০৭:৪১ পূর্বাহ্ন, সোমবার, ২০ মে ২০২৪, ৬ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ

করোনা নিয়ে আবেগঘন বার্তা দিলেন ক্রিস্টিয়ানো রোনালদো

প্রাণঘাতী করোনাভাইরাসে আতঙ্কিত পুরো বিশ্ব। বিশ্বের প্রতিটি সেক্টরে করোনার প্রভাব লক্ষ করা গেছে। বিভিন্ন দেশের শিক্ষাপ্রতিষ্ঠান থেকে শুরু করে অফিস আদালত পর্যন্ত সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে। করোনার প্রভাব বিস্তার করেছে বিশ্ব ক্রীড়াঙ্গনেও। বিভিন্ন দেশের ক্রিকেট ও ফুটবল টুর্নামেন্টগুলোও অনির্দিষ্টকালের জন্য বাতিল করা হয়েছে। শনিবার (১৩ মার্চ) সকাল পর্যন্ত এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন ১ লাখ ৪০ হাজারেরও বেশি মানুষ। চীনের পর ইউরোপকে এখন করোনার মূল কেন্দ্র বলছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। আর ইউরোপের প্রধান খেলা ফুটবলে যার প্রভাব পড়েছে সব থেকে বেশী। একে একে লিগগুলোকে বন্ধ করা হয়েছে। স্প্যানিশ লা লিগা, ইংলিশ প্রিমিয়ার লিগ, ফরাসি লিগ ওয়ান, ইতালিয়ান সেরি-আ এমন কি উয়েফা চ্যাম্পিয়নস লিগও স্থগিত করা হয়েছে।

জুভেন্টাসের ডিফেন্ডার রুগানি, আর্সেনাল কোচ মাইকেল আক্রান্ত হয়েছে করোনা ভাইরাসে। তাই বিশ্বজুড়ে করোনায় আক্রান্তদের প্রতি সমবেদনা আর সংহতি জানালেন পর্তুগাল অধিনায়ক ও বিশ্ব ফুটবলের সবথেকে বড় তারকা ক্রিস্টিয়ানো রোনালদো। পাশাপাশি এ পরিস্থিতি সামলানোর জন্য ডব্লিউএইচও (বিশ্ব স্বাস্থ্য সংস্থা) ও সরকারের পরামর্শ সবাইকে মানার অনুরোধ জানিয়েছেন তিনি। সামাজিক যোগাযোগমাধ্যমে পাঁচবারের চ্যাম্পিয়নস লিগ জয়ী এ কিংবদন্তী লেখেন, ‘বিশ্ব এখন অনেক কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছে। এখন আমাদের সবার সেদিকে নজর দেওয়া দরকার। একজন ফুটবলার হিসেবে নয়, একজন ছেলে, বাবা, আর মানুষ হিসেবে আমি আপনাদের সঙ্গে কথা বলছি। যা ঘটছে তাতে আমিও উদ্বিগ্ন। আমরা কীভাবে এই পরিস্থিতি সামলিয়ে উঠবো সেটার জন্য ডব্লিউএইচও (বিশ্ব স্বাস্থ্য সংস্থা) ও সরকারের পরামর্শ আমাদের সবাইকে মানতে হবে। সবকিছুর ওপরে বেঁচে থাকাই আসল।’
পরিবার নিয়ে বর্তমানে পর্তুগালের মাদেইরার নিজ বাড়িতে দিন কাটাচ্ছেন রোনালদো। করোনায় স্বজন হারানো ও আক্রান্তদের প্রতি সহানুভূতি জানিয়ে রোনালদো লেখেন, ‘যারা কাছের কাউকে হারিয়েছে তাদের জন্য আমার সমবেদনা, আর আমার সতীর্থ ড্যানিয়েল রুগানির মতো যারা এই ভাইরাসের বিরুদ্ধে লড়ছে তাদের প্রতি সংহতি জানাই। আর যে স্বাস্থ্যকর্মীরা নিজেদের জীবন ঝুঁকির মধ্যে রেখে অন্যকে বাঁচাচ্ছেন তাদের প্রতি আমার সমর্থন অব্যাহত থাকবে।’

ট্যাগঃ
রিপোর্টারের সম্পর্কে জানুন

Rajbari Mail

জনপ্রিয় পোস্ট

বালিয়াকান্দিতে আনারস প্রতীকের দুই সমর্থকে হাতুড়ী পিটিয়ে জখমের অভিযোগ প্রতিপক্ষের বিরুদ্ধে

