০৬:৫৭ পূর্বাহ্ন, সোমবার, ২০ মে ২০২৪, ৬ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ

পদ্মা নদীর এক চিতল ১৮ হাজারে বিক্রি

মঈন মৃধা, গোয়ালন্দঃ রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ার পদ্মা নদীর অদূরে ব্যাড় জালে ১২ কেজি ওজনের একটি চিতল মাছ ধরা পড়েছে। শুক্রবার সকাল ৮টার দিকে গোয়ালন্দ উপজেলার সীমান্তবর্তী উজানচর ইউনিয়নের কামারডাঙ্গী এলাকায় পদ্মা নদীতে জেলে সাইদুল হালদারের জালে মাছটি ধরা পড়ে।

স্থানীয় মৎস্যজীবীরা জানান, গতকাল বৃহস্পতিবার রাতে সঙ্গীদের সাথে নিয়ে জেলে সাইদুল ইসলাম ওরফে সাইদুল হালদার জাল নিয়ে নদীতে নামেন। রাতভর জাল ফেলে তেমন কোন মাছের দেখা পাননি। অনেকটা হতাশ হয়ে বাড়ি ফেরার আগ মুহুর্তে শেষবারের মতো নদীতে জাল ফেলেন। শুক্রবার ভোরের দিকে জাল গুটিয়ে নৌকায় তোলার মুহুর্তে দেখতে পান বড় একটি চিতল মাছ।

মাছটি পাওয়ার পর বিক্রির জন্য জেলে সাইদুল হালদার দৌলতদিয়া ৫নম্বর ফেরি ঘাটের স্থানীয় মাছ ব্যবসায়ী শাকিল সোহান মৎস্য আড়তের মালিক শাহজাহান শেখ এর নিকট বিক্রয়ের জন্য যোগাযোগ করতে থাকেন। পরে মাছটি দৌলতদিয়া ফেরি ঘাটে নিয়ে আসলে মৎস্য ব্যবসায়ী শাহজাহান শেখ ১ হাজার ৪০০ টাকা কেজি দরে মোট ১৬ হাজার ৮০০ টাকা দিয়ে মাছটি কিনে নেন।

জেলে সাইদুল হালদার জানান, প্রতিদিনের মতো তারা পদ্মা নদীতে বৃহস্পতিবার সারারাত জাল ফেলে মাছ ধরার চেষ্টা করেন। কিন্তু সারারাত কোন মাছের দেখা মেলেনি। শেষে শুক্রবার সকাল ৮টার দিকে জাল টানতেই দেখে একটি বড় সাইজের চিতল মাছ ধরা পড়েছে। পরে মাছটি দৌলতদিয়া ফেরি ঘাটে এনে ওজন দিয়ে দেখেন প্রায় ১২ কেজি হয়েছে।

দৌলতদিয়ার ৫নম্বর ফেরি ঘাট এলাকার শাকিল-সোহান মৎস্য আড়তের সত্ত্বাধিকারী শাহজাহান শেখ বলেন, শুক্রবার সকালে জেলে সাইদুল ইসলাম মাছটি পাওয়ার পর ফোনে যোগাযোগ করেন। পরে মাছটি ফেরি ঘাটে নিয়ে আসলে ১ হাজার ৪০০ টাকা কেজি করে মোট ১৬ হাজার ৮০০ টাকায় কিনে নেন। মাছটি তিনি ফেরি ঘাট সংলগ্ন তার আড়ত ঘরে এনে রাখেন। এরপর থেকে তাঁর পরিচিত সকল বড় বড় ব্যবসায়ীর সাথে মোবাইল ফোনে যোগাযোগ করলে ঢাকার এক ব্যাবসায়ীর কাছে ১ হাজার ৫০০ টাকা কেজি দরে মোট ১৮ হাজার টাকায় চিতল মাছটি বিক্রি করেন।

মৎস্য ব্যবসায়ী সম্রাট শাহজাহান বলেন, পদ্মা নদীর বড় মাছের চাহিদা সব সময় অনেক রয়েছে। এ ধরনের চিতল মাছ খুব বেশি একটা দেখা যায়না। এই চিতল মাছটি প্রতি কেজিতে ১০০ টাকা লাভে ঢাকার এক ব্যবসায়ীর কাছে বিক্রি করেছি। মাছটি পাওয়ার পরে জেলেও যেমন খুশি, ব্যবসায়ী হিসেবে আমিও খুশি।

