০৫:১৬ পূর্বাহ্ন, সোমবার, ২০ মে ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ

গোয়ালন্দ পৌরসভায় টিসিবির পণ্য বিতরণ কার্যক্রম উদ্বোধন

শামীম শেখ ও মঈন মৃধা, গোয়ালন্দঃ আসন্ন পবিত্র রমজানের পূর্বে নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য সহনীয় পর্যায়ে রাখতে সারা দেশে ১ কোটি পরিবারকে বাংলাদেশে (টিসিবি’র) পণ্য বিতরণ কর্মসূচি শুরু হয়েছে। এরই অংশ হিসেবে রাজবাড়ীর গোয়ালন্দ পৌরসভায় ৩টি স্থানে ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডে আজ রোববার (২০ মার্চ) সকাল সাড়ে ১০ টার দিকে ১ হাজার ৮২৩ টি পরিবারের মাঝে টিসিবি’র পণ্য বিতরণ করা হয়েছে।

গোয়ালন্দ পৌরসভার মেয়র মো. নজরুল ইসলাম মন্ডল গোয়ালন্দ ইদ্রিসিয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসা সংলগ্ন টিসিবির পণ্য বিতরণের উদ্ধোধন করা হয়। এসময় উপস্থিত ছিলেন গোয়ালন্দ উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মোস্তফা মুন্সী, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আজিজুল হক খান, ট্যাগ অফিসার রাজবাড়ী জেলা সদর নির্বাহী ম্যাজিস্ট্রেট বিপুল শিকদার, জেলা পরিষদের সদস্য ও উপজেলা যুবলীগের সভাপতি মো. ইউনুস আলী মোল্লা, পৌরসভার স্থানীয় স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর নাসির উদ্দিন রনি প্রমুখ।

গোয়ালন্দ উপজেলার ৪টি ইউনিয়ন ও একটি পৌরসভায় মোট ৯হাজার ৭৫৪টি পরিবারকে টিসিবি’র পণ্য দেওয়া হবে। সুবিধা ভোগিরা জনপ্রতি পাবেন সয়াবিন তেল ২ লিটার ২২০ টাকা, চিনি দুই কেজি ১১০ টাকা, মসুর ডাল ২ কেজি ১৩০ টাকা। সর্বমোট ৪৬০ টাকার বিনিময়ে ৬ কেজি টিসিবির পণ্য। টিসিবি’র সরবরাহকারী প্রতিষ্ঠান মেসার্স জামান ট্রেডার্স।

উদ্বোধনকালে উপজেলা পরিষদের চেয়ারম্যান মোস্তফা মুন্সী বলেন, আজ থেকে সাধারণ মানুষের মধ্যে টিসিবির পণ্য বিতরণ শুরু করেছে জনবান্ধব ও খাদ্য বান্ধব সরকার। পর্যায়ক্রমে বাকি ইউনিয়নেও এ টিসিবির পণ্য দেওয়া হবে। টিসিবির পণ্য নিতে আসা ষাটোর্ধ বয়সী কুলসুম বেগম বলেন, আগে ভিটিতে দেখতাম টিসিবির পণ্য শহরেই শুধু দেয়। এখন গ্রামেও দিচ্ছে। মাননীয় প্রধানমন্ত্রী কে অসংখ্য ধন্যবাদ। আমরা কম দামে এ পণ্য কিনতে পেরে অনেক আনন্দিত।

ট্যাগঃ
রিপোর্টারের সম্পর্কে জানুন

Rajbari Mail

জনপ্রিয় পোস্ট

বালিয়াকান্দিতে আনারস প্রতীকের দুই সমর্থকে হাতুড়ী পিটিয়ে জখমের অভিযোগ প্রতিপক্ষের বিরুদ্ধে

গোয়ালন্দ পৌরসভায় টিসিবির পণ্য বিতরণ কার্যক্রম উদ্বোধন

পোস্ট হয়েছেঃ ১১:৩৬:২৭ অপরাহ্ন, রবিবার, ২০ মার্চ ২০২২

শামীম শেখ ও মঈন মৃধা, গোয়ালন্দঃ আসন্ন পবিত্র রমজানের পূর্বে নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য সহনীয় পর্যায়ে রাখতে সারা দেশে ১ কোটি পরিবারকে বাংলাদেশে (টিসিবি’র) পণ্য বিতরণ কর্মসূচি শুরু হয়েছে। এরই অংশ হিসেবে রাজবাড়ীর গোয়ালন্দ পৌরসভায় ৩টি স্থানে ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডে আজ রোববার (২০ মার্চ) সকাল সাড়ে ১০ টার দিকে ১ হাজার ৮২৩ টি পরিবারের মাঝে টিসিবি’র পণ্য বিতরণ করা হয়েছে।

গোয়ালন্দ পৌরসভার মেয়র মো. নজরুল ইসলাম মন্ডল গোয়ালন্দ ইদ্রিসিয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসা সংলগ্ন টিসিবির পণ্য বিতরণের উদ্ধোধন করা হয়। এসময় উপস্থিত ছিলেন গোয়ালন্দ উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মোস্তফা মুন্সী, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আজিজুল হক খান, ট্যাগ অফিসার রাজবাড়ী জেলা সদর নির্বাহী ম্যাজিস্ট্রেট বিপুল শিকদার, জেলা পরিষদের সদস্য ও উপজেলা যুবলীগের সভাপতি মো. ইউনুস আলী মোল্লা, পৌরসভার স্থানীয় স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর নাসির উদ্দিন রনি প্রমুখ।

গোয়ালন্দ উপজেলার ৪টি ইউনিয়ন ও একটি পৌরসভায় মোট ৯হাজার ৭৫৪টি পরিবারকে টিসিবি’র পণ্য দেওয়া হবে। সুবিধা ভোগিরা জনপ্রতি পাবেন সয়াবিন তেল ২ লিটার ২২০ টাকা, চিনি দুই কেজি ১১০ টাকা, মসুর ডাল ২ কেজি ১৩০ টাকা। সর্বমোট ৪৬০ টাকার বিনিময়ে ৬ কেজি টিসিবির পণ্য। টিসিবি’র সরবরাহকারী প্রতিষ্ঠান মেসার্স জামান ট্রেডার্স।

উদ্বোধনকালে উপজেলা পরিষদের চেয়ারম্যান মোস্তফা মুন্সী বলেন, আজ থেকে সাধারণ মানুষের মধ্যে টিসিবির পণ্য বিতরণ শুরু করেছে জনবান্ধব ও খাদ্য বান্ধব সরকার। পর্যায়ক্রমে বাকি ইউনিয়নেও এ টিসিবির পণ্য দেওয়া হবে। টিসিবির পণ্য নিতে আসা ষাটোর্ধ বয়সী কুলসুম বেগম বলেন, আগে ভিটিতে দেখতাম টিসিবির পণ্য শহরেই শুধু দেয়। এখন গ্রামেও দিচ্ছে। মাননীয় প্রধানমন্ত্রী কে অসংখ্য ধন্যবাদ। আমরা কম দামে এ পণ্য কিনতে পেরে অনেক আনন্দিত।