০৬:৩৯ পূর্বাহ্ন, সোমবার, ২০ মে ২০২৪, ৬ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ

ফেরিতে অতিরিক্ত টিকেট মূল্য দিতে বাধ্য করায় ছয় টিকেট বিক্রেতাকে জরিমানা

ইমরান হোসেন, রাজবাড়ীঃ রাজবাড়ীর দৌলতদিয়ায় চলমান ৪টি ফেরি ঘাটে ফেরি পারাপার হতে সাধারন যাত্রীদের কাছ থেকে জোরপূর্বক ইজারাদার কর্তৃপক্ষের টিকেট বিক্রেতারা ২৫ টাকার পরিবর্তে ৩০ টাকা টিকেট বিক্রির অভিযোগ পাওয়া গেছে। এই অভিযোগের সত্যতা পেয়ে ৬জনকে আটক করেছে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ।

শুক্রবার (৬ মে) দুপুরে ৫ নম্বর ঘাট সহ সব ফেরি ঘাটে রাজবাড়ী প্রলিশ সুপারের নির্দেশনায় সাদা পোশাকের পুলিশ বেশি মূল্যে টিকেট বিক্রির অপরাধে ৬ জনকে হাতেনাতে আটক করে থানায় নিয়ে যায়। প্রতিদিন অতিরিক্ত বেশি টাকা আদায় করে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিচ্ছে সুবহানা এন্টার প্রাইজ। এ ফেরি ঘাট গুলোতে সবসময় টিকিট মূল্যের বেশি দামে টিকেট বিক্রি অভিযোগ করে আসছিলো পারাপার হওয়া যাত্রীরা।তবে আটকের পরও বেশি অর্থ নেওয়া অভিযোগ করেন যাত্রীরা।

বার বার কতৃপক্ষকে হুশিয়ারী করা হলেও কোন ধরনের কর্ণপাত করেনা ইজারাদার কতৃপক্ষ। ফেরি ঘাটের যাত্রী পারাপারে বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষের কাছ থেকে সুবহানা এন্টারপ্রাইজ ২৫ টাকা মূল্যে টিেিকট বিক্রির ইজারা পায়। প্রতিটি টিকেটের মূল্য ৫ টাকা বাড়িয়ে হাজার হাজার যাত্রীদের কাছ থেকে জোরপূর্বক প্রতিদিন মোটা অংকের অর্থ হাতিয়ে নিচ্ছেন এই সুবহানা এন্টারপ্রাইজ ইজারাদার কতৃপক্ষ। বিষয়টি পুলিশ সুপারসহ ঘাটের দ্বায়িত্বে থাকা কর্তৃপক্ষ জানতে পেরে গোয়ালন্দ ঘাট থানা পুলিশকে ব্যবস্থা গ্রহন করার নির্দেশ দেন। এরপর দুপুরে অভিযান চালিয়ে টিকেটের অতিরিক্ত মূল্য নেওয়ার কারনে ৬ জনকে আটক করা হয়।

রাজবাড়ী পুলিশ সুপার এম এম শাকিলুজ্জান সাংবাদিকদের বলেন, যাত্রীদের কাছ থেকে যদি অতিরিক্ত টিকেট মূল্য নেওয়ার প্রমান পাওয়া যায়, তাহলের তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার হবে।

গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্বপন কুমার মজুমদার জানান, শুক্রবার বিকেলে সুবহানা এন্টারপ্রাইজ কর্তৃপক্ষের ৬ টিকেট বিক্রেতাকে আটকের পর ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ২ হাজার টাকা করে জরিমানা করা হয়। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) মো. রফিকুল ইসলাম।

বিআইডব্লিউটসি আরিচা কার্যালয়ের উপমহাব্যবস্থাপক (ডিজিএম) শাহ মো. খালেদ নেওয়াজ যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত টিকেট মূল্যের বেশি টাকা নেওয়ার ব্যাপারে তিনি দ্রুত পাটুরিয়া ও দৌলতদিয়ায় ইজারাদার কর্তৃপক্ষের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানান।

ট্যাগঃ
রিপোর্টারের সম্পর্কে জানুন

Rajbari Mail

জনপ্রিয় পোস্ট

বালিয়াকান্দিতে আনারস প্রতীকের দুই সমর্থকে হাতুড়ী পিটিয়ে জখমের অভিযোগ প্রতিপক্ষের বিরুদ্ধে

