়েছে। জাল নৌকায় তোলার শেষ দিকে দেখতে পান বড় বোয়াল পড়েছে। সবার মুখেই আনন্দের হাসি ফুটে ওঠে। দেরি না করে মাছটি নিয়ে দ্রুত আসেন দৌলতদিয়া ঘাট টার্মিনাল সংলগ্ন মাছ বাজারে। হালিম সরদারের আড়তে তুলে ওজন দিয়ে দেখেন প্রায় ২১ কেজি ১০০ গ্রাম। পরে সর্বোচ্চ দরদাতা হিসেবে মাসুদ মোল্লা ও ভাগিদার ২ হাজার ১০০ টাকা কেজি দরে ৪৪ হাজার ১০০ টাকায় মাছটি কিনেন। বেলা ১০ টার মধ্যে ঢাকার ধানমন্ডির এক ব্যবসায়ীর কাছে ২ হাজার ২০০ টাকা কেজি দরে বিক্রি করেন।

মাসুদ মোল্লাসহ ভাগিদাররা বলেন, গত বছর পদ্মা নদীতে ২০ কেজি ওজনের একটি বোয়াল ধরা পড়েছিল। এ বছর প্রথম এতবড় বোয়াল ধরা পড়েছে। তারা ওই জেলের কাছ থেকে ৭ কেজি ওজনের আরো দুটি আইড় মাছ ১ হাজার ৩০০ টাকা কেজি দরে কিনেন এবং একই ব্যক্তির কাছে ১ হাজার ৪০০ টাকা কেজি দরে বিক্রি করেন।

অপর দিকে দৌলতদিয়া মাছ বাজার থেকে আরেক মৎস্য ব্যবসায়ী চান্দু মোল্লা ২১ কেজি ২০০ গ্রাম ওজনের কাতলা মাছটি ১ হাজার ৩৫০ টাকা কেজি দরে ২৮ হাজার ৩৫০ টাকায় ক্রয় করেন। মাছটি এখনো দৌলতদিয়ার ৫নম্বর ফেরি ঘাটের পন্টুনের সাথে রশি দিয়ে বেধে রেখেছেন। স্থানীয় দুলাল মন্ডলের আড়ত থেকে মাছটি তিনি কিনে নেন।

মৎস্য ব্যবসায়ী চান্দু মোল্লা বলেন, রোববার সকালে বাজারে বড় বোয়াল ও কাতলা মাছ ওঠেছে খবর পেয়ে দ্রুত ছুটি আসি। এসে নিলামে অংশ নিয়ে দুলাল মন্ডলের আড়ত ঘর থেকে ২১ কেজি ২০০ গ্রাম ওজনের কাতলা মাছটি ২৮ হাজার ৩৫০ টাকায় কিনে নেই। মাছটি বিক্রির জন্য ফেরিঘাটের পন্টুনের সাথে বেধে রেখেছি। ঢাকার বিভিন্ন পরিচিত ব্যবসায়ী, রাজনৈতিক নেতাসহ অনেকের সাথে যোগাযোগ করছি। ১৪০০ টাকা কেজি দর পেলে বিক্রি করবো। মাছটি কোন জেলের জালে ধরা পড়েছে আমার জানা নেই। আড়তদার থেকে শুনেছি দৌলতদিয়ার ১নম্বর ফেরি ঘাটের কাছে পদ্মা নদীতে শনিবার রাত ৩টার দিকে জেলে জামালের জালে মাছটি ধরা পড়ে।

গোয়ালন্দ উপজেলার মৎস্য কর্মকর্তা রেজাউল শরীফ বলেন, পদ্মায় এ ধরনের বড় বড় দেশীয় প্রজাতির সুস্বাদু মাছ আরো পাওয়া যাবে। এ ধরনের বড় বড় মাছ সংরক্ষণ করা খুবই দরকার। তাদের বিচরণের জন্য অভয়াশ্রম করতে পারলে আগামী প্রজন্মের জন্য এ ধরনের মাছের কোন সমস্যা হতোনা। সম্প্রতি উপজেলার মাসিক সমন্বয় সভায় বিষয়টি গুরুত্ব আকারে তুলে ধরেছি।

ট্যাগঃ
রিপোর্টারের সম্পর্কে জানুন

Rajbari Mail

জনপ্রিয় পোস্ট

বালিয়াকান্দিতে আনারস প্রতীকের দুই সমর্থকে হাতুড়ী পিটিয়ে জখমের অভিযোগ প্রতিপক্ষের বিরুদ্ধে

রাজবাড়ীর পদ্মায় জেলেদের জালে ধরা পড়েছে ৭২ হাজার টাকার বোয়াল ও কাতলা মাছ

পোস্ট হয়েছেঃ ১০:১১:০১ অপরাহ্ন, রবিবার, ২০ ডিসেম্বর ২০২০

নিজস্ব প্রতিবেদকঃ রাজবাড়ীর পদ্মা নদীতে মাঝেমধ্যে দেশীয় প্রজাতির বড় সুস্বাদু মাছ ধরা পড়ছে। পদ্মা নদীর মাছের কথা শুনলে কার জিবে জল না আসে। গতকাল শনিবার দিবাগত মধ্যরাতের দিকে জেলেদের জালে দুটি বিশাল আকারের বোয়াল ও কাতলা মাছ ধরা পড়েছে। মাছ দুটি জেলেরা ৭২ হাজা টাকায় বিক্রি করেছেন।

