০৬:৩৮ পূর্বাহ্ন, সোমবার, ২০ মে ২০২৪, ৬ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ

শব্দ দূষণ প্রতিরোধে ইউএনও’র কাছে শিক্ষানবীশ আইনজীবীর আবেদন

মঈন মৃধা, গোয়ালন্দঃ শব্দ দূষনের হাত থেকে শহরবাসীকে বাঁচাতে রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের আবেদন জানিয়েছেন মো. তানভীর হাসান ওরফে তনু নামের এক শিক্ষানবীশ আইনজীবী। ওই আইনজীবী গোয়ালন্দ পৌরসভার  ৯নং ওয়ার্ড বাহাদুরপুর গ্রামের বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালেক সরদারের ছেলে । এবং সে ঢাকা বার কাউন্সিলের একজন শিক্ষানবীশ আইনজীবী।

রোববার (৩১ জানুয়ারী) বিকালে গোয়ালন্দ উপজেলা নির্বাহী র্কমকর্তার কার্যালয়ে নিজেই গিয়ে এই আবেদন পত্রটি ইউএনও’র কাছে জমা দেন। গোয়ালন্দ উপজেলা নির্বাহী র্কমকর্তা (ইউএনও) আমিনুল ইসলাম আবেদন পত্রটি গ্রহণ করার বিষয়টি নিশ্চিত করেছেন।

শিক্ষানবীশ আইনজীবী তানভীর হাসান ওরফে তনু বলেন, পরিবেশ দূষণ বর্তমানে এক অসহনীয় মাত্রায় পৌঁছেছে। নানাভাবে পরিবেশ দূষিত হচ্ছে। পরিবেশ দূষণের অন্যতম কারণগুলির মধ্যে শব্দদূষণ একটি। শব্দদূষণের কারণেও যে মারাত্মক রকমের স্বাস্থ্য সমস্যা হতে পারে সে সম্পর্কে জনসাধারণের মাঝে সুস্পষ্ট ধারনা নেই। ২০ ডেসিবেল শব্দের মাত্রা হলেই আমরা সেটি শুনতে পাই। এর কম হলে শুনতে পারি না। ২০ থেকে ২০ হাজার হার্জ পর্যন্ত শব্দ আমরা শুনতে পারব। এর চেয়ে বেশি হলে শ্রবণশক্তি ক্ষতিগ্রস্ত হবে। বাংলাদেশের শব্দদূষণ নিয়ন্ত্রণ বিধিমালা (২০০৬) থাকলেও বাস্তবায়ন হচ্ছেনা।

তিনি বলেন, নীরব এলাকার জন্য দিনের বেলা ৫০ এবং রাতে ৪০ ডেসিবেল মাত্রা দেওয়া হয়েছে। শিল্প এলাকায় সর্বোচ্চ ৭০ এবং রাতে ৭৫ ডেসিবেল মাত্রা নির্ধারণ করা হয়েছে। কিন্তু বিভিন্ন গবেষণায় দেখা গেছে, বাংলাদেশের কোথাও এই মাত্রা মেনে চলা হয় না। শব্দ সব জায়গায় এই মাত্রার চেয়ে বেশি পাওয়া যায়। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে ৬০ ডেসিবেলের অধিক শব্দ যদি দীর্ঘ সময় থাকে তাহলে সাময়িক বধিরতা আর ১০০ ডেসিবেলের বেশি হলে স্থায়ী বধিরতা (Permament Deafness) হতে পারে। তবে শব্দদূষণে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে শিশুরা। শব্দদূষণ তিন বছর বা তার কম বয়সী শিশুদের মানসিক বিকাশের অন্যতম অন্তরায়।

ট্যাগঃ
রিপোর্টারের সম্পর্কে জানুন

Rajbari Mail

জনপ্রিয় পোস্ট

বালিয়াকান্দিতে আনারস প্রতীকের দুই সমর্থকে হাতুড়ী পিটিয়ে জখমের অভিযোগ প্রতিপক্ষের বিরুদ্ধে

শব্দ দূষণ প্রতিরোধে ইউএনও’র কাছে শিক্ষানবীশ আইনজীবীর আবেদন

পোস্ট হয়েছেঃ ১১:০৩:২৭ অপরাহ্ন, সোমবার, ১ ফেব্রুয়ারী ২০২১

মঈন মৃধা, গোয়ালন্দঃ শব্দ দূষনের হাত থেকে শহরবাসীকে বাঁচাতে রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের আবেদন জানিয়েছেন মো. তানভীর হাসান ওরফে তনু নামের এক শিক্ষানবীশ আইনজীবী। ওই আইনজীবী গোয়ালন্দ পৌরসভার  ৯নং ওয়ার্ড বাহাদুরপুর গ্রামের বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালেক সরদারের ছেলে । এবং সে ঢাকা বার কাউন্সিলের একজন শিক্ষানবীশ আইনজীবী।

রোববার (৩১ জানুয়ারী) বিকালে গোয়ালন্দ উপজেলা নির্বাহী র্কমকর্তার কার্যালয়ে নিজেই গিয়ে এই আবেদন পত্রটি ইউএনও’র কাছে জমা দেন। গোয়ালন্দ উপজেলা নির্বাহী র্কমকর্তা (ইউএনও) আমিনুল ইসলাম আবেদন পত্রটি গ্রহণ করার বিষয়টি নিশ্চিত করেছেন।

শিক্ষানবীশ আইনজীবী তানভীর হাসান ওরফে তনু বলেন, পরিবেশ দূষণ বর্তমানে এক অসহনীয় মাত্রায় পৌঁছেছে। নানাভাবে পরিবেশ দূষিত হচ্ছে। পরিবেশ দূষণের অন্যতম কারণগুলির মধ্যে শব্দদূষণ একটি। শব্দদূষণের কারণেও যে মারাত্মক রকমের স্বাস্থ্য সমস্যা হতে পারে সে সম্পর্কে জনসাধারণের মাঝে সুস্পষ্ট ধারনা নেই। ২০ ডেসিবেল শব্দের মাত্রা হলেই আমরা সেটি শুনতে পাই। এর কম হলে শুনতে পারি না। ২০ থেকে ২০ হাজার হার্জ পর্যন্ত শব্দ আমরা শুনতে পারব। এর চেয়ে বেশি হলে শ্রবণশক্তি ক্ষতিগ্রস্ত হবে। বাংলাদেশের শব্দদূষণ নিয়ন্ত্রণ বিধিমালা (২০০৬) থাকলেও বাস্তবায়ন হচ্ছেনা।

তিনি বলেন, নীরব এলাকার জন্য দিনের বেলা ৫০ এবং রাতে ৪০ ডেসিবেল মাত্রা দেওয়া হয়েছে। শিল্প এলাকায় সর্বোচ্চ ৭০ এবং রাতে ৭৫ ডেসিবেল মাত্রা নির্ধারণ করা হয়েছে। কিন্তু বিভিন্ন গবেষণায় দেখা গেছে, বাংলাদেশের কোথাও এই মাত্রা মেনে চলা হয় না। শব্দ সব জায়গায় এই মাত্রার চেয়ে বেশি পাওয়া যায়। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে ৬০ ডেসিবেলের অধিক শব্দ যদি দীর্ঘ সময় থাকে তাহলে সাময়িক বধিরতা আর ১০০ ডেসিবেলের বেশি হলে স্থায়ী বধিরতা (Permament Deafness) হতে পারে। তবে শব্দদূষণে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে শিশুরা। শব্দদূষণ তিন বছর বা তার কম বয়সী শিশুদের মানসিক বিকাশের অন্যতম অন্তরায়।