ট্যাগঃ
রিপোর্টারের সম্পর্কে জানুন

Rajbari Mail

জনপ্রিয় পোস্ট

বালিয়াকান্দিতে আনারস প্রতীকের দুই সমর্থকে হাতুড়ী পিটিয়ে জখমের অভিযোগ প্রতিপক্ষের বিরুদ্ধে

পদ্মা নদীর এক চিতল ১৮ হাজারে বিক্রি

পোস্ট হয়েছেঃ ১০:০৫:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ১৫ এপ্রিল ২০২২

মঈন মৃধা, গোয়ালন্দঃ রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ার পদ্মা নদীর অদূরে ব্যাড় জালে ১২ কেজি ওজনের একটি চিতল মাছ ধরা পড়েছে। শুক্রবার সকাল ৮টার দিকে গোয়ালন্দ উপজেলার সীমান্তবর্তী উজানচর ইউনিয়নের কামারডাঙ্গী এলাকায় পদ্মা নদীতে জেলে সাইদুল হালদারের জালে মাছটি ধরা পড়ে।

স্থানীয় মৎস্যজীবীরা জানান, গতকাল বৃহস্পতিবার রাতে সঙ্গীদের সাথে নিয়ে জেলে সাইদুল ইসলাম ওরফে সাইদুল হালদার জাল নিয়ে নদীতে নামেন। রাতভর জাল ফেলে তেমন কোন মাছের দেখা পাননি। অনেকটা হতাশ হয়ে বাড়ি ফেরার আগ মুহুর্তে শেষবারের মতো নদীতে জাল ফেলেন। শুক্রবার ভোরের দিকে জাল গুটিয়ে নৌকায় তোলার মুহুর্তে দেখতে পান বড় একটি চিতল মাছ।

মাছটি পাওয়ার পর বিক্রির জন্য জেলে সাইদুল হালদার দৌলতদিয়া ৫নম্বর ফেরি ঘাটের স্থানীয় মাছ ব্যবসায়ী শাকিল সোহান মৎস্য আড়তের মালিক শাহজাহান শেখ এর নিকট বিক্রয়ের জন্য যোগাযোগ করতে থাকেন। পরে মাছটি দৌলতদিয়া ফেরি ঘাটে নিয়ে আসলে মৎস্য ব্যবসায়ী শাহজাহান শেখ ১ হাজার ৪০০ টাকা কেজি দরে মোট ১৬ হাজার ৮০০ টাকা দিয়ে মাছটি কিনে নেন।

জেলে সাইদুল হালদার জানান, প্রতিদিনের মতো তারা পদ্মা নদীতে বৃহস্পতিবার সারারাত জাল ফেলে মাছ ধরার চেষ্টা করেন। কিন্তু সারারাত কোন মাছের দেখা মেলেনি। শেষে শুক্রবার সকাল ৮টার দিকে জাল টানতেই দেখে একটি বড় সাইজের চিতল মাছ ধরা পড়েছে। পরে মাছটি দৌলতদিয়া ফেরি ঘাটে এনে ওজন দিয়ে দেখেন প্রায় ১২ কেজি হয়েছে।

দৌলতদিয়ার ৫নম্বর ফেরি ঘাট এলাকার শাকিল-সোহান মৎস্য আড়তের সত্ত্বাধিকারী শাহজাহান শেখ বলেন, শুক্রবার সকালে জেলে সাইদুল ইসলাম মাছটি পাওয়ার পর ফোনে যোগাযোগ করেন। পরে মাছটি ফেরি ঘাটে নিয়ে আসলে ১ হাজার ৪০০ টাকা কেজি করে মোট ১৬ হাজার ৮০০ টাকায় কিনে নেন। মাছটি তিনি ফেরি ঘাট সংলগ্ন তার আড়ত ঘরে এনে রাখেন। এরপর থেকে তাঁর পরিচিত সকল বড় বড় ব্যবসায়ীর সাথে মোবাইল ফোনে যোগাযোগ করলে ঢাকার এক ব্যাবসায়ীর কাছে ১ হাজার ৫০০ টাকা কেজি দরে মোট ১৮ হাজার টাকায় চিতল মাছটি বিক্রি করেন।

মৎস্য ব্যবসায়ী সম্রাট শাহজাহান বলেন, পদ্মা নদীর বড় মাছের চাহিদা সব সময় অনেক রয়েছে। এ ধরনের চিতল মাছ খুব বেশি একটা দেখা যায়না। এই চিতল মাছটি প্রতি কেজিতে ১০০ টাকা লাভে ঢাকার এক ব্যবসায়ীর কাছে বিক্রি করেছি। মাছটি পাওয়ার পরে জেলেও যেমন খুশি, ব্যবসায়ী হিসেবে আমিও খুশি।