০৮:০৬ পূর্বাহ্ন, সোমবার, ২০ মে ২০২৪, ৬ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ

স্থগিত হওয়া গোয়ালন্দ উপজেলা পরিষদের উপ-নির্বাচন আগামী ১০ অক্টোবর

ষ্টাফ রিপোর্টাঃ করোনা পরিস্থিতির কারণে স্থগিত হওয়া রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলা পরিষদের উপনির্বাচন আগামী সাড়ে পাঁচ মাস পর ১০ অক্টোবর অনুষ্ঠিত হবে। আজ রোববার নির্বাচন কমিশনের উপসচিব মো. আতিয়ার রহমান স্বাক্ষরিত এক পত্রে উপনির্বাচনের বিষয়টি নিশ্চিত করা হয়। করোনা পরিস্থিতির কারণে গত ২৯ মার্চ ঘোষিত উপজেলা পরিষদের নির্বাচন স্থগিত ঘোষনা করা হয়।

জানা যায়, গোয়ালন্দ উপজেলা পরিষদ উপনির্বাচনে মোট তিনজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এরা হলেন ক্ষমতাসীন আওয়ামী লীগের গোয়ালন্দ উপজেলার জ্যেষ্ঠ সহসভাপতি ও মোস্তফা মেটাল ইন্ডাষ্ট্রিজ লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক মো. মোস্তফা মুন্সী (নৌকা), উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. নুরুল ইসলাম মন্ডল (ঘোড়া) এবং বিএনপি মনোনিত প্রার্থী মাহবুব আলী (ধানের শীষ)। উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে উপনির্বাচনে তিনজন প্রার্থী হলেও মূলত আলোচনার কেন্দ্রবিন্দু হিসেবে মোস্তফা মুন্সী ও নুরুল ইসলাম মন্ডল রয়েছেন।

এর আগে গোয়ালন্দ উপজেলা পরিষদের চেয়ারম্যান এবিএম নুরুল ইসলাম অসুস্থ্যতা জনিত কারণে গত বছর (২০১৯) ১৭ অক্টোবর ঢাকার একটি বেসরকারী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরণ করেন। এরপর স্থানীয় সরকার বিভাগ গোয়ালন্দ উপজেলা চেয়ারম্যানের পদটি শুন্য ঘোষণা করে। ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান চৌধুরী। পরবর্তীতে নির্বাচন কমিশন থেকে গত ২৯ মার্চ নির্বাচনের তারিখ ঘোষণা করেন। কিন্তু করোনা পরিস্থিতির কারণে নির্বাচনের ঠিক চার দিন আগে ২৫ মার্চ স্থগিত ঘোষণা করে।

গোয়ালন্দ উপজেলার নির্বাচন কর্মকর্তা নিজাম উদ্দীন আহম্মেদ জানান, রোববার বিকেলে নির্বাচন কমিশনের উপসচিব মো. আতিয়ার রহমান স্বাক্ষরিত এক পত্রে আগামী ১০ অক্টোবর স্থগিত হওয়া রাজবাড়ীর গোয়ালন্দ ও ফরিদপুরের চরভদ্রাসন উপজেলা পরিষদের উপনির্বাচনের তারিখ জানানো হয়েছে। এরপর থেকে ফের নির্বাচন ঘিরে আলোচনার ঝড় শুরু হয়েছে। আমরা নির্বাচন সম্পন্ন করতে সকল ধরনের প্রস্তুতি গ্রহণ করছি।

ট্যাগঃ
রিপোর্টারের সম্পর্কে জানুন

Rajbari Mail

জনপ্রিয় পোস্ট

বালিয়াকান্দিতে আনারস প্রতীকের দুই সমর্থকে হাতুড়ী পিটিয়ে জখমের অভিযোগ প্রতিপক্ষের বিরুদ্ধে

স্থগিত হওয়া গোয়ালন্দ উপজেলা পরিষদের উপ-নির্বাচন আগামী ১০ অক্টোবর

পোস্ট হয়েছেঃ ০৮:৪১:১০ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২০

ষ্টাফ রিপোর্টাঃ করোনা পরিস্থিতির কারণে স্থগিত হওয়া রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলা পরিষদের উপনির্বাচন আগামী সাড়ে পাঁচ মাস পর ১০ অক্টোবর অনুষ্ঠিত হবে। আজ রোববার নির্বাচন কমিশনের উপসচিব মো. আতিয়ার রহমান স্বাক্ষরিত এক পত্রে উপনির্বাচনের বিষয়টি নিশ্চিত করা হয়। করোনা পরিস্থিতির কারণে গত ২৯ মার্চ ঘোষিত উপজেলা পরিষদের নির্বাচন স্থগিত ঘোষনা করা হয়।

জানা যায়, গোয়ালন্দ উপজেলা পরিষদ উপনির্বাচনে মোট তিনজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এরা হলেন ক্ষমতাসীন আওয়ামী লীগের গোয়ালন্দ উপজেলার জ্যেষ্ঠ সহসভাপতি ও মোস্তফা মেটাল ইন্ডাষ্ট্রিজ লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক মো. মোস্তফা মুন্সী (নৌকা), উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. নুরুল ইসলাম মন্ডল (ঘোড়া) এবং বিএনপি মনোনিত প্রার্থী মাহবুব আলী (ধানের শীষ)। উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে উপনির্বাচনে তিনজন প্রার্থী হলেও মূলত আলোচনার কেন্দ্রবিন্দু হিসেবে মোস্তফা মুন্সী ও নুরুল ইসলাম মন্ডল রয়েছেন।

এর আগে গোয়ালন্দ উপজেলা পরিষদের চেয়ারম্যান এবিএম নুরুল ইসলাম অসুস্থ্যতা জনিত কারণে গত বছর (২০১৯) ১৭ অক্টোবর ঢাকার একটি বেসরকারী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরণ করেন। এরপর স্থানীয় সরকার বিভাগ গোয়ালন্দ উপজেলা চেয়ারম্যানের পদটি শুন্য ঘোষণা করে। ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান চৌধুরী। পরবর্তীতে নির্বাচন কমিশন থেকে গত ২৯ মার্চ নির্বাচনের তারিখ ঘোষণা করেন। কিন্তু করোনা পরিস্থিতির কারণে নির্বাচনের ঠিক চার দিন আগে ২৫ মার্চ স্থগিত ঘোষণা করে।

গোয়ালন্দ উপজেলার নির্বাচন কর্মকর্তা নিজাম উদ্দীন আহম্মেদ জানান, রোববার বিকেলে নির্বাচন কমিশনের উপসচিব মো. আতিয়ার রহমান স্বাক্ষরিত এক পত্রে আগামী ১০ অক্টোবর স্থগিত হওয়া রাজবাড়ীর গোয়ালন্দ ও ফরিদপুরের চরভদ্রাসন উপজেলা পরিষদের উপনির্বাচনের তারিখ জানানো হয়েছে। এরপর থেকে ফের নির্বাচন ঘিরে আলোচনার ঝড় শুরু হয়েছে। আমরা নির্বাচন সম্পন্ন করতে সকল ধরনের প্রস্তুতি গ্রহণ করছি।