মাছ দুটির ওজন যথাক্রমে ২১ কেজি করে। দৌলতদিয়া ফেরিঘাট এলাকার মৎস্য ব্যবসায়ী মাসুদ মোল্লা ২১ কেজি ওজনের বোয়াল মাছটি ২ হাজার ১০০ টাকা কেজি দরে এবং কাতলা মাছটি স্থানীয় আরেক ব্যবসায়ী চান্দু মোল্লা ১ হাজার ৩৫০ টাকা কেজি দরে কিনেন। এরমধ্যে বোয়াল মাছ দুপুরের আগে ২ হাজার ২০০ টাকা কেজি দরে বিক্রি হয়েছে। কাতলা মাছটি এখনো বিক্রি হয়নি।

মাসুদ মোল্লা বলেন, শনিবার দিবাগত রাতে রাজবাড়ী সদর জৌকুড়ার জেলে শুকুর হালদারসহ কয়েকজন পদ্মায় মাছ ধরতে নামে। রাত প্রায় শেষ হয়ে গেলে মাছ না পাওয়ায় হতাশ হন। রাত শেষের দিকে পদ্মা-যমুনার মিলনস্থল গোয়ালন্দের দেবগ্রাম এলাকায় জাল ফেলে ৭ কেজি ওজনের দুটি আইড় পান। জাল গুটিয়ে বাড়ি যাবার প্রস্তুতি নিলে বিশাল এক ঝাকি দিলে বুঝতে পারেন বড় মাছ ধরা পড়েছে। জাল নৌকায় তোলার শেষ দিকে দেখতে পান বড় বোয়াল পড়েছে। সবার মুখেই আনন্দের হাসি ফুটে ওঠে। দেরি না করে মাছটি নিয়ে দ্রুত আসেন দৌলতদিয়া ঘাট টার্মিনাল সংলগ্ন মাছ বাজারে। হালিম সরদারের আড়তে তুলে ওজন দিয়ে দেখেন প্রায় ২১ কেজি ১০০ গ্রাম। পরে সর্বোচ্চ দরদাতা হিসেবে মাসুদ মোল্লা ও ভাগিদার ২ হাজার ১০০ টাকা কেজি দরে ৪৪ হাজার ১০০ টাকায় মাছটি কিনেন। বেলা ১০ টার মধ্যে ঢাকার ধানমন্ডির এক ব্যবসায়ীর কাছে ২ হাজার ২০০ টাকা কেজি দরে বিক্রি করেন।

মাসুদ মোল্লাসহ ভাগিদাররা বলেন, গত বছর পদ্মা নদীতে ২০ কেজি ওজনের একটি বোয়াল ধরা পড়েছিল। এ বছর প্রথম এতবড় বোয়াল ধরা পড়েছে। তারা ওই জেলের কাছ থেকে ৭ কেজি ওজনের আরো দুটি আইড় মাছ ১ হাজার ৩০০ টাকা কেজি দরে কিনেন এবং একই ব্যক্তির কাছে ১ হাজার ৪০০ টাকা কেজি দরে বিক্রি করেন।

অপর দিকে দৌলতদিয়া মাছ বাজার থেকে আরেক মৎস্য ব্যবসায়ী চান্দু মোল্লা ২১ কেজি ২০০ গ্রাম ওজনের কাতলা মাছটি ১ হাজার ৩৫০ টাকা কেজি দরে ২৮ হাজার ৩৫০ টাকায় ক্রয় করেন। মাছটি এখনো দৌলতদিয়ার ৫নম্বর ফেরি ঘাটের পন্টুনের সাথে রশি দিয়ে বেধে রেখেছেন। স্থানীয় দুলাল মন্ডলের আড়ত থেকে মাছটি তিনি কিনে নেন।

মৎস্য ব্যবসায়ী চান্দু মোল্লা বলেন, রোববার সকালে বাজারে বড় বোয়াল ও কাতলা মাছ ওঠেছে খবর পেয়ে দ্রুত ছুটি আসি। এসে নিলামে অংশ নিয়ে দুলাল মন্ডলের আড়ত ঘর থেকে ২১ কেজি ২০০ গ্রাম ওজনের কাতলা মাছটি ২৮ হাজার ৩৫০ টাকায় কিনে নেই। মাছটি বিক্রির জন্য ফেরিঘাটের পন্টুনের সাথে বেধে রেখেছি। ঢাকার বিভিন্ন পরিচিত ব্যবসায়ী, রাজনৈতিক নেতাসহ অনেকের সাথে যোগাযোগ করছি। ১৪০০ টাকা কেজি দর পেলে বিক্রি করবো। মাছটি কোন জেলের জালে ধরা পড়েছে আমার জানা নেই। আড়তদার থেকে শুনেছি দৌলতদিয়ার ১নম্বর ফেরি ঘাটের কাছে পদ্মা নদীতে শনিবার রাত ৩টার দিকে জেলে জামালের জালে মাছটি ধরা পড়ে।

গোয়ালন্দ উপজেলার মৎস্য কর্মকর্তা রেজাউল শরীফ বলেন, পদ্মায় এ ধরনের বড় বড় দেশীয় প্রজাতির সুস্বাদু মাছ আরো পাওয়া যাবে। এ ধরনের বড় বড় মাছ সংরক্ষণ করা খুবই দরকার। তাদের বিচরণের জন্য অভয়াশ্রম করতে পারলে আগামী প্রজন্মের জন্য এ ধরনের মাছের কোন সমস্যা হতোনা। সম্প্রতি উপজেলার মাসিক সমন্বয় সভায় বিষয়টি গুরুত্ব আকারে তুলে ধরেছি।