করোনা নিয়ে আবেগঘন বার্তা দিলেন ক্রিস্টিয়ানো রোনালদো

পোস্ট হয়েছেঃ ০৪:৪৪:৩১ অপরাহ্ন, শনিবার, ১৪ মার্চ ২০২০

প্রাণঘাতী করোনাভাইরাসে আতঙ্কিত পুরো বিশ্ব। বিশ্বের প্রতিটি সেক্টরে করোনার প্রভাব লক্ষ করা গেছে। বিভিন্ন দেশের শিক্ষাপ্রতিষ্ঠান থেকে শুরু করে অফিস আদালত পর্যন্ত সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে। করোনার প্রভাব বিস্তার করেছে বিশ্ব ক্রীড়াঙ্গনেও। বিভিন্ন দেশের ক্রিকেট ও ফুটবল টুর্নামেন্টগুলোও অনির্দিষ্টকালের জন্য বাতিল করা হয়েছে। শনিবার (১৩ মার্চ) সকাল পর্যন্ত এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন ১ লাখ ৪০ হাজারেরও বেশি মানুষ। চীনের পর ইউরোপকে এখন করোনার মূল কেন্দ্র বলছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। আর ইউরোপের প্রধান খেলা ফুটবলে যার প্রভাব পড়েছে সব থেকে বেশী। একে একে লিগগুলোকে বন্ধ করা হয়েছে। স্প্যানিশ লা লিগা, ইংলিশ প্রিমিয়ার লিগ, ফরাসি লিগ ওয়ান, ইতালিয়ান সেরি-আ এমন কি উয়েফা চ্যাম্পিয়নস লিগও স্থগিত করা হয়েছে।

জুভেন্টাসের ডিফেন্ডার রুগানি, আর্সেনাল কোচ মাইকেল আক্রান্ত হয়েছে করোনা ভাইরাসে। তাই বিশ্বজুড়ে করোনায় আক্রান্তদের প্রতি সমবেদনা আর সংহতি জানালেন পর্তুগাল অধিনায়ক ও বিশ্ব ফুটবলের সবথেকে বড় তারকা ক্রিস্টিয়ানো রোনালদো। পাশাপাশি এ পরিস্থিতি সামলানোর জন্য ডব্লিউএইচও (বিশ্ব স্বাস্থ্য সংস্থা) ও সরকারের পরামর্শ সবাইকে মানার অনুরোধ জানিয়েছেন তিনি। সামাজিক যোগাযোগমাধ্যমে পাঁচবারের চ্যাম্পিয়নস লিগ জয়ী এ কিংবদন্তী লেখেন, ‘বিশ্ব এখন অনেক কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছে। এখন আমাদের সবার সেদিকে নজর দেওয়া দরকার। একজন ফুটবলার হিসেবে নয়, একজন ছেলে, বাবা, আর মানুষ হিসেবে আমি আপনাদের সঙ্গে কথা বলছি। যা ঘটছে তাতে আমিও উদ্বিগ্ন। আমরা কীভাবে এই পরিস্থিতি সামলিয়ে উঠবো সেটার জন্য ডব্লিউএইচও (বিশ্ব স্বাস্থ্য সংস্থা) ও সরকারের পরামর্শ আমাদের সবাইকে মানতে হবে। সবকিছুর ওপরে বেঁচে থাকাই আসল।’
পরিবার নিয়ে বর্তমানে পর্তুগালের মাদেইরার নিজ বাড়িতে দিন কাটাচ্ছেন রোনালদো। করোনায় স্বজন হারানো ও আক্রান্তদের প্রতি সহানুভূতি জানিয়ে রোনালদো লেখেন, ‘যারা কাছের কাউকে হারিয়েছে তাদের জন্য আমার সমবেদনা, আর আমার সতীর্থ ড্যানিয়েল রুগানির মতো যারা এই ভাইরাসের বিরুদ্ধে লড়ছে তাদের প্রতি সংহতি জানাই। আর যে স্বাস্থ্যকর্মীরা নিজেদের জীবন ঝুঁকির মধ্যে রেখে অন্যকে বাঁচাচ্ছেন তাদের প্রতি আমার সমর্থন অব্যাহত থাকবে।’