০৬:৩৭ পূর্বাহ্ন, সোমবার, ২০ মে ২০২৪, ৬ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ

ডাকাতির প্রস্তুতিকালে রাজবাড়ীতে বিদেশী পিস্তুল ও গুলিসহ গ্রেপ্তার ৫

ইমরান মনিম, রাজবাড়ীঃ ডাকাতির প্রস্তুতিকালে রাজবাড়ী শহরের বিদেশী পিস্তল ও গুলিসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত পাঁচজন শহরের চিহিৃত সন্ত্রাসী বলে পুলিশের দাবী। গ্রেপ্তারকৃতদের কাছ থেকে বিদেশী পিস্তল, গুলি ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। এ নিয়ে বুধবার দুপুরে রাজবাড়ীর পুলিশ সুপারের সম্মেলন কক্ষে প্রেস ব্রিফিং করা হয়েছে।

প্রেস ব্রিফিং-এ পুলিশ সুপার এম এম শাকিলুজ্জামান বলেন, ডাকাতি করার উদ্দেশ্যে জেলা শহরের একদল শীর্ষ সন্ত্রাসী বিদেশী পিস্তল, গুলি ও দেশীয় অস্ত্র নিয়ে সদর উপজেলার খানখানাপুর ইউনিয়নের সরদার পাড়ার জনৈক খলিল শেখের বাড়ীতে অবস্থান করছে। গত মঙ্গলবার সন্ধ্যায় গোপন ওই সংবাদের ভিত্তিতে রাজবাড়ী থানা পুলিশের সদস্যরা সেখানে অভিযান পরিচালনা করে। দীর্ঘ সময় ধরে করা অভিযানে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি রাহাদ বিশ^াস ওরফে পিয়াল, তার সহযোগি আরিফ মন্ডল, আশরাফুল ইসলাম, রমজান আলী, আলীম শেখকে গ্রেপ্তার করতে সক্ষম হন। সেই সাথে তাদের কাছ থেকে ১টি স্বয়ংক্রিয় বিদেশী পিস্তল, ২টি ম্যাগাজিন, ৬ রাউন্ড পিস্তলের গুলি, ১ রাউন্ড শর্ট গানের কার্তুজ, ১টি চাইনিজ কুড়াল, ২টি রামদা, ১টি কুড়াল, ২টি ছোড়া ও ২টি চাকু উদ্ধার করা হয়।

এ সময় ১৫-১৬ জন সন্ত্রাসী পালিয়ে যায়। গ্রেপ্তারকৃত প্রত্যেকের বিরুদ্ধে ২ থেকে ১৫টি করে মামলা রয়েছে। তারা জেলা শহর সহ আশপাশের এলাকা গুলোতে নিয়মিতভাবে অপরাধ মূলক কর্মকান্ড পরিচালনা করে আসছে।

প্রেস ব্রিফিং-এ রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার মোঃ সালাহ উদ্দিন, অতিরিক্ত পুলিশ সুপার রেজাউল ইসলাম, রাজবাড়ী থানার ওসি মোহাম্মদ শাহাদাত হোসেন, টিআই তারক পালসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

রাজবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহাদাত হোসেন বলেন, ওই ঘটনায় গ্রেপ্তার হওয়া ও পলাতক আসামিদের বিরুদ্ধে ডাকাতির প্রস্তুতি ও অস্ত্র আইনে পৃথক দু’টি মামলা দায়ের করা হয়েছে।

ট্যাগঃ
রিপোর্টারের সম্পর্কে জানুন

Rajbari Mail

জনপ্রিয় পোস্ট

বালিয়াকান্দিতে আনারস প্রতীকের দুই সমর্থকে হাতুড়ী পিটিয়ে জখমের অভিযোগ প্রতিপক্ষের বিরুদ্ধে

ডাকাতির প্রস্তুতিকালে রাজবাড়ীতে বিদেশী পিস্তুল ও গুলিসহ গ্রেপ্তার ৫

পোস্ট হয়েছেঃ ০৯:৫৩:৫০ অপরাহ্ন, বুধবার, ২৬ অক্টোবর ২০২২

ইমরান মনিম, রাজবাড়ীঃ ডাকাতির প্রস্তুতিকালে রাজবাড়ী শহরের বিদেশী পিস্তল ও গুলিসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত পাঁচজন শহরের চিহিৃত সন্ত্রাসী বলে পুলিশের দাবী। গ্রেপ্তারকৃতদের কাছ থেকে বিদেশী পিস্তল, গুলি ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। এ নিয়ে বুধবার দুপুরে রাজবাড়ীর পুলিশ সুপারের সম্মেলন কক্ষে প্রেস ব্রিফিং করা হয়েছে।

প্রেস ব্রিফিং-এ পুলিশ সুপার এম এম শাকিলুজ্জামান বলেন, ডাকাতি করার উদ্দেশ্যে জেলা শহরের একদল শীর্ষ সন্ত্রাসী বিদেশী পিস্তল, গুলি ও দেশীয় অস্ত্র নিয়ে সদর উপজেলার খানখানাপুর ইউনিয়নের সরদার পাড়ার জনৈক খলিল শেখের বাড়ীতে অবস্থান করছে। গত মঙ্গলবার সন্ধ্যায় গোপন ওই সংবাদের ভিত্তিতে রাজবাড়ী থানা পুলিশের সদস্যরা সেখানে অভিযান পরিচালনা করে। দীর্ঘ সময় ধরে করা অভিযানে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি রাহাদ বিশ^াস ওরফে পিয়াল, তার সহযোগি আরিফ মন্ডল, আশরাফুল ইসলাম, রমজান আলী, আলীম শেখকে গ্রেপ্তার করতে সক্ষম হন। সেই সাথে তাদের কাছ থেকে ১টি স্বয়ংক্রিয় বিদেশী পিস্তল, ২টি ম্যাগাজিন, ৬ রাউন্ড পিস্তলের গুলি, ১ রাউন্ড শর্ট গানের কার্তুজ, ১টি চাইনিজ কুড়াল, ২টি রামদা, ১টি কুড়াল, ২টি ছোড়া ও ২টি চাকু উদ্ধার করা হয়।

এ সময় ১৫-১৬ জন সন্ত্রাসী পালিয়ে যায়। গ্রেপ্তারকৃত প্রত্যেকের বিরুদ্ধে ২ থেকে ১৫টি করে মামলা রয়েছে। তারা জেলা শহর সহ আশপাশের এলাকা গুলোতে নিয়মিতভাবে অপরাধ মূলক কর্মকান্ড পরিচালনা করে আসছে।

প্রেস ব্রিফিং-এ রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার মোঃ সালাহ উদ্দিন, অতিরিক্ত পুলিশ সুপার রেজাউল ইসলাম, রাজবাড়ী থানার ওসি মোহাম্মদ শাহাদাত হোসেন, টিআই তারক পালসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

রাজবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহাদাত হোসেন বলেন, ওই ঘটনায় গ্রেপ্তার হওয়া ও পলাতক আসামিদের বিরুদ্ধে ডাকাতির প্রস্তুতি ও অস্ত্র আইনে পৃথক দু’টি মামলা দায়ের করা হয়েছে।