০৪:৫৮ পূর্বাহ্ন, সোমবার, ২০ মে ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ

রাজবাড়ীতে পণ্যবাহী ট্রাকের লম্বা লাইন

হেলাল মাহমুদ, রাজবাড়ীঃ রাজবাড়ীর দৌলতদিয়া ও মানিকগঞ্জের পাঁটুরিয়া নৌরুটে যাত্রী ও যানবাহন পারাপারে ফেরী বাড়ানো হলেও যানবাহনও পণ্যবাহী ট্রাকের লম্বা লাইন দেখা গেছে।

সরেজমিন মঙ্গলবার রাজবাড়ীর গোয়ালন্দ মোড় থেকে ৫ কিলোমিটার দূরে রাজবাড়ীমুখী পশ্চিম কল্যাণপুর পর্যন্ত ট্রাকের লম্বা লাইনে আটকে থাকতে দেখা যায়।

গোপালগঞ্জ থেকে ঢাকায় ফেরা ট্রাক চালক জমির আলী বলেন, দৌলতদিয়া-পাঁটুরিয়া নৌরুটে যাত্রী ও ট্রাক চালকদের সুবিধায় পারাপারের জন্য ফেরীর সংখ্যা বাড়ানো হলেও কেন আমাদেরকে ঘন্টার পর ঘন্টা আটকে থাকতে হচ্ছে বলে ক্ষোভ প্রকাশ করেন।

রাজবাড়ীর গোয়ালন্দ মোড়ে দায়িত্ব পালনরত রাজবাড়ী জেলা পুলিশের ট্রাফিক সার্জেন্ট প্রশান্ত কুমার মৌলিক বলেন, দৌলতদিয়ায় ফেরী বাড়ানো হলেও পন্টুনে কিছু সমস্যা থাকায় ঠিকমতো গাড়ীগুলো উঠতে না পারা, নদীতে স্রোত থাকায় সময়ও বেশি লাগছে। যে কারনে পারাপারের জন্য যাত্রীবাহী যানবাহনসহ পন্যবাহী ট্রাকগুলোকে মহাসড়কে আটকে থাকতে হচ্ছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।

এ বিষয়ে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) দৌলতদিয়া ফেরি ঘাটের ম্যানেজার মো. শিহাব উদ্দীন রাজবাড়ীমেইলকে বলেন, দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে বর্তমানে ১৭টি ফেরি চলাচল করলেও আরো কিছু ফেরী যোগ হওয়ার প্রস্তাব করা হয়েছে বলে জানান তিনি।

ট্যাগঃ
রিপোর্টারের সম্পর্কে জানুন

Rajbari Mail

জনপ্রিয় পোস্ট

বালিয়াকান্দিতে আনারস প্রতীকের দুই সমর্থকে হাতুড়ী পিটিয়ে জখমের অভিযোগ প্রতিপক্ষের বিরুদ্ধে

রাজবাড়ীতে পণ্যবাহী ট্রাকের লম্বা লাইন

পোস্ট হয়েছেঃ ০৯:০৫:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ অগাস্ট ২০২১

হেলাল মাহমুদ, রাজবাড়ীঃ রাজবাড়ীর দৌলতদিয়া ও মানিকগঞ্জের পাঁটুরিয়া নৌরুটে যাত্রী ও যানবাহন পারাপারে ফেরী বাড়ানো হলেও যানবাহনও পণ্যবাহী ট্রাকের লম্বা লাইন দেখা গেছে।

সরেজমিন মঙ্গলবার রাজবাড়ীর গোয়ালন্দ মোড় থেকে ৫ কিলোমিটার দূরে রাজবাড়ীমুখী পশ্চিম কল্যাণপুর পর্যন্ত ট্রাকের লম্বা লাইনে আটকে থাকতে দেখা যায়।

গোপালগঞ্জ থেকে ঢাকায় ফেরা ট্রাক চালক জমির আলী বলেন, দৌলতদিয়া-পাঁটুরিয়া নৌরুটে যাত্রী ও ট্রাক চালকদের সুবিধায় পারাপারের জন্য ফেরীর সংখ্যা বাড়ানো হলেও কেন আমাদেরকে ঘন্টার পর ঘন্টা আটকে থাকতে হচ্ছে বলে ক্ষোভ প্রকাশ করেন।

রাজবাড়ীর গোয়ালন্দ মোড়ে দায়িত্ব পালনরত রাজবাড়ী জেলা পুলিশের ট্রাফিক সার্জেন্ট প্রশান্ত কুমার মৌলিক বলেন, দৌলতদিয়ায় ফেরী বাড়ানো হলেও পন্টুনে কিছু সমস্যা থাকায় ঠিকমতো গাড়ীগুলো উঠতে না পারা, নদীতে স্রোত থাকায় সময়ও বেশি লাগছে। যে কারনে পারাপারের জন্য যাত্রীবাহী যানবাহনসহ পন্যবাহী ট্রাকগুলোকে মহাসড়কে আটকে থাকতে হচ্ছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।

এ বিষয়ে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) দৌলতদিয়া ফেরি ঘাটের ম্যানেজার মো. শিহাব উদ্দীন রাজবাড়ীমেইলকে বলেন, দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে বর্তমানে ১৭টি ফেরি চলাচল করলেও আরো কিছু ফেরী যোগ হওয়ার প্রস্তাব করা হয়েছে বলে জানান তিনি।