মইনুল হক মৃধা, গোয়ালন্দঃ রাজবাড়ীর গোয়ালন্দে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের (ব্রি) আঞ্চলিক কার্যালয় ভাংগা –ফরিদপুরের আয়োজনে এবং উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সহযোগিতায় বোরো মৌসুমে ২০২২–২৩ ব্রি ধান ৮৯, ও ৯২ জাতসমূহের প্রদর্শনীর মাঠ দিবস ও শস্য কর্তন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১২ মে) বিকালে উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের তোরাপ শেখের পাড়া গ্রামে এ মাঠ দিবস ও শস্য কর্তন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রথমে কোরআন তেলাওয়াত করেন আদ্–দ্বীন আহমেদ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের ভাংগা–ফরিদপুর বিভাগের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ইফতেখার মাহমুদ আকন্দ।
গোয়ালন্দ উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. মাহফুজুর রহমানের সভাপতিত্বে এসময় আরো উপস্থিত ছিলেন, উপজেলা উপসহকারী কৃষি অফিসার মো. ইমরান হোসেন, কৃষি উদ্যোক্ত ও আধুনিক কৃষক মো. হুমায়ন আহমেদসহ উপজেলা কৃষি দপ্তরের অন্যান্য কর্মকর্তাসহ শতাধিক কৃষক–কৃষাণী উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে তোরাপ শেখের পাড়া গ্রামের কৃষক মো. হুমায়ন আহমেদের প্রদর্শনী প্লটের ব্রি ৮৯ ও ৯২ ধান আগত চাষীদের দেখানো হয় এবং প্রদর্শনী প্লটের ধান নমুনা কর্তন করে ঝাড়াই–মাড়াই দেখানো হয়।
এসময় কৃষক হুমায়ন আহমেদ বলেন, বিগত দিনে যে সমস্ত ধানের জাতগুলো আবাদ করেছি, তারমধ্য বোরো ৮৯ ও ৯২ ধানের জাত সবচেয়ে ফলন বেশী, পোকামাকড়ের আক্রমণ কম, ধানের গোড়া ও গাছ খুবই শক্ত যা বাতাসে হেলে পড়েনা, অন্যান্য জাতের চেয়ে ফলনও বেশী, ধানও চিকন যা অতি লাভজনক। আমি সামনে মৌসুমে বোরো ৮৯ ও ৯২ জাতের ধান বেশী করে আবাদ করবো।