ফেরিতে অতিরিক্ত টিকেট মূল্য দিতে বাধ্য করায় ছয় টিকেট বিক্রেতাকে জরিমানা

পোস্ট হয়েছেঃ ০৯:৩২:৪৫ অপরাহ্ন, শনিবার, ৭ মে ২০২২

ইমরান হোসেন, রাজবাড়ীঃ রাজবাড়ীর দৌলতদিয়ায় চলমান ৪টি ফেরি ঘাটে ফেরি পারাপার হতে সাধারন যাত্রীদের কাছ থেকে জোরপূর্বক ইজারাদার কর্তৃপক্ষের টিকেট বিক্রেতারা ২৫ টাকার পরিবর্তে ৩০ টাকা টিকেট বিক্রির অভিযোগ পাওয়া গেছে। এই অভিযোগের সত্যতা পেয়ে ৬জনকে আটক করেছে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ।

শুক্রবার (৬ মে) দুপুরে ৫ নম্বর ঘাট সহ সব ফেরি ঘাটে রাজবাড়ী প্রলিশ সুপারের নির্দেশনায় সাদা পোশাকের পুলিশ বেশি মূল্যে টিকেট বিক্রির অপরাধে ৬ জনকে হাতেনাতে আটক করে থানায় নিয়ে যায়। প্রতিদিন অতিরিক্ত বেশি টাকা আদায় করে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিচ্ছে সুবহানা এন্টার প্রাইজ। এ ফেরি ঘাট গুলোতে সবসময় টিকিট মূল্যের বেশি দামে টিকেট বিক্রি অভিযোগ করে আসছিলো পারাপার হওয়া যাত্রীরা।তবে আটকের পরও বেশি অর্থ নেওয়া অভিযোগ করেন যাত্রীরা।

বার বার কতৃপক্ষকে হুশিয়ারী করা হলেও কোন ধরনের কর্ণপাত করেনা ইজারাদার কতৃপক্ষ। ফেরি ঘাটের যাত্রী পারাপারে বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষের কাছ থেকে সুবহানা এন্টারপ্রাইজ ২৫ টাকা মূল্যে টিেিকট বিক্রির ইজারা পায়। প্রতিটি টিকেটের মূল্য ৫ টাকা বাড়িয়ে হাজার হাজার যাত্রীদের কাছ থেকে জোরপূর্বক প্রতিদিন মোটা অংকের অর্থ হাতিয়ে নিচ্ছেন এই সুবহানা এন্টারপ্রাইজ ইজারাদার কতৃপক্ষ। বিষয়টি পুলিশ সুপারসহ ঘাটের দ্বায়িত্বে থাকা কর্তৃপক্ষ জানতে পেরে গোয়ালন্দ ঘাট থানা পুলিশকে ব্যবস্থা গ্রহন করার নির্দেশ দেন। এরপর দুপুরে অভিযান চালিয়ে টিকেটের অতিরিক্ত মূল্য নেওয়ার কারনে ৬ জনকে আটক করা হয়।

রাজবাড়ী পুলিশ সুপার এম এম শাকিলুজ্জান সাংবাদিকদের বলেন, যাত্রীদের কাছ থেকে যদি অতিরিক্ত টিকেট মূল্য নেওয়ার প্রমান পাওয়া যায়, তাহলের তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার হবে।

গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্বপন কুমার মজুমদার জানান, শুক্রবার বিকেলে সুবহানা এন্টারপ্রাইজ কর্তৃপক্ষের ৬ টিকেট বিক্রেতাকে আটকের পর ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ২ হাজার টাকা করে জরিমানা করা হয়। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) মো. রফিকুল ইসলাম।

বিআইডব্লিউটসি আরিচা কার্যালয়ের উপমহাব্যবস্থাপক (ডিজিএম) শাহ মো. খালেদ নেওয়াজ যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত টিকেট মূল্যের বেশি টাকা নেওয়ার ব্যাপারে তিনি দ্রুত পাটুরিয়া ও দৌলতদিয়ায় ইজারাদার কর্তৃপক্ষের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানান।